পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধা গুলি লেখ।

পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধা গুলি এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পারমাণবিক শক্তির সুবিধা:

পারমাণবিক শক্তির উৎপাদন ব্যয় যথেষ্ট কম হওয়ায় এই শক্তি সম্পদের ব্যবহার অনেক বেশি সম্ভাবনাময়। বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহৃত হয় –

  • সাবমেরিন, যুদ্ধজাহাজ, রোবট প্রভৃতি চালাতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
  • পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিভিন্ন শিল্পক্ষেত্রে জ্বালানির রূপে ব্যবহার।
  • কৃত্রিম উপগ্রহ, রেল ইঞ্জিন চালাতে এই শক্তি ব্যবহার করা হয়।
  • সমুদ্র জলকে লবণ মুক্ত করতে, ভূতাপ শক্তির নিষ্কাশনের কাজে এটি ব্যবহার করা হয়।
  • কলকারখানা ও কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য ইস্পাত ও মিশ্র ধাতুর ত্রুটি নির্ণয়ের জন্য এই শক্তি ব্যবহার করা হয়।
  • সর্বোপরি জটিল রোগ, বিশেষ করে ক্যান্সার নির্ণয়ের জন্য এটি ব্যবহার করা হয়।

পারমাণবিক শক্তির অসুবিধা:

পারমাণবিক শক্তির অসুবিধা গুলি হল –

a. ধ্বংসাত্মক ক্ষমতা:

পরমাণু বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিতে যে কাঁচামাল ব্যবহৃত হয় সেগুলি সবই তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় এগুলির মারাত্মক বা ধ্বংসাত্মক ক্ষমতা মূহুর্তের মধ্যে সমগ্র জীবজগৎকে ধ্বংস করে ফেলতে পারে। যেমন -1986 খ্রিস্টাব্দে ইউক্রেনের চেরনোবিলে দুর্ঘটনায় 2000 এর বেশি মানুষ মারা গিয়েছিল।

b. বর্জ্য সমস্যা:

পারমাণবিক শক্তি কেন্দ্রের বর্জ্য পদার্থ পরিবেশের পক্ষে অত্যন্ত বিপদজনক। এই বর্জ্য পদার্থ উপযুক্তভাবে সংরক্ষণ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ ও উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল।

c. কাঁচামালের সংকট:

এর প্রধান কাঁচামাল ইউরেনিয়াম, বিশ্বের খুব কম জায়গায় পাওয়া যায়। ইউরেনিয়াম অন্যান্য শক্তি সম্পদের মতো বিপুল পরিমাণে পাওয়া যায় না।

d. প্রযুক্তিবিদ্যাগত সমস্যা:

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। বিশ্বের অধিকাংশ দেশ এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে না। এই প্রযুক্তি বিনিময় ও আন্তর্জাতিক আইনবলে কঠোরভাবে নিয়ন্ত্রিত।

e. স্বাস্থ্যের হানি:

ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে ঠিকমতো ব্যবস্থা না নেওয়ায় এর আশেপাশের মানুষ জনের স্বাস্থ্যের উপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। ভারতের যদুগোড়ায় UCIL (Uranium Corporation of India Limited) এর পার্শ্ববর্তী অঞ্চলে দরিদ্র মানুষের স্বাস্থ্যহানি ঘটে চলেছে।

f. আতঙ্ক সৃষ্টি:

পারমাণবিক শক্তি উৎপাদনের পরে দেশগুলি ধ্বংসাত্মক পরমাণু বোমা তৈরির পদ্ধতিও আয়ত্ত করে ফেলেছে। এই শক্তির প্রসারে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে।

✓ বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কোথায় স্থাপিত হয়?

1956 খ্রীষ্টাব্দে ব্রিটিশ যুক্তরাজ্যের ক্যালভার হল এই পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপিত হয়।

✓ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়?

মুম্বাইয়ের 100 km উত্তরে তারাপুরে 1969 খ্রীষ্টাব্দে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!