কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান ও সীমা লেখ।
উত্তর আমেরিকার উত্তর-পূর্বাংশে প্রায় ‘V’ আকৃতি বিশিষ্ট প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি হাডসন উপসাগরকে বেষ্টন করে আছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলে।
Read– উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কিত প্রশ্নাবলী।
অবস্থান:
কানাডীয় শিল্ড অঞ্চলটি পূর্বে 55° পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে প্রায় 120° পশ্চিম দ্রাঘিমা এবং দক্ষিণে 45° উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত।
সীমা:
কানাডীয় শিল্ড অঞ্চলের পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্ৰেট বিয়ার, গ্ৰেট স্লেভ, আথাবাস্কা ও উইনিপেগ হ্রদ। উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ ও সেন্টলরেন্স নদী উপত্যকা অবস্থিত।
✓ কানাডীয় শিল্ড অঞ্চলের আয়তন প্রায় 45 লক্ষ বর্গ কিলোমিটার।
কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কী?
কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম লরেন্সীয় মালভূমি।
কানাডীয় শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
- কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম অন্তর্গত, এই অঞ্চলটিকে প্রাচীন নিম্ন মালভূমি বলা যায়।
- এই অঞ্চলটি প্রধানত গ্ৰানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো।
- দীর্ঘ দিন ধরে হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয়কার্যের ফলে কানাডীয় শিল্ড অঞ্চলের উচ্চতা বেশ কমে গেছে। অঞ্চলটির পূর্বাংশের গড় উচ্চতা প্রায় 900 মিটার হলেও সামগ্ৰিকভাবে এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় 350 মিটার।
- শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে। যেমন – গ্ৰেট বিয়ার, আথাবাস্কা, গ্ৰেট স্লেভ ইত্যাদি।
- এই অঞ্চলটি সাধারণত দক্ষিণ থেকে উত্তরে ঢালু।
- এই অঞ্চলের উল্লেখযোগ্য দুটি পর্বত হল লরেনটাইড ও টর্নগ্যাট।
কানাডীয় শিল্ড অঞ্চলের নদনদী সম্পর্কে আলোচনা কর।
- প্রাচীন শিল্ড অঞ্চলের তরঙ্গায়িত ভূমির উপর দিয়ে নেলসন, চার্চিল, ম্যাকেঞ্জি, গ্ৰেট হোয়েল প্রভৃতি নদীগুলি হাডসন উপসাগরে পতিত হয়েছে।
- এছাড়া সাচকাচুয়ান, রেড প্রভৃতি নদী উইনিপেগ হ্রদে মিশেছে। আবার সেন্ট লরেন্স নদীটি দক্ষিণ পূর্ব অংশ দিয়ে বয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে।
- এই অঞ্চল দক্ষিণ থেকে উত্তরে ঢালু হওয়ায় এখানকার নদীগুলি উত্তরবাহিনী হয়।
- এখানকার অধিকাংশ নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে।
কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু সম্পর্কে আলোচনা কর।
- কানাডীয় শিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতিশীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। এখানে বছরের 9 মাস তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে এবং বাকি 3 মাস গ্ৰীষ্মকাল থাকে।
- গ্ৰীষ্ণকাল এখানে খুব ক্ষনস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, প্রায় গড়ে 10° সেলসিয়াস থাকে।
- বৃষ্টিপাত এখানে খুব কমই হয়, গড়ে প্রায় 40 সেমি। বৃষ্টিপাত বেশিরভাগ গ্ৰীষ্মকালেই হয়।
- শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের অংশটির জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা পায় 4° সেলসিয়াস থাকে।
কানাডীয় শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর।
- শিল্ড অঞ্চলের উত্তরাংশে তুন্দ্রা জলবায়ুর প্রভাব থাকায় এখানে শৈবাল, গুল্ম ও ঔষধি গাছ ছাড়া বড়ো কোনো জন্মাতে পারে না।
- শিল্ড অঞ্চলের দক্ষিণে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়। পাইন, বার্চ ইত্যাদি গাছ জন্মায়।
- দক্ষিণ-পূর্বে ওক, বিচ, ম্যাপল প্রভৃতি পর্ণমোচী এবং পাইন, ফার প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষের মিশ্র বনভূমি দেখা যায়।
কানাডীয় শিল্ড অঞ্চলে শিল্পে উন্নতির কারণ লেখ।
কানাডীয় শিল্ড অঞ্চলে দুর্গম ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে। নিম্নে কারণগুলি আলোচনা করা হল –
- এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ, বন্যপশুর লোমশ চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা।
- কানাডার উন্নতমানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা।
- স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা।
- শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চহ্রদ ও সেন্টলরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ।
এই কারণগুলির জন্যে শিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে বিভিন্ন রকমের শিল্প সমাবেশ ঘটেছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি।
কানাডীয় শিল্ড অঞ্চলের নিউজপ্রিন্ট ও কাগজ উৎপাদনের উন্নতির কারণ লেখ।
নিউজপ্রিন্ট ও কাগজ উৎপাদনে বিশ্বে কানাডার স্থান প্রথম। কাগজ উৎপাদনে কানাডীয় শিল্ড অঞ্চলের মূল কারণগুলি হল –
1. সমৃদ্ধ বনভূমি:
2. সুলভ জলবিদ্যুতের প্রাচুর্য:
3. পরিবহনের সুবিধা:
4. জলের যোগান:
5. উন্নত প্রযুক্তি:
- দক্ষ শ্রমিকের যোগান।
- প্রচুর মূলধনের সহযোগিতা।
This post was updated on 2023-02-22 17:58:18.