ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা কর।

ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি এই লেখাটিতে আলোচনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

ভূমিকা:

ভারত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং এর বিস্তৃতি সুবিশল হওয়ার জন্য জলবায়ুর মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য পরিলক্ষিত হয়। তবে মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত, উষ্ণতা ও আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে, এমনকি ভারতের অর্থনীতিও এই মৌসুমী বায়ুর উপর অনেকাংশ নির্ভরশীল। সেই কারণেই ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে।

ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য:

মৌসুমী বায়ুর প্রভাব:

ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন, বায়ুপ্রবাহ, উষ্ণতার পরিবর্তন প্রভৃতি বিভিন্ন বিষয় মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন এর উপর নির্ভর করে।

ঋতু পরিবর্তন:

ভারতের জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় দুটি বিপরীত ধর্মী মৌসুমী বায়ুর প্রভাবে – শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমী বায়ু এবং গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের প্রধান চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়।

বৃষ্টিপাতের অসম বন্টন:

ভারতের মোট বৃষ্টিপাতের ৯০% ঘটে মৌসুমী বায়ুর প্রভাবে।উত্তর-পূর্ব ভারতে যেখানে গড় বৃষ্টিপাত 300 থেকে 350 সেন্টিমিটার, সেখানে মধ্য ভারতে 100 থেকে 150 সেন্টিমিটার এবং রাজস্থানে 20 সেন্টিমিটারের কম।

অনিয়মিত ও অনিশ্চিত বৃষ্টিপাত:

মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ায় ভারতের বিভিন্ন অংশে প্রতিবছর সমানভাবে বৃষ্টি হয় না। কখনো অতি বৃষ্টির ফলে বন্যা, কখনো অনাবৃষ্টির ফলে খরা সৃষ্টি হয়।

আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল:

ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে গ্রীষ্মকালে বৃষ্টি হয় ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। আর শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে প্রত্যাগমন করে বলে জলবায়ু শুষ্ক প্রকৃতির হয়।

স্থানীয় বায়ুর প্রভাব:

বিভিন্ন প্রকার স্থানীয় বায়ু, যেমন – পূর্ব ভারতের কালবৈশাখী, উত্তর-পূর্ব ভারতে লু, আঁধি স্থানীয়ভাবে আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য:

ভারতের দক্ষিণ অংশ নিম্ন অক্ষাংশে অবস্থিত হওয়ায় জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। ভারতের মধ্য ও উত্তর অংশ সমুদ্র থেকে দূরে অবস্থান করায় জলবায়ুর মধ্যে চরমভাব লক্ষ্য করা যায়।

বছরে দুই বার বৃষ্টিপাত হয় এমন একটি স্থানের নাম লেখ।

দক্ষিণ ভারতের করমন্ডল উপকূলে বছরে দুই বার বৃষ্টিপাত হয়।

ভারতের কয়েকটি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। ‌

ভারতের কয়েকটি স্থানীয় বায়ুর নাম লু, আঁধি, কালবৈশাখী।

ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুপ্রবাহের নাম লেখ।

ভারতের প্রবাহিত একটি সামরিক বায়ুপ্রবাহের নাম মৌসুমী বায়ুপ্রবাহ।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!