আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল বলতে কী বোঝ?
উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে আমেরিকা যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে পাঁচটি বড়ো হ্রদ আছে। যথা-
- সুপিরিয়র
- মিশিগান
- হিউরন
- ইরি
- অন্টারিও
এই বৃহৎ পাঁচটি হ্রদের দক্ষিণ তীরের এলাকাসমূহ হ্রদ অঞ্চল নামে পরিচিত।
হ্রদ সংলগ্ন অঞ্চলটি আমেরিকা যুক্তরাষ্ট্রের আটটি সর্বাপেক্ষা জনবহুল রাজ্যের অধিকাংশ নিয়ে গঠিত। রাজ্যগুলি হল-
মিনেসোটা, উইসকনসিন, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, ওহায়ো, পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক।
হ্রদ অঞ্চলের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার লেখ।
অক্ষাংশগত ভাবে ৪১° উত্তর থেকে ৫০° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাগত ভাবে ৭৫° পশ্চিম থেকে ৯৩° পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল অবস্থিত।
Read– উত্তর আমেরিকা সম্বন্ধীয় কিছু প্রশ্ন।
হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
- এই অঞ্চলের বেশিরভাগ অংশের ভূমি সমতল হলেও কিছু কিছু স্থানে হিমবাহ ও নদীবাহিত নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হ ওয়ার ফলে তরঙ্গায়িত ভাব লক্ষ্য করা যায়।
- বিস্তীর্ণ সমভূমির মাঝে মাঝে উঁচু ভূমিও লক্ষ্য করা যায়।
- এই অঞ্চলে পাঁচটি হ্রদ প্রায় কাছাকাছি অবস্থান করে।এই পাঁচটি হ্রদের মধ্যে সুপিরিয়র আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
- পূর্বাংশে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে ভূমির ঢাল খুব খাড়া, এখানেই পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে।
হ্রদ অঞ্চলের নদনদী সম্পর্কে আলোচনা কর।
- হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম সেন্ট লরেন্স।এই নদীটি হ্রদ অঞ্চলের পাঁচটি বৃহৎ হ্রদ – সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও কে যুক্ত করেছে।
- সেন্ট লরেন্স নদীটি সুপিরিয়র ও হিউরন হ্রদের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার সময় এর নাম হয় সেন্ট মেরি নদী।
- সেন্ট লরেন্স নদীটি হিউরন ও ইরি হ্রদের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার সময় এর নাম হয় সেন্ট ক্লেয়ার নদী।
- সেন্ট লরেন্স নদীটি ইরি ও অন্টারিও হ্রদের মাঝখান দিয়ে বয়ে যাওয়ার সময় এর নাম হয় নায়াগ্রা নদী।
- এছাড়া ওহায়ো, ইলিনয়, মিসিসিপি-মিসৌরি প্রভৃতি নদী এখানে প্রবাহিত হয়েছে।
হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর।
জলবায়ু:
হ্রদ অঞ্চল শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। শীতকালে প্রবল শৈত্য প্রবাহের কারণে উষ্ণতা হিমাঙ্কের নীচে নেমে যায়। নদী ও হ্রদগুলি বরফে ঢাকা থাকে। গ্ৰীষ্মকালে এখানকার গড় তাপমাত্রা থাকে ১৬° সেলসিয়াস, যা বেশ মনোরম পরিবেশের সৃষ্টি করে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ সেমি থেকে ৮০ সেমি, যা অধিকাংশই গ্ৰীষ্মকালে হয়।
স্বাভাবিক উদ্ভিদ:
নাতিশীতোষ্ণ জলবায়ুর জন্য এখানে নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে বেশিরভাগ ওক, ম্যাপল, এলম, বিচ, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়।
হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা কর।
হ্রদ খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ। এখানকার প্রধান খনিজ সম্পদ উত্তোলক অঞ্চলগুলি হল –
1. আকরিক লোহা:
মিনেসোটা রাজ্যের অন্তর্গত মেসাবি (মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহার খনি), ভারমিলিয়ন, কুইনা।
উইসকনসিন ও মিশিগান রাজ্যের অন্তর্গত গোজেবিক, মরকোয়েট এবং মিনোমিনি।
2. কয়লা:
ইলিনয় রাজ্য, ইন্ডিয়ানা রাজ্য।
3. তামা:
সুপিরিয়র হ্রদের তীরবর্তী কিউইনে উপদ্বীপ, মিশিগান রাজ্যের মোরেন্সি, বিসিবি, গ্লোব, মায়ামি প্রভৃতি অঞ্চল।
4. খনিজ তেল:
মিশিগান রাজ্য, ইলিনয় রাজ্য এবং ইন্ডিয়ানা রাজ্য থেকে বেশিরভাগ খনিজ তেল উত্তোলন করা হয়।
5. খনিজ লবণ:
মিশিগান রাজ্য, ওহায়ো ও অন্টারিও হ্রদ অঞ্চল।
এছাড়া বৃহৎ হ্রদ অঞ্চলে যেসব খনিজ সম্পদ কিছু পরিমাণে উত্তোলিত হয় সেগুলির মধ্যে চুনাপাথর, জিপসাম উল্লেখযোগ্য।
হ্রদ অঞ্চলের পশুপালন সম্পর্কে আলোচনা কর।
হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহর ও শিল্পকেন্দ্রগুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদিপশু ও শূকর প্রতিপালন করা হয়।ঞ হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গোরু ও কোনো কোনো স্থানে মেষ পালন করা হয়। এছাড়া হাঁস-মুরগি প্রতিপালন করার জন্য এখানে পোল্ট্রি ফার্ম ও গড়ে উঠেছে।এই অঞ্চল পশুপালনে বিশ্বের একটি শ্রেষ্ঠ অঞ্চল।
পশুপালনে উন্নতির কারণ:
- এখানে প্রচুর পরিমাণে ভুট্টা ও ওট উৎপাদিত হয়। এছাড়া হে, ক্লোভার প্রভৃতি ঘাস জন্মায় যা পর্যাপ্ত পরিমাণ পশুখাদ্যের জোগান দেয়।তাই এই অঞ্চল পশুপালনে বিশ্বের একটি শ্রেষ্ঠ অঞ্চল।
- হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়।
- বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা থাকায় পশুপালনে কোনো সমস্যা হয় না।
- এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সংরক্ষণ সহজ।
✓ গবাদিপশু পালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য মিশিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়।
✓ মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত।এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়।
হ্রদ অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা কর।
হ্রদ অঞ্চল কৃষিকাজে বেশ উন্নত। এখানে মূলত শস্যাবর্তন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। এই অঞ্চলে ভুট্টা, যব, গম, ওট, যাই, বিট প্রভৃতি ফসল হয়। এছাড়া হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল, নাসপাতি ও পিচ প্রভৃতি ফলের চাষ করা হয়।
হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকের বিখ্যাত ভুট্টা বলয়ে পশুখাদ্য হিসেবে ভুট্টার চাষ করা হয়। অঞ্চলটির মধ্যভাগের উচ্চভূমি ভুট্টা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
কৃষিকাজে উন্নতির কারণ:
- আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি থাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনেক রকম ফসল উৎপাদন করা যায়।
- হ্রদ অঞ্চলের নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু হওয়ায় এখানে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা বজায় থাকে, যা এই অঞ্চলে গম, ভুট্টা প্রভৃতি ফসল উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
- উর্বর চার্নোজেম মৃত্তিকার জন্য এখানে ফসল উৎপাদনে সহায়তা হয়।
- ঘন জনবসতি জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা ও কৃষি শ্রমিকের সহজলভ্যতা থাকায় এখানে কৃষিকাজ উন্নতিতে সহায়তা করে।
- অধিক পরিমাণে শস্য উৎপাদনের জন্য শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ করে।
- হ্রদগুলি থেকে সেচের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায়।
- এই অঞ্চলে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়।
- এই অঞ্চলের সড়ক, রেল, জলপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত হওয়ায় ফসল রপ্তানিতে বিশেষ সুবিধা হয়।