বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর।

বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের প্রক্রিয়া চিত্রসহ এই লেখাটিতে বর্ণনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

ভূমিকা:

বায়ুর ঊর্ধ্বগমনের প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। যথা –

পরিচলন বৃষ্টিপাত:

যেসব অঞ্চলে জলভাগ বেশি এবং সূর্য লম্বভাবে কিরণ দেয় সেইসব অঞ্চলে দিনের বেলায় প্রখর সূর্যতাপে জলীয় বাষ্প পূর্ণ আর্দ্র বায়ু হালকা ও প্রসারিত হয়ে দ্রুত অনেক উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে শীতল ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘের সৃষ্টি করে। পরে ওই মেঘের জলকণাগুলি ধূলিকণা ও লবণের কণাকে আশ্রয় করে ভাসতে থাকে এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্রমশ বড়ো হয় ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। এইধরনের বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে।

পরিচলন বৃষ্টিপাত ঘটার জন্য প্রধান দুটি শত হল –

  1. ভূপৃষ্ঠের প্রচন্ড উত্তাপ।
  2. বাতাসে প্রচুর জলীয়বাষ্পের যোগান।

দিনের বেলায় প্রখর সূর্যকিরণে কোনো একটি স্থানের ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে, ফলে জলীয় বাষ্প পূর্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরে উঠে যায় এবং লীন তাপ ত্যাগ করে ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। এই মেঘ আরও উপরে উঠে ঘনীভূত হলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটে থাকে।

নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ধরে বিকেলের দিকে 4 টের সময় এই বৃষ্টি হয় তাই একে 4’o clock rain বলে।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত:

জলীয় বাষ্প পূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত গাত্রে বাঁধা পেয়ে ভাল বেয়ে উপরে উঠতে থাকে এবং শীতল ও ঘনীভূত হয়ে ঐ পর্বতগাত্রেই যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপে বৃষ্টি বলে।

জলীয়বাষ্প পূর্ণ বায়ু তার প্রবাহপথে অবস্থিত কোনো উঁচু পর্বতের যে ঢালে বাঁধা পায় তাকে প্রতিবাত ঢাল বলে। জলীয় বাষ্প পূর্ণ বায়ু প্রতিবাত ঢালে বাঁধা পেয়ে ক্রমশ উপরে উঠে প্রসারিত ও শীতল হয় এবং অবশেষে ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এছাড়াও অনেক সময় পর্বত শীর্ষে জমে থাকা বরফের সংস্পর্শে ওই বায়ুর সহজেই ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন পর্বতের অপর পাশে বা বিপরীত পাশে অনুবাদ ঢলে এসে পৌঁছায় তখন এতে জলীয় বাষ্প কমে যায় বলে বৃষ্টিপাত কম হয় একে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে।

যেমন – দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। তবে এই পর্বতমালার পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা সমূহে বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায়।

ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বঙ্গোপসাগরের সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, পূর্ব চিন সাগরে টাইফুন প্রভৃতি।

ঘূর্ণবৃষ্টি:

ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রে আকৃষ্ট হয়ে উষ্ণ আর্দ্র বায়ু ছুটে এসে কুন্ডুলীকারে বা ঘুরতে ঘুরতে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে।

কোনো কারনে উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পেলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে পার্শ্ববর্তী অঞ্চলের আর্দ্র বায়ু ঐ নিম্নচাপ কেন্দ্রে ছুটে এসে উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে গিয়ে শীতল ও ঘনীভূত হয়ে এই প্রকার বৃষ্টিপাত ঘটায়।

ঘূর্ণবৃষ্টি দুই প্রকার। যথা –

ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি:

ক্রান্তীয় অঞ্চলে প্রবল নিম্নচাপের সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উত্তপ্ত হয়। এরপর এই বায়ু কুণ্ডলাকারে প্রবল বেগে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে এই প্রকার বৃষ্টিপাত ঘটায়।

জুলাই-অক্টোবর মাসে বঙ্গোপসাগরীয় অঞ্চলে মাঝে মাঝেই ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ হয়।

নাতাশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি:

নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল ও উষ্ণ বায়ু পরস্পরের অভিমুখে প্রবাহিত হলে হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর ওপরে উঠে যায়। ফলে উষ্ণ বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে বিপরীতধর্মী এই দুই বায়ুর সীমান্ত বরাবর এই ধরনের বৃষ্টিপাত ঘটায়। একে সীমান্ত বৃষ্টিও বলে। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবৃষ্টি ঝিরঝিরে ও দীর্ঘস্থায়ী হয়।

FAQ/বহুচর্চিত প্রশ্নাবলী

বৃষ্টিপাত মাপার যন্ত্র কী?

বৃষ্টির পরিমাপক যন্ত্র Rain Gauge এর সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের বৃষ্টিপাত মাপা হয়। বৃষ্টিপাত সেমি ও ইঞ্চি এককে মাপা হলেও সেমি ও মিমি এককের ব্যবহার বর্তমানে বেশি।

স্লিট কাকে বলে?

বৃষ্টিকণা শীতল বায়ুস্তল ভেদ করে আসার সময় জমাট বেঁধে ছোটো ছোটো বরফ কণার আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে স্লিট বলে। স্লিটের সঙ্গে বৃষ্টিপাতও ঘটে।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!