দ্বাদশ শ্রেণীর জন্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

 আজকের লেখায় দ্বাদশ শ্রেণীর জন্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হল। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।পরীক্ষায় যেহেতু এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর সংখ্যা বেশি তাই বড় প্রশ্নের পাশাপাশি এগুলো রপ্ত করাও জরুরি। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলোর বন্ধুদের সঙ্গেও শেয়ার করো।
দ্বাদশ শ্রেণীর জন্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন

ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম লেখ।

ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম Press Trust of India(PTI)।

আইসোডাপেন এর আকৃতি কেমন?

আইসোডাপেন এর আকৃতি উপবৃত্তাকার।

ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি?

ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম ডবসন ইউনিট।

এল-নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

এল-নিনো শব্দটি  স্প্যানিশ ভাষা থেকে এসেছে।

ভারতের নর্মদা নদী কোন প্রকার জলনির্গমন প্রণালীর উদাহরণ?

ভারতের নর্মদা নদী পিবেট জলনির্গমন প্রণালীর উদাহরণ।

সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রবক্তা কে?

সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রবক্তা অগাস্ট লোশ।

WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

পরামর্শ প্রদান কোন স্তরের অর্থনৈতিক কাজ?

পরামর্শ প্রদান পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ।

Read- আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয় তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

MONEX কী?

MONEX হল মৌসুমী গবেষণা কর্মসূচি।

ওজন হ্রাসশীল কাঁচামাল এর দ্রব্যসূচক কত?

ওজন হ্রাসশীল কাঁচামাল এর দ্রব্যসূচক >1।

পঞ্চম স্তরের নিযুক্ত কর্মীদের কী বলা হয়?

পঞ্চম স্তরের নিযুক্ত কর্মীদের Golden Collar Workers বলা হয়।

একটি জনবিরল রাষ্ট্র উদাহরণ দাও।

একটি জনবিরল রাষ্ট্র উদাহরণ হল কানাডা।

ভারতে নীল বিপ্লবের জনক কে?

ভারতে নীল বিপ্লবের জনক ড: অরূপ কৃষ্নান।

যুক্তরাজ্যের জাতীয় সড়ক কী বলে?

যুক্তরাজ্যের জাতীয় সড়ক মোটরওয়ে।

সুনামি সতর্কতা পদ্ধতি কী নামে পরিচিত?

সুনামি সতর্কতা পদ্ধতি  DRT পদ্ধতি নামে পরিচিত।

গঙ্গা নদীর নদী নকশা কি প্রকৃতির?

গঙ্গা নদীর নদী নকশা পূর্ববর্তী নদী প্রকৃতির।

লিভিং ফার্মেসি কাকে বলে?

শ্রীলঙ্কায় ডাবকে লিভিং ফার্মেসি বলে।

বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা কোনটি?

বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা হল WTO(World Trade Organization)।

কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর কোনটি?

কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর চুনাপাথর।

পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য কোন দেশে দেখা যায়?

পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ব্রাজিল দেশে দেখা যায়।

কেরালা ও কর্ণাটকের উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ?

কেরালা ও কর্ণাটকের উপকূল যৌগিক উপকূলের উদাহরণ।

TISCO কোথায় অবস্থিত?

TISCO জামশেদপুরে অবস্থিত।

পর্যটন কোন স্তরের অর্থনৈতিক  কাজ?

পর্যটন  তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ।

Red Data Book কাকে বলে?

যে পুস্তকে বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতির তালিকা প্রস্তুত করা হয় তাকে Red Data Book বলা হয়।

চার্নোজেম মৃত্তিকার অপর নাম কী?

চার্নোজেম মৃত্তিকার অপর নাম মলিসল।

ভারতের ডেট্রয়েট কাকে বলে?

চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে।

সামিয়ানা বা চাদোয়া বা ক্যানোপি কোথায় দেখা যায়?

নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রাকৃতিক সামিয়ানা বা চাদোয়া বা ক্যানোপি দেখা যায়।

ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে কোন ভূমিরূপ গঠিত হয়?

ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে নদীমঞ্চ গঠিত হয়।

নিম্ন অক্ষাংশে যে বায়ুকোশ সঞ্চালিত হয় তাকে কী বলে?

নিম্ন অক্ষাংশে যে বায়ুকোশ সঞ্চালিত হয় তাকে হ্যাডলি কোশবলে।

একটি পর্যায়বৃত্ত উষ্ণ প্রস্রবণের উদাহরণ লেখ।

একটি পর্যায়বৃত্ত উষ্ণ প্রস্রবণের উদাহরণ হল গিজার।

আ্যকোয়াকালচার কাকে বলে?

কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষ করাকে আ্যকোয়াকালচার বলে।

পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত।

ভারতের প্রথম জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল কোথায় অবস্থিত?

ভারতের প্রথম জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল নীলগিরিতে অবস্থিত।

ছায়াপ্রিয় উদ্ভিদকে কী বলে?

ছায়াপ্রিয় উদ্ভিদকে স্কিওফাইট বলে।

জেট বায়ুর অপর নাম কী?

জেট বায়ুর অপর নাম থার্মাল উইন্ড।

ভারতের উল্লেখযোগ্য ভূমিধস প্রবণ অঞ্চল কোনটি?

ভারতের উল্লেখযোগ্য ভূমিধস প্রবণ অঞ্চল হল উত্তরাখণ্ড।

কিওটোপ্রোটোকল কোথায় সংগঠিত হয়েছিল?

কিওটোপ্রোটোকল জাপানে সংগঠিত হয়েছিল।

বিনোদন জলবায়ু কাকে বলে?

ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বিনোদন জলবায়ু বলে।

সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ লেখ।

সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল টম্বেলো।

পডসল মাটি কী প্রকৃতির?

পডসল মাটি আম্লিক প্রকৃতির।

মৃত্তিকার প্রস্থচ্ছেদকে কী বলে?

মৃত্তিকার প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলে।

ভারতের একটি পরিকল্পনা অঞ্চল এর নাম লেখ।

ভারতের একটি পরিকল্পনা অঞ্চল এর নাম হলদিয়া।

উদীয়মান শিল্প কাকে বলে?

পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে।

ওলেরি কালচার কাকে বলে?

বাণিজ্যিক ভাবে সব্জি চাষ করাকে ওলেরি কালচার বলে।

 ভারতের বৃহত্তম ডেয়ারি শিল্পে  উৎপাদক রাজ্য কোনটি?

ভারতের বৃহত্তম ডেয়ারি শিল্পে  উৎপাদক রাজ্য গুজরাট।

ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি?

ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হল ভিলাই।

ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্ৰামীন জনবসতিকে  কি বলে?

ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্ৰামীন জনবসতিকে হ্যামলেট বলে।

Leave a Comment

error: Content is protected !!