পৃথিবীর পরিক্রমন সম্বন্ধীয় সংক্ষীপ্ত প্রশ্ন

 

পৃথিবীর অক্ষ কাকে বলে?

পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরু কে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, তাকে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা বলা হয়।

আবর্তন গতি কাকে বলে?

সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের বা মেরু রেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে, নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই গতিকে বলা হয় আহ্নিক গতি বা আবর্তন গতি।

পৃথিবীর আবর্তন গতির ফলাফল কী কী?

পৃথিবীর আবর্তন গতির ফলাফল নিম্নে দেয়া হল-

  • ভূপৃষ্ঠে দিন ও রাত্রি সংগঠিত হয়।
  • সূর্যদয় ও সূর্যাস্ত হয়।
  • বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপণ ঘটে।
  • জোয়ার-ভাটা সংঘটিত হয়।

বার্ষিক গতি কাকে বলে?

পৃথিবীর নিজের মেরুদন্ডের চারিদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট কাল্পনিক উপবৃত্তাকার পথ ধরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর অনবরত এই ধরনের সূর্যকেন্দ্রিক গতিতে বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি।

পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল কী কী?

পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল নিম্নে দেয়া হল-

  • দিনরাত্রির দৈর্ঘ এর হ্রাস-বৃদ্ধি হয়।
  • ঋতু পরিবর্তন হয়।
  • উষ্ণতার পার্থক্য হয়।

পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে?

পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার।সূর্য এই উপবৃত্তের ঠিক কেন্দ্রে একটি নাভি বা ফোকাসে অবস্থিত। পরিক্রমণ এর সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারাবছর সমান থাকে না, কখনও একটু বাড়ে আবার কখনও একটু কমে।

  • ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবথেকে বেশি হয় অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫কোটি ২০ কিলোমিটার হয়। কক্ষপথে পৃথিবীর এই দূরতম অবস্থানের নাম অপসূর অবস্থান।
  • ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবথেকে কম থাকে অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪কোটি ৭০কিলোমিটার হয়। কক্ষপথে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসূর অবস্থান।

পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কী?

পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ গুলি নিম্নে দেয়া হল-

  • পৃথিবীর পরিক্রমণ গতি ঋতু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ।
  • কক্ষতলের সঙ্গে সাড়ে ৬৬ ডিগ্রি কোণ করে পৃথিবীর মেরু রেখার অবস্থান।
  • পৃথিবীর আবর্তন গতি।
  • পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ।

কর্কটসংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস কী?

বার্ষিক আপাত গতি অনুসারে কর্কটক্রান্তি রেখা বা সাড়ে ২৩ ডিগ্রি উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরায়নের শেষ সীমা এবং ২১শে জুন তারিখে সূর্যের উত্তরমুখী গমন বা উত্তরায়ণ শেষ হয়। এইজন্য প্রতিবছর ২১শে জুন তারিখটিকে কর্কটসংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস বলে।

মকরসংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস কী?

২২শে ডিসেম্বর তারিখে সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে মকরক্রান্তি রেখা বা সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখা সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা এবং ২২শে ডিসেম্বর তারিখে সূর্যের দক্ষিণ মুখী গমনে বা দক্ষিণায়ন শেষ হয়। এইজন্য প্রতিবছর ২২শে ডিসেম্বর তারিখটিকে মকরসংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস বলে।

ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত কাকে বলে?

আবর্তনের ফলে গোলাকার পৃথিবীর একটি অর্ধাংশ সূর্যের আলো পায়,অপর অর্ধাংশ তখন অন্ধকার থাকে।এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে।

সুমেরু প্রভা কি?

উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে 23 শে সেপ্টেম্বর থেকে 21 শে মার্চ পর্যন্ত যখন একটানা ছয় মাস রাত থাকে তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলো আলোর জ্যোতি দেখা যায় একে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস  বলা হয়।

কুমেরু প্রভা কি?

দক্ষিণ গোলার্ধে কোন অঞ্চলে 21 শে মার্চ থেকে 23 শে সেপ্টেম্বর পর্যন্ত যখন একটানা ছয় মাস রাত থাকে তখন ওখানকার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায় একে কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা অরোরা অস্ট্রালিস বলা হয়।

লিপ ইয়ার বা অধিবর্ষ কি?

পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড।কিন্তু হিসেবের সুবিধার জন্য পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমনের সময় কে 365 দিন ধরা হয়। এর ফলে প্রত্যেক বছর যে প্রায় ছয় ঘন্টা সময় কম ধরা হয়, তা পূরণ করা হয় প্রত্যেক চতুর্থ বছরের ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন বাড়িয়ে। তাই প্রত্যেক চতুর্থ বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনের এবং বছরটি 366 দিনের হয়।আর সেই বিশেষ বছর টিকে বলা হয় লিপিয়ার বা অধিবর্ষ।

পৃথিবীর মেরু রেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে?

পৃথিবীর মেরু রেখা কক্ষ তলের উপর সঙ্গে সাড়ে 66 ডিগ্রী কোণ করে ফেলে থাকে।

পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একথা প্রথম কে প্রমাণ করেছিলেন?

পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একথা প্রথম প্রমাণ করেছিলেন গ্যালিলিও।

পৃথিবীর কক্ষপথের পরিধি কত?

পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিলোমিটার।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14 কোটি 95 লক্ষ কিলোমিটার।

উত্তর গোলার্ধে কোন নক্ষত্র কে লক্ষ্য করে অক্ষাংশ নির্ণয় করা হয়?

উত্তর গোলার্ধে ধ্রুবতারা কে লক্ষ্য করে অক্ষাংশ নির্ণয় করা হয়।

দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রকে লক্ষ্য করে অক্ষাংশ নির্ণয় করা হয়?

দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অকট্যান্ট কে লক্ষ্য করে অক্ষাংশ নির্ণয় করা হয়।

Leave a Comment

error: Content is protected !!