আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের ধরন এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ভূমিকা:
আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তন 98.2 লক্ষ বর্গ কিলোমিটার। এদেশের ভূমি ব্যবহারের প্রধান প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলি হল –
ভূ-প্রকৃতি:
আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূ প্রকৃতি চার ভাগে বিভক্ত। যথা –
- পশ্চিমের পার্বত্য অঞ্চল, রকি পর্বত এখানে কর্ডিলেরা গঠন করেছে।
- রকি কর্ডিলেরা অঞ্চলে একাধিক পর্বত বেষ্টিত মালভূমি আছে।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে অ্যাপেলেশিয়ান উচ্চভূমি রয়েছে।
- দেশের বাকি অঞ্চলে নদী গঠিত সমভূমি, তৃণভূমি, মরুভূমি আছে।
নদনদী:
দেশের প্রধান নদী গুলি হল – মিসিসিপি, মিসৌরি, সেন্ট লরেন্স, স্নেক, আরকানসাস, কলোরাডো। এদের প্লাবনভূমি অঞ্চলে কৃষিকাজ, পশুপালন, শিল্প ও জনবসতি মূলক ব্যবহারের উপযোগী।
জলবায়ু:
আমেরিকা যুক্তরাষ্ট্রের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির।
মাটি:
দেশের অধিকাংশ জায়গায় প্রেইরি মাটি, কালো চার্নোজেম মাটি, চেস্টনাট ও বাদামী মাটি পাওয়া যায়। এই মাটি কৃষি ও পশুপালনের উপযুক্ত।
✓ জমি ব্যবহারের ধরণ:
আমেরিকা যুক্তরাষ্ট্রের জমির কয়েকটি প্রধান ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন –
- বনভূমির জন্য জমি (35%)।
- কৃষি কাজের জন্য জমি (24%)।
- তৃণভূমি ও পশুচারণের জন্য জমি (30%)।
- খনি, শিল্প, জনবসতি, ব্যবসা বাণিজ্য, পতিত জমি (11%)।
a. বনভূমির জন্য জমি:
আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমে পার্বত্য কর্ডিলেরা অঞ্চল সরলবর্গীয় বনভূমির অন্তর্গত। দেশের ৩৫ শতাংশ বেশি জায়গা বনভূমির অন্তর্গত।
b. কৃষিকাজের জন্য জমি:
- প্রেইরি তৃণভূমি হল দেশের প্রধান কৃষি ক্ষেত্র। এখানে বাণিজ্যিক ভিত্তিতে বৃহৎ আয়তনে গম চাষ করা হয়।
- কৃষি জমির অন্যান্য ব্যবহার গুলি হল বাণিজ্যিক ভিত্তিতে পশুপালন এবং ভুট্টা, তামাক, সোয়াবিন, তুলো, ধান, আখ, সবজি ও ফলের চাষ।
- এখানকার ক্যালিফোর্নিয়া, ওরিগন রাজ্যে একই জমিতে শস্য ও পশুপালনের উদ্দেশ্যে মিশ্র কৃষির জন্য জমি ব্যবহার করা হয়।
c. খনি ও শিল্পে জমি ব্যবহার:
আমেরিকা যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া, ওহায়ো এবং পশ্চিম ভার্জিনিয়াতে কয়লা উত্তোলন, কনসাস-ইলিনয়-ইন্ডিয়ানা রাজ্যে খনিজতেল উত্তোলনে জমি ব্যবহৃত হয়। এখানকার প্রধান শিল্প শহর গুলি হল – পিটসবার্গ (লৌহ ইস্পাত), ক্লিভল্যান্ড (লৌহ ইস্পাত), শিকাগো (ইঞ্জিনিয়ারিং, কাগজ, লৌহ ইস্পাত), ডেট্রয়েট (মোটরগাড়ি) ইত্যাদি।
d. জনবসতির জন্য জমির ব্যবহার:
আটলান্টিক উপকূলবর্তী সমগ্র পূর্ব দিক জুড়ে বিশ্বের বৃহত্তম পৌরবসতি অঞ্চল বা conarbation তৈরি হয়েছে। এখানকার উল্লেখযোগ্য শহর গুলি হল – বোস্টোন, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউ অর্লিয়েন্স ইত্যাদি। এছাড়া পশ্চিম উপকূলের পৌর বসতির মধ্যে লস এঞ্জেলস, সানফ্রান্সিসকো উল্লেখযোগ্য।
This post was updated on 2023-02-22 17:56:42.
Class 11 এর ফুল বই সাজেশন দিলে ভালো হতো।।
অবশ্যই দেয়া হবে