ইউরোপ মহাদেশের পোল্ডারভূমি সম্পর্কিত প্রশ্নাবলী।

ইউরোপ মহাদেশের পোল্ডারভূমি সম্পর্কিত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পোল্ডারভূমি কাকে বলে?

হল্যান্ড কথাটির অর্থ ‘নিম্নভূমি’। উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত নেদারল্যান্ড বা হল্যান্ডের যে বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রগর্ভে থেকে উদ্ধার করা হয়েছে তাকে পোল্ডারভূমি বলে।

নেদারল্যান্ডের সবচেয়ে বড়ো পোল্ডারভূমির নাম কি? 

নেদারল্যান্ডের সবচেয়ে বড়ো পোল্ডারভূমির নাম দুইবার জি।

নেদারল্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি পোল্ডারভূমির নাম লেখ।

নেদারল্যান্ডের উল্লেখযোগ্য কয়েকটি পোল্ডারভূমির নাম হল – জিল্যান্ড, জিপে, জুইডপ্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার।

পোল্ডারভূমি সৃষ্টির পদ্ধতি লেখ।

সমুদ্রের অগভীর অংশ উদ্ধার বা পোল্ডারভূমি তৈরীর এই কাজটিকে পাঁচটি পর্যায়ে সম্পূর্ণ করা হয়। যথা –

  • প্রথম পর্যায়ে, অগভীর জলাভূমি বা সমুদ্রের কিছু অংশ চারিদিকে মজবুত ও চওড়া কংক্রিট বা মাটির বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে একটি জলনিকাশি চক্র খাল থাকে, যাতে ঘেরা এলাকার জল পাম্প করে ওই খালে ফেলা যায় এবং শেষে তার সমুদ্রে গিয়ে পড়ে।
  • দ্বিতীয় পর্যায়ে, বাঁধ দিয়ে ঘেরা অংশের জলাভূমিটিকে পাম্পের সাহায্যে কাঁদাজলে ভরাট করা হয়। 
  • তৃতীয় পর্যায়ে, জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়।
  • চতুর্থ পর্যায়ে, পলি শুকিয়ে গেলে ওই জমিকে লবণমুক্ত করার জন্য বেশ কয়েক বছর ফেলে রাখা হয়।
  • পঞ্চম পর্যায়ে, অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েকবছর বিভিন্ন পশুখাদ্য যেমন- হে, ক্লোভার প্রভৃতি চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযোগী হলে বীট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ করা হয়।

পোল্ডারভূমির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখ।

ভূ-প্রকৃতি:

            পোল্ডারভূমি হল সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতলভূমি। প্রধানত আইসেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী ব-দ্বীপের নীচু অংশে পোল্ডারভূমি গড়ে উঠেছে। সমগ্ৰ পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। যথা – উত্তর ও উত্তর-পূর্বে গ্ৰোনিং এন, ফ্রিজল্যান্ড ও ওভারিসেল; পশ্চিম ও মধ্যভাগে নুর্ড হল্যান্ড ও দক্ষিণে জুইড হল্যান্ড। 

      এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নীচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায়।

Read-ইউরোপ মহাদেশের রূঢ় শিল্পাঞ্চল সম্পর্কিত প্রশ্নাবলী।

নদনদী:

      এই অঞ্চলের মধ্যে দিয়ে রাইন ও তার কয়েকটি উপনদী, যেমন – লেক, ভাল, মাস প্রভৃতি প্রবাহিত হয়েছে। এই নদীগুলির ধারে পলিমাটি দেখা যায়।

জলবায়ু:

      পোল্ডারল্যান্ড শীতল নাতিশীতোষ্ণ মন্ডলে অবস্থিত। তবে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যায় বলে এখানকার জলবায়ু সমভাবাপন্ন অর্থাৎ শীতকাল খুব শীতল নয়, গড় তাপমাত্রা 3°C এবং গ্ৰীষ্মকালও খুব তীব্র নয়, গড় তাপমাত্রা 16°C। 

   পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারাবছরই বৃষ্টিপাত হয়। তবে এর পরিমাণ খুবই কম, বার্ষিক গড় বৃষ্টিপাত এর পরিমাণ 70 সেমি। এখানে ওক, বার্চ, ইত্যাদি বৃক্ষ ও তৃণভূমির প্রাধান্য দেখা যায়। 

পোল্ডারভূমির কৃষিকাজ সম্পর্কে আলোচনা কর।

নতুন পোল্ডারগুলিতে লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। পুরোনো লবণমুক্ত জমিতে ওট, গম, যব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয়। এখানকার বেশিরভাগ খমারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা হয়। 

  এখানকার বিস্তীর্ণ জমিতে নানারঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে গ্ৰিনহাউস পদ্ধতিতে সবজি চাষ করা হয়।

পোল্ডারভূমির শিল্প ও খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা কর।

পোল্ডারভূমির শিল্প ও পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্রখালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্ৰোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। আর দি হেগ এর কাছে খনিজ তেল পাওয়া যায়। 

      আমস্টারডাম, রটারডাম, গ্ৰোনিয়েন, হার্লেম, দেবেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ-ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে।

read-ইউরোপ মহাদেশ সম্পর্কিত প্রশ্নাবলী।

✓ নেদারল্যান্ডের প্রধান শহর আমস্টারডাম।
✓ হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত।

This post was updated on 2023-02-22 17:57:28.

Leave a Comment

error: Content is protected !!