সাহারা মরুভূমির সীমা লেখ।
সাহারা মরুভূমির উত্তরে রয়েছে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, দক্ষিণে রয়েছে সাহেল তৃণভূমি, পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর।
সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে লেখ।
উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল। প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাগ্গর ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু। গাছপালাহীন প্রান্তরে প্রবল বেগে প্রবাহিত বায়ু পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা ধরনের নকশা তৈরি করে। নিম্নে ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করা হল –
1. আর্গ:
যে সব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে তা হল আর্গ।
2. হামাদা:
যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাকে হামাদা বলে।
3. ওয়াদি:
সাহারার বেশিরভাগ নদীগুলি আটলাস পর্বত ও মধ্য ভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। তবে নদীগুলি বেশিরভাগই শুকনো। এই শুকনো নদীর খাতগুলিকে ওয়াদি বলে।
4. রেগ:
যে সব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে, তাকে রেগ বলে।
- সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়। কুফরা, সিউয়া, টিমিমন, ঘারজাইয়া, বাহারিয়া – সাহারার উল্লেখযোগ্য মরুদ্যান।
সাহারার জলবায়ু সম্পর্কে আলোচনা কর।
দিনের বেলা:
সাহারা মরুভূমিতে দিনের বেলা ভীষন গরম থাকে ও বাতাসে জলীয়বাষ্প থাকে না। তাপমাত্রা মাঝে মাঝে 58°C পর্যন্ত হয়।
রাতের বেলা:
সাহারা মরুভূমিতে রাতের বেলা বেশ ঠাণ্ডা থাকে। তাপমাত্রা 4°C এ নেমে যায়। রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেক বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে।
গাছপালা:
এই মরুভূমিতে ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়। তবে মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। মরুদ্যানে সামান্য জলের জোগানে ভুট্টা, জোয়ার, বাজরার চাষ হয়।
যাযাবর কাকে বলে?
মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর বলে।
যাযাবরদের খাদ্য:
যাযাবরেরা উটের দল, ঘোড়া-ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য।
সাহারার সম্পদ সম্পর্কে লেখ।
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় লিবিয়াতে, আলজিরিয়াতে। এছাড়া লবণ, কয়লা, আকরিক লোহাও পাওয়া যায়। তবে অতিরিক্ত গরমের কারণে এখানে খনিজ সম্পদ আহরণ করাই কষ্টসাধ্য।
- উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে।
- গরমকালে সাহারা মরুভূমি থেকে