এশিয়া মহাদেশের অবস্থান ও সীমা লেখ।
অবস্থান:
1°16′ দক্ষিণ অক্ষাংশ থেকে 77°44′ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 170° পশ্চিম দ্রাঘিমা থেকে 26° পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
সীমা:
পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, উত্তরে সুমেরু মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর।
ইউরেশিয়া কি?
ইউরোপ ও এশিয়ার দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া নামে পরিচিত।
এশিয়া ও ইউরোপকে মহাদেশ দুটির মাঝে কি অবস্থিত?
এশিয়া ও ইউরোপকে মহাদেশ দুটির মাঝে আউয়াল পর্বত ও ইউরাল নদী অবস্থিত।
এশিয়া ও আফ্রিকাকে কি আলাদা করেছে?
এশিয়া ও আফ্রিকাকে লোহিত সাগর ও সুয়েজ খাল আলাদা করেছে।
এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে?
এশিয়া মহাদেশে মোট 48 টি দেশ আছে।
এশিয়া মহাদেশের বিখ্যাত শহরের নাম লেখ?
এশিয়া মহাদেশের বিখ্যাত শহরগুলি হল –
টোকিয়ো, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, ম্যানিলা, দুবাই, বাগদাদ ইত্যাদি।
এশায়ার বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর।
পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কি?
পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম তৈগা, যা এশিয়ায় অবস্থিত।
এশিয়ার বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কি?
এশিয়ার বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ সমভূমি।
‘পৃথিবীর ছাদ’ কাকে বলে?
‘পৃথিবীর ছাদ’ পামির মালভূমিকে বলে।
এশিয়াকে ‘চরম বৈশিষ্ট্যের মহাদেশ’ কেন বলা হয়?
পৃথিবীর স্থলভাগের তিন ভাগের একভাগ জুড়ে রয়েছে বৃহত্তম, জনবহুল মহাদেশ এশিয়া। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশে অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে ‘চরম বৈশিষ্ট্যের মহাদেশ’ বলা হয়।
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
এশিয়ার দীর্ঘতম নদীর নাম হল ইয়াং-সি-কিয়াং।
এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মাউন্ট এভারেস্ট।
এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি?
এশিয়ার উষ্ণতম স্থানের নাম জেকোবাবাদ।
এশিয়ার সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি?
এশিয়ার সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম।
এশিয়ার বৃহত্তম মহানগরের নাম কি?
এশিয়ার বৃহত্তম মহানগর হল জাপানের রাজধানী টোকিও।
এশিয়ার দুটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।
এশিয়ার দুটি অন্তর্বাহিনী নদীর নাম হল হেলমন ও লুনি।
আর্মেনীয় গ্ৰন্থি থেকে সৃষ্ট পর্বত সমূহের নাম লেখ।
আর্মেনীয় গ্ৰন্থি থেকে সৃষ্ট পর্বত সমূহের নাম হল –
- পন্টিক পর্বত
- টরাস পর্বত
- এলবুর্জ
- জাগ্ৰোস পর্বত
আর্মেনীয় গ্ৰন্থির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আর্মেনীয় গ্ৰন্থির সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট আরাবাত।
পামীর গ্ৰন্থি থেকে সৃষ্ট পর্বত গুলির নাম লেখ।
পামীর গ্ৰন্থি থেকে সৃষ্ট পর্বত গুলির নাম হল –
- তিয়েনশান পর্বত
- আলতিনতাগ পর্বত
- কুয়েনলুন পর্বত
- কারাকোরাম পর্বত
- হিমালয় পর্বত
- হিন্দুকুশ পর্বত
- সুলেমান পর্বত
এশিয়ায় যে সব প্রাচীন নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছিল তাদের নাম লেখ।
- সিন্ধু নদের তীরে হরপ্পা-মহেঞ্জোদরো সভ্যতা ও সিন্ধু সভ্যতা।
- টাইগ্ৰিস-ইউফ্রেটিস নদী উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া ও সুমের সভ্যতা।
- হোয়াংহো নদী উপত্যকায় চৈনিক সভ্যতা।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং চীনের বৃহত্তম নগরী কোনটি?
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং চীনের বৃহত্তম নগর হল সাংহাই।
পৃথিবীর সবচেয়ে বড়ো সমভূমির নাম কি?
পৃথিবীর সবচেয়ে বড়ো সমভূমির নাম সাইবেরিয়ার সমভূমি।
এশিয়ার কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ।
এশিয়ার কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হল –
- তিব্বতের মালভূমি
- সি-কিয়াং মালভূমি
- ছয়ডাম মালভূমি
- মাঙ্গোলিয়া মালভূমি
এশিয়ার কয়েকটি দ্বীপপুঞ্জের নাম লেখ।
- জাপানের দ্বীপ সমূহ
- ইন্দোনেশিয়ার দ্বীপ সমূহ
- কিউরাইল দ্বীপপুঞ্জ
- ফিলিপাইন দ্বীপপুঞ্জ
দক্ষিণের প্রাচীন মালভূমি গুলি কি কি?
- আরবের মালভূমি
- দাক্ষিণাত্যের মালভূমি
- ইন্দোচিন মালভূমি
উত্তরের সমতলভূমি গুলির নাম কি?
- তুরানের নিম্নভূমি
- সাইবেরিয়ার সমভূমি
- পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি
এশিয়ার দক্ষিণ-পূর্বে কয়েকটি নদীগঠিত সমভূমির নাম লেখ।
- উত্তর চিন সমভূমি
- সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি
- মেসোপটেমিয়া সমভূমি
এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কি?
এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল সৌদি আরবের সাফানিয়া।
পৃথিবীর বৃহত্তম উপদ্বীপটি কোনটি?
পৃথিবীর বৃহত্তম উপদ্বীপটি হল এশিয়া মহাদেশের ভারত।
এশিয়ার কয়েকটি উত্তরবাহিনী নদীর নাম লেখ।
এশিয়ার কয়েকটি উত্তরবাহিনী নদীর নাম হল –
- ওব নদী
- ইনিসি নদী
- লেনা নদী
এশিয়ার কয়েকটি দক্ষিণবাহিনী নদীর নাম লেখ।
- এশিয়ার কয়েকটি দক্ষিণবাহিনী নদীর নাম হল –
- গঙ্গা নদী
- ব্রহ্মপুত্র নদী
- সিন্ধু নদীর
- মেকং নদী
- মেনাম নদী
- ইরাবতী নদী
এশিয়ার কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখ।
- ইয়াংসি নদী
- সিকিয়াং নদী
- হোয়াংহো নদী
- আমুর নদী
টাইগ্ৰিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি?
This post was updated on 2023-02-22 17:58:09.