সরলবর্গীয় অরণ্য বলতে কী বোঝ?
উত্তর গোলার্ধে 50° থেকে 70° অক্ষাংশের মধ্যে অবস্থিত দীর্ঘ শীতল জলবায়ু যুক্ত যে অঞ্চলে মোচা আকৃতির ও ঋজু কান্ডবিশিষ্ট, সূচাকৃতি পত্রযুক্ত, নরম কাঠের চিরহরিৎ বৃক্ষের যে গভীর বনভূমি সৃষ্টি হয়েছে তাকে সরলবর্গীয় অরণ্য বলে।
Read-পাত সংস্থান তত্ত্ব বা Plate Tectonic Theory ব্যাখ্যা কর।
সরলবর্গীয় অরণ্যের ভৌগোলিক বন্টন উল্লেখ করে।
পৃথিবীর বিস্তৃততম অরণ্য অঞ্চল সরলবর্গীয় বৃক্ষের অরণ্য। উত্তর গোলার্ধে 50° থেকে 70° অক্ষাংশের মধ্যে অবস্থিত; যেখানে গ্ৰীষ্মকালীন গড় উষ্ণতা 10°C এবং শীতকালীন গড় উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে। সরলবর্গীয় অরণ্য পৃথিবীর নিম্নলিখিত অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায় –
1. আমেরিকা যুক্তরাষ্ট্র:
আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চল, রকি পার্বত্য অঞ্চল ও আলাস্কা এবং পূর্বদিকে মিনেসোটা, উইসকনসিন, মেইন, আইজ প্রভৃতি রাজ্য। এছাড়া ওরিগন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নেভাডা প্রভৃতি রাজ্যেও এই অরণ্য আছে।
2. কানাডা:
কানাডার 50% স্থান অত্যন্ত ঘন সরলবর্গীয় অরণ্যে ঢাকা। কানাডার কুইবেক, অন্টারিও, ম্যানিটোবা, ব্রিটিশ কলম্বিয়ায় এ জাতীয় বনভূমি বেশি বিস্তৃত।
3. ইউরোপ:
উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া (নয়ওয়ে, সুইডেন, ফিনল্যান্ড), জার্মানি, ইতালি, মধ্য ইউরোপের উচ্চভূমির প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়।
4. এশিয়া:
জাপানের উত্তরাংশ, উত্তর চীন ও মাঞ্চুরিয়া, ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় বনভূমি লক্ষ করা যায়।
রাশিয়ায় সমগ্ৰ সাইবেরিয়া জুড়ে এই বনভূমি বিস্তৃত। উত্তর-পশ্চিমে ওনেগা, উরাল, আরাকানজেল, সেন্ট পিটার্সবার্গ প্রভৃতি অঞ্চলে এই অরণ্য দেখা যায়।
✓ সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্যকে তৈগা বলে।
5. অন্যান্য:
চিলির, আর্জেন্টিনা, আন্দিজ পার্বত্য অঞ্চল, নিউজিল্যান্ড প্রভৃতি।
সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখ।
1. অবস্থান:
পৃথিবীর অধিকাংশ বনভূমি উত্তর গোলার্ধের শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়।
2. মোচা আকৃতির বৃক্ষ:
শীতকালে প্রবল তুষারপাতে গাছের উপরে যাতে বরফ না জমে, তাই গাছগুলি মোচা আকৃতি বিশিষ্ট হয়।
3. চিরহরিৎ বৃক্ষ:
শীত শেষে দ্রুত সালোকসংশ্লেষ শুরু করার জন্য গাছগুলি চিরহরিৎ প্রকৃতির হয়।
4. ছোটো সূঁচালো পাতা:
শীতকালে তুষারপাত গাছের পাতায় যাতে জমতে না পারে সেজন্য পাতাগুলি সুঁচালো প্রকৃতির হয়।
5. বৃক্ষের আকার:
গাছগুলি সুদীর্ঘ (80 থেকে 85 মিটার পর্যন্ত হয়) এবং সরু হয়। ডালপালার বিস্তার কম এবং ঋজুভাবে দাঁড়িয়ে থাকে।
6. একই প্রজাতির বৃক্ষ:
এই অরণ্যে একই প্রজাতির বৃক্ষ বিস্তৃত অঞ্চল জুড়ে জন্মায়। ফলে কোনো বিশেষ প্রজাতির গাছ খুঁজতে অসুবিধা হয় না, তাই কাষ্ঠ আহরণে সুবিধা হয়।
7. বনভূমির তলদেশ:
ভূমিভাগ বরফাবৃত থাকে বলে মাটিতে ঝোপঝাড় বা লতা-গুল্ম জন্মাতে পারে না। এইজন্য বনভূমির তলদেশ পরিষ্কার থাকে। ফলে বনভূমির ভিতরে অবাধে চলাফেরা করে কাষ্ঠ আহরণ করতে সুবিধা হয়।
8. নরম ও হালকা কাঠ:
সরলবর্গীয় অরণ্যের বৃক্ষগুলির কান্ড হালকা ও নরম হওয়ায় বৃক্ষচ্ছেদনে সুবিধা হয়। এই কান্ডগুলি নদীমাধ্যমে বা বরফের উপর দিয়ে সহজে বহন করা যায়।
9. তৈলাক্ত পদার্থের আবরণ:
অত্যধিক ঠান্ডা ও বরফের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের গোড়ায় একপ্রকার তৈলাক্ত পদার্থের আবরণ থাকে।
সরলবর্গীয় অরণ্যের প্রধান প্রধান বৃক্ষ সমূহের নাম লেখ।
সরলবর্গীয় অরণ্যে যেসব উদ্ভিদ দেখা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল – সিডার, পাইন ও ফার। এই অরণ্যে বিভিন্ন প্রজাতির পাইন ও ফার জন্মায়। যেমন – চির পাইন, পীচ পাইন, স্কটস পাইন, বামন পাইন, ডগলাস ফার ইত্যাদি। এছাড়া বার্চ, লার্চ, উইলো, হেমলক, অলডার, ক্যাপ্টেন প্রভৃতি।
সরলবর্গীয় অরণ্যের বাণিজ্যিক ব্যবহার লেখ।
পৃথিবীর মোট ⅓ অংশ সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত। এই বনভূমির কাঠ হালকা ও নরম বলে এর শিল্পিত গুরুত্ব ও বাণিজ্যিক ব্যবহার খুব বেশি। নীচে আলোচনা করা হল –
1. কাষ্ঠশিল্পে ব্যবহার:
সরলবর্গীয় অরণ্যের কাঠ যানবাহন, জাহাজ নির্মাণ, আসবাবপত্র, কাগজের মন্ড উৎপাদন, দেশলাই, প্যাকিং বাক্স, খেলাধুলার সরঞ্জাম প্রভৃতি উৎপাদনে ব্যবহৃত হয়। এজন্য এখানে কাষ্ঠশিল্প উন্নত।
2. বোর্ড তৈরিতে:
এই অরণ্যের কাঠ থেকে তৈরি মন্ড দিয়ে ফাইবার বোর্ড, পার্টিশান বোর্ড প্রভৃতি তৈরি হয়।
3. কাগজের মন্ড উৎপাদনে:
পাইন, ফার বার্চ, সিডার প্রভৃতি গাছের নরম কাঠ কাগজ মন্ড উৎপাদনে ব্যবহৃত হয়।
4. রাসায়নিক শিল্পে:
এই বনভূমির একটি উল্লেখযোগ্য বৃক্ষ পাইন গাছের রস থেকে পিচ, রজন, তারপিন তেল প্রভৃতি রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়।
5. কৃত্রিম তন্তু উৎপাদন:
সরলবর্গীয় অরণ্যের নরম কাঠ থেকে সেলুলোজ উৎপাদন করে রাসায়নিক পদ্ধতিতে কৃত্রিম তন্তু উৎপাদন করা হয়।
6. জ্বালানি রূপে ব্যবহার:
কাষ্ঠশিল্পে অব্যবহারযোগ্য নিকৃষ্ট মানের কাঠ জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
7. অন্যান্য ব্যবহার:
এছাড়া এই অরণ্যের উপজাত দ্রব্য হিসেবে জীবানুনাশক দ্রব্য, প্রসাধনী দ্রব্য তৈরির সামগ্ৰী পাওয়া যায়।
Read-নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা চিরহরিৎ অরণ্য সম্পর্কিত কিছু প্রশ্ন।
This post was updated on 2023-02-22 17:57:50.