দক্ষিণ আমেরিকার অবস্থান ও সীমা লেখ।
অবস্থান:
মহাদেশটি উত্তরে 12°28′ উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 55°59′ দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। আর পূর্বে 34°50′ পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 81°20′ পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
সীমা:
মহাদেশটির চারপাশ সাগর মহাসাগর দিয়ে ঘেরা। উত্তর ও পূর্বদিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত।
আয়তনে দক্ষিণ আমেরিকা কততম মহাদেশ?
আয়তনে দক্ষিণ আমেরিকা চতুর্থ বৃহত্তম মহাদেশ।
দক্ষিণ আমেরিকা কে আবিষ্কার করেন?
পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে পোর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচি এটি আবিষ্কার করেন।
দক্ষিণ আমেরিকাকে কী উত্তর আমেরিকা থেকে আলাদা করেছে?
দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা থেকে আলাদা করেছে।
Read- উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কিত প্রশ্নাবলী (তৃতীয় ভাগ)।
দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয় কেন?
দক্ষিণ আমেরিকার তিনদিকে তিনটি মহাসাগর অবস্থিত। যথা –
- পূর্বে আটলান্টিক মহাসাগর
- পশ্চিমে প্রশান্ত মহাসাগর
- দক্ষিণে কুমেরু মহাসাগর
দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম কি?
দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম হল আমাজন(6400 কিমি), পৃথিবীর বৃহত্তম নদী।
দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গ এর নাম কি?
দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গ এর নাম আন্দিজ পর্বতের অ্যাকোনকাগুয়া(6962 মিটার)।
দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কত?
দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা 13টি।
দক্ষিণ আমেরিকার কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখ?
দক্ষিণ আমেরিকার কয়েকটি বিখ্যাত শহরের নাম হল রিও-ডি-জেনিরো, সান্টিয়াগো, মন্টে ভিডিও, কুইটো, বুয়েনস-এনার্স।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কি?
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম ব্রাজিল।
ব্রাজিলের রাজধানীর নাম কি?
ব্রাজিলের রাজধানীর নাম ব্রাসিলিয়া।
ব্রাজিল দেশটির নামকরণ কীভাবে হয়েছে?
ব্রাজিল নাট নামক একটি গাছের নাম থেকে ব্রাজিল দেশটির নামকরণ করা হয়েছে।
ব্রাজিলের সর্বাধিক খনিজ পূর্ণ রাজ্যটির নাম কি?
ব্রাজিলের সর্বাধিক খনিজ পূর্ণ রাজ্যটির নাম মিনাসজেরেস।
ব্রাজিলের দুটি উল্লেখযোগ্য নৃত্যরীতির নাম লেখ।
ব্রাজিলের দুটি উল্লেখযোগ্য নৃত্যরীতির নাম হল সাম্বা ও লাম্বাডা।
ব্রাজিলের কফি মৃত্তিকা কী নামে পরিচিত?
ব্রাজিলের কফি মৃত্তিকা টেরারোজা নামে পরিচিত।
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি?
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হল দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতশ্রেণী।
পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?
পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা হ্রদ(3810 মিটার)।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি?
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ ম্যারাকাইবো।
কোন দেশকে পৃথিবীর কফির পাত্র বলে?
ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলে।
দক্ষিণ আমেরিকার একটি উষ্ণ মরুভূমির নাম লেখ।
দক্ষিণ আমেরিকার একটি উষ্ণ মরুভূমির নাম হল আটাকামা মরুভূমি (1100 কিমি দীর্ঘ)।
আটাকামা কোন দেশে অবস্থিত?
আটাকামা চিলিতে অবস্থিত।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি?
পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম হল গায়ানা উচ্চভূমির অ্যাঞ্জেল জলপ্রপাত।
দক্ষিণ আমেরিকার দুটি উচ্চভূমির নাম লেখ।
দক্ষিণ আমেরিকার দুটি উচ্চভূমির নাম হল গায়ানা উচ্চভূমি, ব্রাজিল উচ্চভূমি।
দক্ষিণ আমেরিকার সমভূমি অঞ্চলগুলির নাম লেখ।
দক্ষিণ আমেরিকার সমভূমি অঞ্চলগুলি হল –
- ওরিনাকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি।
- আমাজন নদী অববাহিকায় সেলভা সমভূমি।
- পারানা-প্যারেগুয়ে নদীর অববাহিকায় গ্ৰানচাকো সমভূমি।
- লা-প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি।
পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি?
পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম হল আমাজন নদীর অববাহিকার সেলভা অরণ্য।
দক্ষিণ আমেরিকার দক্ষিণবাহিনী নদীগুলির নাম লেখ।
দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব অংশের নদীগুলি বেশিরভাগই দক্ষিণবাহিনী। এই নদীগুলির মধ্যে অন্যতম হল –
পারানা, প্যারাগুয়ে, সালাডো, রিও গ্ৰ্যান্ডি ও উরুগুয়ে।
চিরবসন্তের দেশ কাকে বলে?
ইকুয়েডরের কুইটোকে চিরবসন্তের দেশ বলে।
দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি কাকে বলে?
পম্পাস তৃণভূমিকে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলে।
ব্রাজিলের সাভানা তৃণভূমিকে কী বলে?
ব্রাজিলের সাভানা তৃণভূমিকে ক্যাম্পোস বলে।
দক্ষিণ আমেরিকার কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখ। দো
মাউন্ট চিম্বোরাজো(6268 মিটার) ও কটোপ্যাক্সি(5897 মিটার)।
✓ এই দুটি আগ্নেয়গিরি স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি।
আমাজন অববাহিকার ‘কালো সোনা’ কাকে বলে?
রবারকে আমাজন অববাহিকার ‘কালো সোনা’ বলে।
পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি?
আটাকামা মরুভূমির ইকুইকি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান।
দক্ষিণ আমেরিকার স্থলভাগ দ্বারা আবদ্ধ দুটি দেশের নাম কি?
বলিভিয়া ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার স্থলভাগ দ্বারা আবদ্ধ দুটি দেশ।
দক্ষিণ আমেরিকার উষ্ণতম স্থানের নাম কি?
আর্জেন্টিনার রিভাডাভিয়া (48.8°C) দক্ষিণ আমেরিকার উষ্ণতম স্থান।
দক্ষিণ আমেরিকার শীতলতম স্থান কোনটি?
আর্জেন্টিনার সারমিয়েন্টো(-32.8°C) দক্ষিণ আমেরিকার শীতলতম স্থান।
চাকরাস কী?
আর্জেন্টিনার ক্ষুদ্রায়তন কামালকে চাকরাস বলে।
ফিগোরিফিতো কী ?
আর্জেন্টিনার কসাইখানা গুলিকে ফিগোরিফিতো বলে।
পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপটির নাম কি?
আমাজন ও তার শাখা পারা নদী দ্বারা বেষ্টিত ইলহা-দ্য-মারাজো (48000 বর্গকিলোমিটার) পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ।
দক্ষিণ আমেরিকার প্যারিস কাকে বলে?
বুয়েনস-এয়ার্স কে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে।
দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তবিন্দুটির নাম কি?
হর্ন অন্তরীপ দক্ষিণ আমেরিকার দক্ষিণতম প্রান্তবিন্দু।
আর্জেন্টিনার তৃণভূমিটির নাম কি?
আর্জেন্টিনার তৃণভূমিটির নাম পম্পাস।
চিলির রাজধানীর নাম কি?
চিলির রাজধানীর নাম সান্টিয়াগো।
Read- পৃথিবীর অন্দরমহল সম্বন্ধীয় কিছু প্রশ্ন।
This post was updated on 2023-02-22 17:58:03.