সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রতিদিন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, কিন্তু আমরা পৃথিবীকে প্রতিদিন পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। সূর্যের এই উল্টো দিকে চলনকেই সূর্যের দৈনিক আপাত গতি বলে।
পৃথিবীর আবর্তন গতি কাকে বলে?
পৃথিবী কক্ষতলের সঙ্গে 66½° কোণ করে হেলে, অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে পাক খাচ্ছে, একেই পৃথিবীর আবর্তন গতি বলে।
কে প্রথম প্রমাণ করেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে?
পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রমাণ করেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
পৃথিবীর পরিধি কত?
পৃথিবীর পরিধি প্রায় 40000 কিমি।
পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?
পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে।
পৃথিবীর আবর্তন গতিবেগ কোথায় সবথেকে বেশি হয় এবং কোথায় সবথেকে কম হয়?
পৃথিবীতে আবর্তন গতিবেগ নিরক্ষরেখায় সবথেকে বেশি এবং মেরুতে সবথেকে কম হয়।
পৃথিবীতে দিন ও রাত কিভাবে হয়?
পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে তখন সেখানে দিন হয় এবং অপরদিক সূর্যের বিপরীতে থাকায় সেই অংশ অন্ধকার হয় তখন সেখানে রায় হয়।
ছায়াবৃত্ত কাকে বলে?
পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকারাচ্ছন্ন অংশ যেখানে মিলিত হয়, ওই সীমানা বরাবর যে স্পষ্ট বৃত্তাকার সীমারেখা দেখা যায় তাকে ছায়াবৃত্ত বলে।
পৃথিবীতে দিন-রাত্রি কোন গতির প্রভাবে হয়?
পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন-রাত্রি হয়।
ঊষা ও গোধূলি কাকে বলে?
সূর্যোদয়ের আগে আকাশে যখন ক্ষীণ আলো দেখা যায় তখন সেই সময়কে ঊষা বলে।
সূর্যাস্তের পর আকাশে যখন ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে।
পৃথিবী মহাশূন্যে আবর্তন করে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যায় না?
পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না।
এই শক্তি ফলে পৃথিবী সবকিছুকেই নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রাখে।
অভিকর্ষজ টানের কথা প্রথম কে বলেন?
বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রথম অভিকর্ষজ টানের কথা বলেন।
আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে?
মূলমধ্যরেখার বিপরীতে 180° দ্রাঘিমারেখা বরাবর প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে।
Meridian শব্দের উৎপত্তি ও অর্থ লেখ।
Meridian একটি ল্যাটিন শব্দ, যার অর্থ Midday বা মধ্যাহ্ন।
দ্রাঘিমারেখাকে Meridian কেন বলে?
কোনো দ্রাঘিমারেখায় মাথার ওপর যখন সূর্য আসে, তখন ওই দ্রাঘিমারেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর 12 টা। সেই কারণে দ্রাঘিমারেখাকে Meridian বলে।
স্থানীয় সময় কাকে বলে?
কোনো স্থানের মধ্যাহ্ন বা দুপুরের 12 টা থেকে যে সময় গণনা করা হয় তা হল সেই স্থানের স্থানীয় সময়।
প্রমাণ সময় কাকে বলে?
একই দেশের মধ্যে বিভিন্ন জায়গার স্থানীয় সময় বিভিন্ন রকম হয়, এর ফলে দেশের মধ্যে প্রশাসনিক, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিতে অনেক সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্য দেশের মাঝখানের কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলা হয়।
ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ধরা হয়?
82°30′ দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়।
a.m. ও p.m. কাকে বলে?
রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত সময়কে a.m. (Ante Meridian) বলে।
দুপুর 12 টা থেকে রাত 12 টা পর্যন্ত সময়কে p.m. (Post Meridian) বলে।
This post was updated on 2023-02-22 17:57:34.