আবহাওয়া বলতে কী বোঝায়?
কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতি অবস্থাকে আবহাওয়া বলে।
জলবায়ু কাকে বলে?
কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা কে ওই অঞ্চলের জলবায়ু বলে।
কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই থাকে। যেমন- পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
- আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা।
আবার জলবায়ু হল কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা।
- আবহাওয়া প্রতিদিন এমন কী প্রতি মুহূর্তে বদলায়।
আবার, জলবায়ু প্রতিদিন বদলায় না।
- আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়।
আবার জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়।
আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান কি কি?
আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান হল –
- বায়ুর উষ্ণতা
- বায়ুর আর্দ্রতা
- বায়ুচাপ ও বায়ুপ্রবাহ
- মেঘাচ্ছন্নতা
- অধঃক্ষেপণ
বায়ুর উষ্ণতা:
সূর্য রশ্মির ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। একে বলা হয় ‘ Insolation'( Incoming Solar Radiation) বা ‘আগত সৌর বিকিরণ’।
আগত সৌর বিকিরণের ১০০ শতাংশ ধরলে, তার মাত্র ৫১ শতাংশ ভূ-পৃষ্ঠকে উত্তপ্ত করে। তাই একে বলে ‘কার্যকরী সৌর বিকিরণ’।
বাকি ৪৯ শতাংশের মধ্যে ৩৫ শতাংশ মহাশূন্যে ফিরে যায়। একে বলে ‘ অ্যালবেডো’।
বাকি ১৪ শতাংশ বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস, জলীয়বাষ্প, ধুলিকণা দ্বারা শোষিত হয়। যে ৫১ শতাংশ তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে ‘পার্থিব বিকিরণ’ বলে।
বায়ুমন্ডল কতরকম ভাবে উত্তপ্ত হয়?
বায়ুমন্ডল তিন রকম পদ্ধতিতে উত্তপ্ত হয়। যথা-
- বিকিরণ পদ্ধতি
- পরিবহন পদ্ধতি
- পরিচলন পদ্ধতি
দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে?
কোনো স্থানের এক দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য।
✓ কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হল গড় বার্ষিক উষ্ণতার প্রসর।
বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি?
বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার।
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হল সিক্স-এর থার্মোমিটার।
বায়ুর আর্দ্রতা কাকে বলে?
বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি?
বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি?
বায়ুপ্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি?
✓ আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হল মেঘাচ্ছন্নতা।
ঘনীভবন কাকে বলে?
বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি?
সমোষ্ণরেখা কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।
বৈশিষ্ট্য:
- দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমোষ্ণরেখাগুলি কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমোষ্ণরেখাগুলি দূরে দূরে অবস্থান করে।
- উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমোষ্ণরেখাগুলি দূরে অবস্থান করে।
- সমোষ্ণরেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না।