ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হল। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

Read- শিলা সম্বন্ধীয় সংক্ষীপ্ত প্রশ্ন
ভূমিকা:
ইউরোপ মহাদেশ আয়তনের ছোটো হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হল উঁচু মালভূমি, নীচু ভূমি, পর্বতময় অঞ্চলও রয়েছে।
ভূপ্রকৃতি:
- দক্ষিণের পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বত শ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ-ব্লাঁ (৪৮০৭ মিটার) ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। আল্পস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিজ (ফ্রান্স-স্পেন সীমান্তে) সিয়েরা নেভেদা, ক্যান্টাব্রিয়ান (স্পেন), অ্যাপেনাইন (ইতালি), ডিনারিক আল্পস (সার্বিয়া, আলবানিয়া), পিন্ডাস (গ্ৰিস), রোডপ(বুলগেরিয়া, টার্কি), বলকান, ককেশাস, বোহেমিয়া প্রভৃতি পর্বত শ্রেণী।
ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ (5642 মিটার) ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ।
- বহু নদীর উৎপত্তি হয়েছে এই আল্পস পার্বত্য অঞ্চলে। এদের মধ্যে রোন, পো, দানিয়ুব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে। অপরদিকে সীন, রাইন, এলব প্রভৃতি নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরের বিশাল সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ, রাশিয়ার ডন ম্যাসিফ এইরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু হয়ে উত্তরের বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্যে দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে। এখানকার গড় উচ্চতা 180 মিটার।
- পূর্বে ভলডাই (৩০৫ মিটার) ও অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলেই উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে। যেমন – ল্যাডোগা (18,130 বর্গকিলোমিটার) ইউরোপের বৃহত্তম হ্রদ। এই সমভূমির উত্তর-পশ্চিমে নেদারল্যান্ড সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে পোল্ডার ভূমি।
- ইউরোপের উত্তর-পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। নরওয়ের ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাজ্যের গ্র্যাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত।
- ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে (ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি) এবং আইসল্যান্ডে (ক্রাফলা, হেকলা) বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়।
Read- পৃথিবীর পরিক্রমন সম্বন্ধীয় সংক্ষীপ্ত প্রশ্ন