কৃষিকাজ সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

কৃষিকাজ সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

Read- পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।

কৃষিকাজ সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি চেনা নামে পরিচিত।

মেক্সিকোয় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

মেক্সিকোয় স্থানান্তর কৃষি মিলপা নামে পরিচিত।

ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

ব্রাজিলের স্থানান্তর কৃষি রাকা বা রোকা নামে পরিচিত।

মালয়েশিয়ায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

মালয়েশিয়ার স্থানান্তর কৃষি লাডাং নামে পরিচিত।

ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত?

ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি হুমা নামে পরিচিত।

দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর কৃষি ফ্যাং নামে পরিচিত।

থাইল্যান্ডের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

থাইল্যান্ডের স্থানান্তর কৃষি তামরাই নামে পরিচিত।

মায়ানমারের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

মায়ানমারের স্থানান্তর কৃষি টাঙ্গিয়া নামে পরিচিত।

সুজাতা কার উচ্চকরণশীল বীজ?

গমের উচ্চ ফলনশীল একটি বীজের নাম সুজাতা।

পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে ধানের চাষ সর্বাধিক পরিমাণে হয়?

পৃথিবীতে মৌসুমী জলবায়ু অঞ্চলে ধানের চাষ সর্বাধিক পরিমাণে হয়।

ভাদই কি?

ভাদ্র মাসে কাটা হয় বলে আউস ধানকে ভাদই বলে।

আঘানি ধান কাকে বলে?

অঘ্রাণ মাসে আমন ধান কাটা হয় বলে একে আঘানি ধান বলে।

চীনের ধানের আধার কোন প্রদেশকে বলে?

হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলে।

ভারতের ধান উৎপাদক অঞ্চল গুলির মধ্যে কোন রাজ্য প্রথম?

ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম।

গমের উচ্চ ফলনশীল বীজ সর্বপ্রথম কে উদ্ভাবন করেন?

নরম্যান বোরলগ গমের উচ্চ ফলনশীল বীজ সর্বপ্রথম উদ্ভাবন করেন।

ভারতের কোন কোন রাজ্যে সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক পরিমাণে দেখা যায়?

পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ রাজ্যে সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক পরিমাণে দেখা যায়।

রবি ২০ কি?

অড়হড় জাতীয় ডাল শস্যের উচ্চফলনশীল বীজ।

তামিলনাড়ুতে জোয়ার কি নামে পরিচিত?

তামিলনাড়ুতে জোয়ার চোলাম নামে পরিচিত।

Read- ভারতের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো।

কম্বু কি?

দক্ষিণ ভারতে বাজরা কম্বু নামে পরিচিত।

স্বাদে ও গন্ধে সর্বোতকৃষ্ট কফি কোনটি?

আরবীয় কফি স্বাদে ও গন্ধে সর্বোতকৃষ্ট কফি।

ভারতের কফির পাত্র কাকে বলে?

কর্নাটককে ভারতের কফির পাত্র বলা হয়।

পৃথিবীর কফির পাত্র নামে কে পরিচিত?

ব্রাজিল পৃথিবীর কফির পাত্র নামে পরিচিত।

দীর্ঘ আঁশ যুক্ত তুলার চাষ কোথায় বেশি হয়?

মিশরে দীর্ঘ আঁশ যুক্ত তুলার চাষ বেশি হয়।

তুলা গাছ সবথেকে বেশি আক্রান্ত হয় কোন পোকা দ্বারা?

বল উইভিল নামক একটি পোকা দ্বারা তুলা গাছ সব থেকে বেশি আক্রান্ত হয়।

আখের ছিবড়ে কোন শিল্পে ব্যবহার করা হয়?

আখের ছিবড়ে কাগজ শিল্পে ব্যবহার করা হয়।

প্রাচ্যের ডান্ডি কাকে বলে?

নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলে।

বাংলাদেশের পাট বলয় কোনটি?

ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলকে বাংলাদেশের পাট বলয় বলা হয়।

কল্পতরু বৃক্ষ কাকে বলে?

নারকেল গাছকে কল্পতরু বৃক্ষ বলে।

শ্রীলংকার প্রধান নারকেল উৎপাদক অঞ্চল কোনটি?

শ্রীলংকার কুরুনেগালা প্রধান নারকেল উৎপাদক অঞ্চল।

Read- আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয় তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

স্বর্গের শিশির বা জীবন্ত ডাক্তার নামে কে পরিচিত?

নারকেল বা ডাবকে স্বর্গের শিশির বা জীবন্ত ডাক্তার বলা হয়।

শ্রীলঙ্কায় চা বাগিচা ক্ষেত্র সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে?

শ্রীলংকার ক্যান্ডিতে চা বাগিচা ক্ষেত্র সর্বপ্রথম গড়ে ওঠে।

কোন ধরনের তুলা সাগরদ্বীপীয় তুলা নামে পরিচিত?

দীর্ঘ আঁস যুক্ত তুলা সাগরদ্বীপীয় তুলা নামে পরিচিত।

শ্রীলংকার প্রধান বাণিজ্যিক ফসল কোনটি?

নারকেল শ্রীলংকার প্রধান বাণিজ্যিক ফসল।

সারাবছর ফুলের চাষকে কী বলে?

সারাবছর ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে।

সারাবছর ফলের চাষ কে কী বলে?

সারাবছর ফলের চাষকে পোমাম কালচার বলে।

সারাবছর শাক-সব্জির চাষকে কী বলে?

সারাবছর শাক-সব্জির চাষকে ওলেরি কালচার বলে।

Read- দ্বাদশ শ্রেণীর জন্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

This post was updated on 2023-02-22 17:57:15.

Leave a Comment

error: Content is protected !!