ভারত সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন(প্রথম ভাগ)।

 ভারত সম্পর্কিত কিছু সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এই লেখাটিতে আলোচনা করা হল।ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। আশা করব এই প্রশ্ন উত্তর গুলি তোমাদের প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা মনোযোগ সহকারে এগুলি পড়ো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

 ভারতের ভৌগোলিক অবস্থান লেখ।

এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের প্রায় মাঝখানে অবস্থান করছে এই বিশাল দেশ ভারত। ভারত মহাসাগর এর উত্তর প্রান্তে অবস্থিত আমাদের দেশের দক্ষিণাংশ ত্রিভুজের মতো।

ভারতীয় উপদ্বীপের তিনদিকে কী কী সাগর অবস্থিত?

ভারতীয় উপদ্বীপের ত্রিভুজাকৃতি অংশের পূর্বে রয়েছে বঙ্গোপসাগর,পশ্চিমে রয়েছে আরব সাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর।

  • তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে।

ভারতের মোট ক্ষেত্রফল কত?

ভারতের মোট ক্ষেত্রফল হল 32,87,782 বর্গ কিলোমিটার।

আরো পড়ো – বায়ুদূষণ সম্পর্কিত কিছু প্রশ্ন

ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত তম?

ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম।

বর্তমানে ভারতে রাজ্য সংখ্যা কত?

বর্তমানে ভারতে রাজ্য সংখ্যা 28 টি রাজ্য আছে এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।

ভারতের রাজধানীর নাম কি?

ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি।

ভারতের চতুর্দিকে অবস্থিত প্রতিবেশী দেশ গুলির  নাম লেখ।

ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান। উত্তরে আছে চিন, নেপাল, ভুটান। ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও বাংলাদেশ। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা।

ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?

ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হল ‘কন্যাকুমারিকা’।

ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি?

ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হল ইন্দিরা পয়েন্ট।

ভারতের উত্তরতম স্থলবিন্দুর নাম কি?

ভারতের উত্তরতম স্থলবিন্দুর নাম হল ইন্দিরা কল।

নেপাল এর সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?

ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের সঙ্গে নেপাল এর সীমানা স্পর্শ করে আছে।

ভুটান রাজ্যের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?

ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ,আসাম ও অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে ভুটান এর সীমানা স্পর্শ করে আছে।

ভারতের জনসংখ্যা কত?

ভারতের জনসংখ্যা হল 2011 সালের জনগননা অনুসারে প্রায় 121 কোটি।

জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত তম?

জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়।

ভারতের বৃহত্তম শহর কোনটি?

ভারতের বৃহত্তম শহর মুম্বাই।

ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান।

ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ।

ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি?

ভারতের সবথেকে জনবিরল রাজ্য সিকিম।

ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান কোনগুলি?

ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান গুলি হল খাজুরাহো, অজন্তা ইলোরার গুহা, কোনারক দিল্লির হুমায়ুনের সমাধি, আগ্ৰার তাজমহল ইত্যাদি।

ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান কোনগুলি?

ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলি হল সুন্দরবন জাতীয় বনাঞ্চল, নন্দাদেবী শৃঙ্গ, কাজিরাঙা অভয়ারণ্য ইত্যাদি।

ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়?

ভূপ্রকৃতি রং বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়-

  • উত্তরের পার্বত্য অঞ্চল।
  • উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল।
  • উপদ্বীপীয় মালভূমি অঞ্চল।
  • পশ্চিমের মরু অঞ্চল।
  • উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ।

ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এর নাম কি?

ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এর নাম কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন (৮৬১১ মিটার)।

হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে কটি পর্বতশ্রেণী দেখা যায়?

হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়- 

  • একেবারে উত্তরে হিমাদ্রি (গড় উচ্চতা ৬০০০ মিটার এর বেশি)।
  • দক্ষিণে হিমাচল ( গড় উচ্চতা ৩০০০ মিটার এর বেশি)।
  • একেবারে দক্ষিণে শিবালিক ( গড় উচ্চতা ১৫০০ মিটার এর কম)।

ভারতের দীর্ঘতম হিমবাহ এর নাম কি?

ভারতের দীর্ঘতম হিমবাহ এর নাম সিয়াচেন।

ভারতের প্রধান নদীর নাম কি?

ভারতের প্রধান নদীর নাম গঙ্গা।

ভারতের দীর্ঘতম নদীর নাম কি?

ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা।

গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

গঙ্গা নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিমি।

গঙ্গা নদীর উৎসস্থল কোথায়?

গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি।

গঙ্গা নদীর গতিপথ বর্ণনা কর।

গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী।এরপর উত্তরপ্রদেশ এর এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী-হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

 গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ।

গঙ্গা নদীর কয়েকটি উপনদী হল-

যমুনা,শোন, গোমতী, গন্ডক, কোশী ইত্যাদি।

গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলির নাম লেখ।

গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলির নাম হল- 

হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারানসী, পাটনা, কলকাতা।

পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোথায় গড়ে উঠেছে?

পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ, ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় সৃষ্টি হয়েছে।

পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোথায় অবস্থিত?

পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ।

ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য ২৯০০ কিমি।

তিব্বতে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত?

তিব্বতে ব্রহ্মপুত্র নদ সাংপো নামে পরিচিত।

ব্রহ্মপুত্র নদের গতিপথ বর্ণনা কর।

তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে।এরপর অরুণাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে।এরপর ব্রহ্মপুত্র নামে অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে এই নদী যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিশেছে।এরপর পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

ব্রহ্মপুত্র নদের কয়েকটি উপনদীর নাম লেখ।

ব্রহ্মপুত্র নদের কয়েকটি উপনদীর নাম হল-

লোহিত, মানস, তিস্তা, তোর্সা, সুবনগিরি প্রভৃতি।

ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলির নাম লেখ।

ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলির নাম হল-

ইটানগর, নওগাঁও, ডিব্রুগড়, গুয়াহাটি।

 

Leave a Comment

error: Content is protected !!