প্রিয় শিক্ষার্থীরা এই নিবন্ধে দশম শ্রেণির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো – উত্তরের পার্বত্য অঞ্চল বা ভারতের পার্বত্য অঞ্চলের বিবরণ। আমি অবশ্যই বলব যে আপনি এটি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। এই প্রশ্ন আপনার পরীক্ষা আসতে পারে. এই কারণেই আমি আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করছি
ভারতের সমগ্র উত্তর-পূর্ব ভারতজুড়ে যে পার্বত্য ভূমি আছে তাকে উত্তরের পার্বত্য অঞ্চল বলা হয়। উচ্চ পর্বত শৃঙ্গ হিমবাহ, গিরিপথ, গিরিখাত সমস্ত এই অঞ্চলের বৈশিষ্ট্য। ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায়।
- হিমালয় পার্বত্য অঞ্চল
- উত্তর পূর্ব ভারতের পার্বত্য ভূমি বা পূর্বাঞ্চল
নিচে এই দুটি বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
১) হিমালয় পার্বত্য অঞ্চল
অবস্থান ও বিস্তার
কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু করে অরুণাচল প্রদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত নামচাবারোয়া পর্বঃশৃঙ্গ পর্যন্ত বিস্তৃত। হিমালয় দৈর্ঘ্য প্রায় ২৪১৪ কিলোমিটার এবং উত্তর দক্ষিণ দিকে বিস্তার ২৪১ কিলোমিটার থেকে ৪০২ কিলোমিটার।
স্থানীয় বৈচিত্র অনুসারে দৈর্ঘ্য বরাবর হিমালয় তিনটি মূলভাগ গুলি হল-
ক. পশ্চিম হিমালয়
পশ্চিমে নাঙ্গা পর্বত শৃঙ্গ থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমা বা কালী নদী পর্যন্ত বিস্তৃত। পশ্চিম হিমালয় তিনটি অংশ বিভক্ত।
1. পয়েন্ট কাশ্মীর হিমালয়
জম্মু-কাশ্মীর রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এটি অবস্থিত। কারাকোরাম, লাদাখ, জাস্কর, পিরপাঞ্জাল, শিবালিক এখানকার প্রধান পর্বত।
পিরপাঞ্জাল, জোজিলা, বানিহাল এখানকার প্রধান গিরিপথ।
2. হিমাচল হিমালয়
হিমাচল প্রদেশ ও পাঞ্জাবির কিছু অংশ নিয়ে প্রায় ৫৬০০ বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত। এটি প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার চওড়া। ধৌলাধর, নাগটিব্বা এখানকার প্রধান পর্বত শ্রেণী।
3. কুমায়ুন হিমালয়
এটি পুরোপুরি উত্তরাঞ্চল রাজ্যের প্রায় ৪৬ হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত। এখানে শিবলিক হিমাচল ও হিমাদ্রি এই তিনটি পর্বত শ্রেণী আছে। শিবালিক ও হিমাচল এর মধ্যে বিখ্যাত দুন উপত্যকা অবস্থিত।
নন্দাদেবি, কামেট, চৌখাম্বা, ত্রিশূল, দুনগিরি এখানকার প্রধান শৃঙ্গ। গঙ্গোত্রী ও যমুনোত্রী এখানকার প্রধান দুটি হিমবাহ।
খ. মধ্য হিমালয়
মধ্য হিমালয় সম্পূর্ণরূপে নেপাল রাষ্ট্রের অন্তর্গত। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ অন্নপূর্ণা. ধবলগিরি প্রভৃতি বিখ্যাত শৃঙ্গ এখানে অবস্থিত। কাঠমান্ডু ও পোখরা প্রভৃতি উপত্যকা ও সুরজতাল, ফুয়াতাল হ্রদ দেখা যায়
গ. পূর্ব হিমালয়
নেপালের পূর্ব সীমা থেকে অরুণাচল প্রদেশের পূর্বসীমা পর্যন্ত হিমালয় পার্বত্য ভূমির নাম পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়ের সর্বদক্ষিনে শিবালিক পর্বত শ্রেণীর অংশ রূপে অরুণাচল প্রদেশের ডাফলা, মিরি, আবর প্রভৃতি পাহাড়গুলি দেখা যায়।
মধ্যভাগের শ্রেণীতে বিচ্ছিন্নভাবে দেখা যায় পশ্চিমবঙ্গ সীমান্তের শিঙ্গালীলা Singalila Ridge ও ভুটানের কৃষ্ণ পর্বত। Singalila Ridge সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এছাড়াও হিমাদ্রি হিমালয় এর উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮) মিটার। এখানে অবস্থিত নাথুলা গিরিপথ, চুম্বী পারো প্রভৃতি উপত্যকা, সাঙ্গু লেক এবং তিস্তা নদীর উৎস স্থল জেমু হিমবাহ এই অংশে দেখা যায়।
2) উত্তর পূর্ব ভারতের পার্বত্য ভূমি বা পূর্বাঞ্চল
উত্তর পূর্ব ভারতের মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা পূর্বাঞ্চলের অংশ বিশেষ। ভূ-প্রাকৃতিক তারতম্য অনুসারে এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
ক ) উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল
অরুণাচল প্রদেশে হিমালয় অনেকটা চুলের কাটার মতো বাঁক নিয়ে প্রবেশ করেছে, উত্তর দক্ষিণে পরপর কয়েকটি পর্বত যেমন- পাঠ পাটকইবুম, নাগাপাহাড় , কোহিমা পাহাড় এখানে রয়েছে।
নাগা পাহাড়ের সরামতী (৩৮২৬ মিটার) এখনকার সর্বোচ্চ শৃঙ্গ।
খ) মেঘালয় মালভূমি
মেঘালয় অবস্থিত মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমির অংশ। মালভূমির মধ্যবর্তী অঞ্চল বসে গিয়ে এটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গারো, খাসিয়া ও জয়ন্তিয়া এই অঞ্চলের তিনটি ক্ষয় জাত পাহাড়। শিলং পাহাড়ের শিলং (১৯৬১ মিটার) এখানকার সর্বোচ্চ অংশ।