মেঘ-বৃষ্টি সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
Read- মেঘ ও বৃষ্টিপাত সম্বন্ধীয় সংক্ষিপ্ত প্রশ্ন ও উওর

সিরাস মেঘের প্রকৃতি কেমন?
সিরাজ মেঘের প্রকৃতি হালকা পালকের মতো।
অল্টোস্ট্র্যাটাস মেঘের রং কেমন?
অল্টোস্ট্র্যাটাস মেঘের রং নীল।
একটি উচ্চ উচ্চতার মেঘের নাম লেখ।
সিরোকিউমুলাস মেঘ একটি উচ্চ উচ্চতার মেঘের উদাহরণ।
কোন মেঘ বজ্রমেঘ নামে পরিচিত?
কিউমুলোনিম্বাস মেঘ বজ্রমেঘ নামে পরিচিত।
কোন মেঘ ফুলকপির মত দেখতে হয়?
কিউমুলাস মেঘ ফুলকপির মত দেখতে হয়।
কোন মেঘ থেকে ঝড়ের সংকেত পাওয়া যায়?
সিরোস্ট্র্যাটাস মেঘ থেকে ঝড়ের সংকেত পাওয়া যায়।
জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
জলীয় বাষ্পের জলকনায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
বৃষ্টি কনার ব্যাস কত হয়?
বৃষ্টি কণার ব্যাস অন্তত 2 মিলিমিটার হয়।
Read- পৃথিবীর অন্দরমহল সম্বন্ধীয় কিছু প্রশ্ন।
দুপুরের পর কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়?
নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর পরিচালন বৃষ্টিপাত হয়।
সমবর্ষণ রেখা কাকে বলে?
একই বৃষ্টিপাত যুক্ত স্থান গুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে।
বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি?
বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ।
বৃষ্টি মাপার একক কি?
বৃষ্টি মাপার একক সেন্টিমিটার।
আপেক্ষিক আদ্রতা কোন এককে প্রকাশ করা হয়?
আপেক্ষিক আদ্রতা শতকরা এককে প্রকাশ করা হয়।
কোন মেঘ থেকে পরিচালন বৃষ্টিপাত হয়?
কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়।
সম্পৃক্ত বায়ু কাকে বলে?
যে বায়ু নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে সম্পৃক্ত বায়ু বলে।
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা 100%।
অধক্ষেপণ কাকে বলে?
বাতাসের জলীয় বাষ্প মাধ্যাকর্ষণের প্রভাবে তরল ও কঠিন রূপে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে অধক্ষেপণ বলে।
শিশিরাঙ্ক কাকে বলে?
যে উষ্ণতায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে শিশিরে পরিণত হয়, তাকে শিশিরাঙ্ক বলে।
বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?
পর্বতের অনুবাত ঢালে বৃষ্টি কম হয় বলে একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও।
ভারতের মেঘালয় মালভূমি অঞ্চল একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ।
নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে?
একটি নির্দিষ্ট আয়তন বায়ুতে বর্তমান উপস্থিত জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে নিরপেক্ষ আর্দ্রতা বলে।
এশিয়ার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়?
ভারতের মৌসিনরামে এশিয়ার মধ্যে সর্বাধিক বেশি বৃষ্টিপাত হয়।
ক্রান্তীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কি নামে পরিচিত?
ক্রান্তীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত।
পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি?
পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো।
পশ্চিমবঙ্গে শরৎ কালে যে ঘূর্ণিঝড় হয় তাকে কি বলে?
পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঘূর্ণিঝড় হয় তাকে আশ্বিনের ঝড় বলে।
Read-উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কিত প্রশ্নাবলী (তৃতীয় ভাগ)।
This post was updated on 2023-02-22 17:57:16.