উত্তর আমেরিকা সম্বন্ধীয় কিছু প্রশ্ন।

উত্তর আমেরিকা সম্বন্ধীয় কিছু প্রশ্ন এই লেখাটিতে আলোচনা করা হল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের সাহায্য করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

উত্তর আমেরিকার অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান লেখ।

 উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিনে 7° উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 84° উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্ব দিকে 20° পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 173° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।

উত্তর আমেরিকার ভূখন্ডগত সীমা লেখ।

উত্তর আমেরিকা মহাদেশটি চারপাশ প্রায় সাগর- মহাসাগর দিয়ে ঘেরা। এটি দেখতে অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। এর পূর্বসীমায় আছে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিম ও দক্ষিণ সীমানায় প্রশান্ত মহাসাগর অবস্থিত।

         আবার মহাদেশটির উত্তর-পশ্চিম সীমা অবস্থিত বেরিং প্রণালী উত্তর আমেরিকাতে এশিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এবং দক্ষিণ সীমানায় অবস্থিত পানামা খাল বা পানামা যোজক একে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে।

Read- পৃথিবীর অন্দরমহল সম্বন্ধীয় কিছু প্রশ্ন।

উত্তর আমেরিকা প্রধান নদীর নাম কি?

উত্তর আমেরিকা প্রধান নদীর নাম মিসিসিপি-মিসৌরি (6270 কিমি)।

কানাডার দীর্ঘতম নদীর নাম কি?

কানাডার দীর্ঘতম নদীর নাম ম্যাকেনজি।

উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি?

উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ হল ম্যাককিনলে (6190মিটার)।

উত্তর আমেরিকার কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখ। 

উত্তর আমেরিকার কয়েকটি বিখ্যাত শহর হল ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো, টরেন্টো।

আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?

 আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি।

কার নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়।

১৫০১ খ্রিস্টাব্দে এক পর্তুগিজ নাবিক আমেরিকান বেশ পুচি এই মহাদেশকে আবিষ্কার করেন তার নাম অনুসারে অ্যামেরিকার নামকরণ করা হয়।

আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা বিশ্বের কততম মহাদেশ?

আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ। 

জনসংখ্যার দিক থেকে উত্তর আমেরিকা বিশ্বের কততম স্থান অধিকার করে?

 জনসংখ্যা দিক থেকে উত্তর আমেরিকা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করে।

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

 পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপিরিয়র হ্রদ।

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কোন কোন হ্রদ নিয়ে গঠিত?

উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও এই বৃহৎ পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত।

‘পৃথিবীর রুটির ঝুড়ি’ কাকে বলে?

উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিতে সারাবছর বিভিন্ন সময় প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। তাই প্রেইরি তৃণভূমিকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’বলে।

কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়?

 উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়।

পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? 

পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন গ্ৰান্ড ক্যানিয়ন।

নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

 নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদীর ওপর অবস্থিত।

পৃথিবীর সর্ববৃহৎ শিল্ড অঞ্চল কোনটি?

 পৃথিবীর সর্ববৃহৎ শিল্ড অঞ্চল হল কানাডিয়ান শিল্ড অঞ্চল।

কানাডার বৃহত্তম খনির শহর কোনটি?

কানাডার বৃহত্তম খনির শহর হল স্যাডবেরি ।

পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?

পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হল উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ডেট্রয়েট।

পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি?

পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রীনল্যান্ড যা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কোনটি?

আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য হল উইসকনসিন।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের অপর নাম কী?

কানাডিয়ান শিল্ড অঞ্চলের অপর নাম লরেন্সিয় মালভূমি।

কানাডিও শিল্ড অঞ্চলে উত্তোলিত খনিজ সম্পদের বর্ণনা দাও।

প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হয় কানাডার শিল্ড অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা। এখানকার প্রধান খনিজ সম্পদের নাম ও উত্তোলন কেন্দ্র গুলি নীচে আলোচনা করা হলো-

নিকেল:

        স্যাডবেরি (পৃথিবীর বৃহত্তম নিকেল খনি) থমসন।

সোনা:

          টিমিনিস( পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি)।

আকরিক লৌহ:

          নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর-কুইবেক সীমান্ত অঞ্চল।

আকরিক তামা: 

             স্যাডবেরি, টিমিনিস, নোরান্ডা।

 ইউরেনিয়াম: 

            অন্টারিও ও সুপিরিয়ার হ্রদের নিকটবর্তী অঞ্চল সমূহ।

 কোবাল্ট, রূপ, প্লাটিনাম:

                 স্যাডবেরি, থমসন, শেরিডন।

হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্পের নাম ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি লেখ।

হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্পের নাম ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি নীচে আলোচনা করা হলো-

  • লৌহ ও ইস্পাত শিল্প: শিকাগো গ্যারি (বৃহৎ লৌহ ও ইস্পাত কেন্দ্র), বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ, মিলওয়াকি।

  • ইঞ্জিনিয়ারিং শিল্প: ডেট্রয়েট ( বৃহৎ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র), শিকাগো, টলেডো, ক্লিভল্যান্ড।
  • রাসায়নিক শিল্প: শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, মিশিগান।
  • খনিজ তেল শোধন ও পেট্রোরসায়ন শিল্প: শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ড।
  • মাংস শিল্প: শিকাগো ( পৃথিবীর কসাইখানা)।
  • ময়দা শিল্প: বাফেলো ( পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র)
  • রবার শিল্প: অ্যাক্রন ( পৃথিবীর রবার রাজধানী), ইন্ডিয়ানাপলিস।

Leave a Comment

error: Content is protected !!