বায়ুচাপ বলয় কাকে বলে?
পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয় করে বেষ্টন করে আছে একে বলে বায়ুচাপ বলয়।
পৃথিবীতে স্থায়ী বায়ুচাপ বলয় কয়টি আছে ও কি কি?
পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয় মোট সাতটি আছে। যথা-
- নিরক্ষীয় নিম্নচাপ বলয়
- কর্কটীয় উচ্চচাপ বলয়
- মকরীয় উচ্চচাপ বলয়
- সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
- কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়
- সুমেরু উচ্চচাপ বলয়
- কুমেরু উচ্চচাপ বলয়
নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস কাকে বলে?
নিরক্ষরেখার উভয়দিকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল সূর্য রশ্মি সারাবছর লম্বভাবে পড়ে বলে বায়ু সারাবছরই উষ্ণ ও হালকা হয়, তাই বায়ুর চাপও কম থাকে। উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে কোন বায়ু প্রবাহিত হয় না। ফলে এখানে বায়ুর কোন চলাচল লক্ষ্য করা যায় না, একটি শান্ত ভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। এর অপর একটি নাম ডোলড্রামস যার অর্থ শান্তাবস্থা।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 1013.25 মিলিবার।
বায়ু প্রবাহের গতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
বায়ু প্রবাহের গতি নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে।
বায়ুর চাপ মাপক একক কি?
বায়ুর চাপ মাপক একক হল মিলিবার।
বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়।
কোন যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়?
বাত পতাকা যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়।
ITCZ কথার এর পুরো অর্থ লেখ।
ITCZ এর পুরো অর্থ হল inter tropical convergence zone।
সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা কাকে বলে?
ভূপৃষ্ঠের কোন অঞ্চলের বিভিন্ন স্থানের বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রমাণ বায়ুচাপ বিশিষ্ট স্থান গুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়,সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলে।
নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে?
ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমন্ডলের মধ্যে কতগুলি স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয় এর অবস্থান আছে।ওই বলয় গুলির মধ্যে চাপের সমতা রক্ষার জন্য ভূপৃষ্ঠের উপর দিয়ে যেসব বায়ু সারা বছরই নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে বা পথে প্রবাহিত হয়, সেইগুলিকে বলে নিয়ত বায়ু।
নিহত বায়ু কয় প্রকার ও কি কি?
নিহত হয় প্রধানত তিন প্রকার। যথা-
- আয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু
আয়ন বায়ু কাকে বলে?
উভয় গোলার্ধের কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সারা বছর ধরে নিয়মিতভাবে ও সুনির্দিষ্ট পথ ধরে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে।
- আগেকার দিনে আয়ন বায়ুর সুনির্দিষ্ট গতিপথ ধরেই বড় বড় পালতোলা বাণিজ্যিক জাহাজ চলাচল করতো বলে এই বায়ুকে বাণিজ্য বায়ুও বলে।
পশ্চিমা বায়ু কাকে বলে?
উভয় গোলার্ধে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে যথাক্রমে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সুনির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়, তাকে পশ্চিমা বায়ু বলে।
- পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যায়ন বায়ু।আয়ন বায়ুর গতিপথ এর ঠিক বিপরীত দিকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ু কে প্রত্যায়ন বায়ু বলে।
Read–
মেরু বায়ু কাকে বলে?
উভয় গোলার্ধে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে শুষ্ক ও শীতল মেরু বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রী অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে যথাক্রমে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এর দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়, তাকে মেরু বায়ু বলে।
কোরিওলিস বল কাকে বলে?
পৃথিবীর আবর্তন গতির প্রভাবে পৃথিবীর পৃষ্ঠের যেকোনো স্বচ্ছন্দ,গতিশীল বস্তুর ওপর এক ধরনের দিক বিক্ষেপক বল কাজ করে যা বস্তুগুলির দিকের পরিবর্তন ঘটায় এ বলকেই কোরিওলিস বল বলে।
- 1835সালে জি.ডি. কোরিওলিস নামে এক বিজ্ঞানী এই বলের কথা প্রথম উল্লেখ করেন।তাই তাঁর নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল নামে চিহ্নিত করা হয়।
ফেরেলের সূত্র কাকে বলে?
কোরিওলিস বলের প্রভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে চলাচলের সময় বায়ুপ্রবাহ সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু তার প্রবাহের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই ফেরেলের সূত্র বলে।
- মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল এই বিষয়টি প্রথম উল্লেখ করায় এটিকে ফেরেলের সূত্র নামে চিহ্নিত করা হয়।
সাময়িক বায়ু কাকে বলে?
বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটি নির্দিষ্ট সময়ে যেসব বায়ু স্থানীয়ভাবে চাপের তারতম্যের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয় সেই সব বায়ুকে সাময়িক বায়ু বলে।
সাময়িক বায়ু কয় প্রকার ও কি কি?
সাময়িক বায়ু প্রধানত তিন প্রকার। যথা-
- সমুদ্র বায়ু
- স্থলবায়ু
- ঋতুভিত্তিক বায়ু
স্থানীয় বায়ু কাকে বলে?
পৃথিবীর নানা অঞ্চলে স্থানীয় ভূ প্রকৃতি ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বায়ুর উষ্ণতা ও চাপের তারতম্যের ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের উপর দিয়ে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাদের স্থানীয় বায়ু বলে।
যেমন- আঁধি,লু,ফন,কালবৈশাখী ইত্যাদি।
যেমন- আঁধি,লু,ফন,কালবৈশাখী ইত্যাদি।