বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

বায়ুর চাপ বলয় ও বাইক প্রবাহ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

Read- দক্ষিণ আমেরিকা সম্পর্কিত কিছু প্রশ্নাবলী।

পৃথিবীতে কতগুলি বায়ুচাপ বলয় আছে ও কি কি?

পৃথিবীতে মোট 7 টি স্থায়ী বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। যথা –

1. নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলায়

2. কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয়

3. মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়

4. সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়

5. কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়

6. সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়

7. কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়

নিরক্ষীয় শান্ত বলয়ের অবস্থান লেখ।

নিরক্ষরেখার উভয় পাশে 5° থেকে 10° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় শান্তবলয় অবস্থান করে।

কর্কটীয় শান্তবলয়কে কি বলা হয়?

কর্কটীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়।

অশ্ব অক্ষাংশের অবস্থান লেখ।

25° থেকে 35° উত্তর অক্ষাংশে অশ্ব অক্ষাংশ বিরাজ করে।

ITCZ এর পুরো অর্থ কি?

ITCZ এর পুরো অর্থ Inter Tropical Convergence Zone।

বায়ুমণ্ডলের স্থায়ী নিম্নচাপ বিরাজ করে কোন অঞ্চলে?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে।

নিরক্ষীয় শান্তবলয়ের অপর নাম কি?

নিরক্ষীয় শান্তবলয়ের অপর নাম ডোলড্রামস।

উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25° থেকে 35° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত?

উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25° থেকে 35° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল ক্রান্তীয় অঞ্চল নামে পরিচিত।

বায়ুর ঘনত্ব সর্বাধিক হয় কোন অঞ্চলে?

মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব সর্বাধিক হয়।

দুই মেরু অঞ্চলে বায়ুর প্রকৃতি কেমন?

দুই মেরু অঞ্চলে বায়ু ভারী ও শীতল প্রকৃতির হয়।

বায়ুচাপ কাকে বলে?

একক আয়তনে বা একক ক্ষেত্রফলে বায়ু উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে যে চাপ দেয় তাকে বায়ুচাপ বলে।

বায়ুচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে।

বায়ুচাপ মাপার এককটি কি?

বায়ুচাপ মাপার এককটি হল মিলিবার।

বায়ুপ্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

বায়ুপ্রবাহের দিক বাতপতাকা যন্ত্রের সাহায্যে মাপা হয়।

বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়।

বায়ুর গতিবেগ পরিমাপক এককের নাম কি?

বায়ুর গতিবেগ পরিমাপক এককের নাম নট্।

Read- উত্তর আমেরিকা সম্বন্ধীয় কিছু প্রশ্ন।

নিয়ত বায়ু কাকে বলে?

ভূপৃষ্ঠের ওপর সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলা হয়।।

নিয়ত বায়ু কত প্রকার ও কি কি?

নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার। যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

আয়ন বায়ু কাকে বলে?

কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে।

আয়ন বায়ুর অপর নাম কি?

আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু।

পৃথিবীর বড় বড় মরুভূমি গুলি কোন বায়ুর গতিপথে অবস্থান করছে?

পৃথিবীর বড় বড় মরুভূমি গুলি আয়ন বায়ুর গতিপথে অবস্থান করছে।

একটি আকস্মিক বায়ুর উদাহরণ দাও।

টাইফুন একটি আকস্মিক বায়ুর উদাহরণ।

স্থানীয় বায়ুর একটি উদাহরণ লেখো।

লু স্থানীয় বায়ুর একটি উদাহরণ।

বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কি বলা হয়?

বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কালবৈশাখী বলা হয়।

একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও।

মৌসুমী বায়ু সাময়িক বায়ুর একটি উদাহরণ।

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণকে কি বলে?

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণকে মৌসুমী বায়ু বলে।

উত্তর আমেরিকার রকি পর্বত থেকে প্রেইরি অঞ্চলে প্রবাহমান উষ্ণ ও শুষ্প বাতাসের নাম কি?

উত্তর আমেরিকার রকি পর্বত থেকে প্রেইরি অঞ্চলে প্রবাহমান উষ্ণ ও শুষ্প বাতাসের নাম চিনুক।

সিরক্কো কোথায় প্রবাহিত হয়?

সিরক্কো লিবিয়া মরুভূমিতে প্রবাহিত হয়।

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলে?

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলে।

সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত?

সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ 1013.25 মিলিবার।

বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি?

বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।

ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?

ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়।

৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের প্রবাহিত পশ্চিমা বায়ুকে কি বলে?

৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে।

পশ্চিমা বায়ুর অপর নাম কি?

পশ্চিমা বায়ুর অপর নাম প্রত্যায়ন বায়ু।

সমপ্রেষ রেখা কাকে বলে?

সমবায়ুচাপ যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপ্রেষ রেখা বলে।

পর্বতের গাবেয়ে নেমে আসা বায়ুটির নাম কি?

পর্বতের গাবেয়ে নেমে আসা বায়ুটির নাম ক্যাটাবেটিক বায়ু।

কোন বলের জন্য বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে?

কোরিওলিস বলের জন্য বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে।

কোন বায়ুকে ‘তুষার ভক্ষক’ বলে?

চিনুক বায়ুকে ‘তুষার ভক্ষক’ বলে।

পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম লেখ।

পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো।

বায়ুর নিম্নচাপ কত?

বায়ুর নিম্নচাপ 986 মিলিবার।

কোন গোলার্ধে বায়ুরচাপ কক্ষের পরিমাণ বেশি থাকে?

উত্তর গোলার্ধে বায়ুচাপ কক্ষের পরিমাণ বেশি থাকে।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!