ভূমির ব্যবহার বলতে কী বোঝো? শহরাঞ্চলের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য গুলি লেখ।

ভূমির ব্যবহার বলতে কী বোঝো এবং শহরাঞ্চলের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য গুলি এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

ভূমির ব্যবহার

Read- বয়স-লিঙ্গ পিরামিড কাকে বলে? বয়স-লিঙ্গ পিরামিডের শ্রেণীবিভাগ কর।

ভূমির ব্যবহার:

কোন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট এলাকায় মানুষ তার নিজস্ব সংস্কৃতি অনুসারে এবং আপন প্রয়োজনে জমির কার্যকারিতার উপর ভিত্তি করে বিক্ষিপ্তভাবে বা সামগ্রিকভাবে জমির যে ব্যবহারিক চরিত্র গড়ে তোলে, তাকে জমির ব্যবহার বা Land Use বলে।

ভূমির ব্যবহারের নিয়ন্ত্রক সমূহ:

ভূমির ব্যবহারকে যে সমস্ত কারণ প্রভাবিত করে সেগুলি হল –

  • জনসাধারণের সাংস্কৃতিক মান, আর্থসামাজিক প্রয়োজন ও বৈষয়িক চাহিদার মাত্রা।
  • জমির প্রাকৃতিক ও রাসায়নিক উৎকৃষ্টতা।
  • জমির মূল্য বা খাজনা ও জমির অর্থনৈতিক কার্যকারিতার মাত্রা।
  • জনবসতির ঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার। ‌
  • সরকারি নীতি ও প্রশাসনিক মদত।
  • জনসাধারণের আয়ের সুযোগ, আয়ের উৎস, প্রযুক্তিগত উন্নতি।
  • রাজনৈতিক স্থিতিশীলতা।

শহরাঞ্চলের ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য:

শহর হল সাধারণত শিল্প বা ব্যবসা-বাণিজ্য ভিত্তিক জনবসতি। শহরাঞ্চলের জমির ব্যবহারের ধরন গ্রামাঞ্চলের তুলনায় সম্পূর্ণ আলাদা। সমাজতত্ত্ববিদ্ বার্জেস এর মতানুসারে শহরের আভ্যন্তরীণ গঠন বৃত্তাকার। যেমন –

  1. শহরের কেন্দ্রস্থলে থাকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা (CBD – Central Business District)।
  2. CBD কে ঘিরে বস্তি, পুরাতন বাড়ি, শিল্প প্রতিষ্ঠান অবস্থান করে।
  3. তৃতীয় বলয়ে কলকারখানা, মধ্যবিত্তদের বসবাস অঞ্চল।
  4. Commuter বা নিত্যযাত্রীদের বসতির অবস্থা চতুর্থ বলয়ে।
  5. পঞ্চম বা শেষ বলয়ে ফাঁকা সবুজ পরিবেশে ধনী লোকেদের বাংলো বাড়ি।

তবে সব শহরের গঠন যে বৃত্তাকার হবে তার কোন সুনিশ্চিত নিয়ম নেই। হ্যারিস ও আলম্যানের মতে শহর বহুকেন্দ্রিক অর্থাৎ Multiple Nuclei। যেমন – কলকাতা শহরের ক্ষেত্রে দমদম, বরানগর, গড়িয়াহাট, বেহালা, যাদবপুর, টালিগঞ্জ।

শহর এলাকায় জমির ব্যবহারকত বৈশিষ্ট্য অনুসারে শহরের মধ্যে অনেকগুলি অঞ্চল থাকে। যেমন –

  • বাজার অঞ্চল বা Business District।
  • প্রশাসনিক অঞ্চল বা Administrative District।
  • বস্তি এলাকা অর্থাৎ Slum বা ঘেঁটো ( Ghetto)।
  • মধ্যবিত্ত লোকজনের বসবাস অঞ্চল।
  • উচ্চবিত্ত লোকজনের বসবাস অঞ্চল।
  • শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, হোটেল, থিয়েটার।
  • রেল স্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দর, নৌ বন্দর।
  • হাসপাতাল।
  • পার্ক, খেলার মাঠ।
  • ধর্মস্থান।
  • জলাশয়।
  • পথঘাট প্রভৃতি।

Read- ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

This post was updated on 2023-02-22 17:57:01.

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!