ব্রাজিলের জমির ব্যবহারের ধরন এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ভূমিকা:
ব্রাজিল দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলের একটি দেশ। এর ভৌগোলিক আয়তন 8.5 লক্ষ্য বর্গ কিলোমিটার। ব্রাজিলের বেশিরভাগ জায়গা জুড়ে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অবস্থিত, যার বেশিরভাগ অংশই অব্যবহৃত ও জনবিহীন।
ব্রাজিলের ভূমি ব্যবহারে নিয়ন্ত্রক:
ভূপ্রকৃতি:
ব্রাজিলের ভূপ্রকৃতি জমির ব্যবহারের ধরনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেমন –
- আমাজন অববাহিকা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ও ঘন বনভূমির অন্তর্গত।
- আমাজন অববাহিকার উত্তরে গায়না উচ্চভূমি গবাদি পশু পালন ও আখ চাষের উপযুক্ত।
- দক্ষিণ-পূর্ব দিকে ব্রাজিলের উচ্চভূমি কফি চাষের অনুকূল।
নদ-নদী:
আমাজন এবং তার উপনদী গুলি পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল।
জলবায়ু:
নিরক্ষীয় জলবায়ুর প্রভাব থাকায় কফি, রবার, কলা প্রভৃতি চাষের অনুকূল।
মৃত্তিকা:
ল্যাটেরাইট, পলিমাটি ও লাল বাদামি মাটি এখানকার প্রধান মাটি। ল্যাটেরাইট মাটি পলি মাটির মতো চাষবাসের অনুকূল নয়।
জমি ব্যবহারের ধরন:
a. বনভূমির জন্য জমি:
ব্রাজিলে বনভূমির অন্তর্গত জমির পরিমাণ সবথেকে বেশি (30%)। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অবস্থিত, যেটি সেলভা নামে পরিচিত। পৌর বসতি ও কৃষিকাজের জন্য বহুবছর ধরে সেলভা বনভূমি ধ্বংস করা হচ্ছে।
b. কৃষিকাজের জন্য জমি:
ব্রাজিল নিবিড় কৃষি ও বাগিচা কৃষির দেশ। নিবিড় কৃষি ব্যবস্থায় ছোটো ছোটো জমিতে ভুট্টা, তুলো, সবজি ও ডাল চাষ করা হয়। পক্ষান্তরে বাগিচা কৃষির অধীন বৃহৎ আয়তন কৃষিজাত গুলিতে আখ, কোকো, কফি এবং তেল উৎপাদনের জন্য পাম গাছ চাষ করা হয়। ব্রাজিলের কফি বাগিচা গুলিকে ফাজেন্ডা বলে।
সেলভার দক্ষিণ-পূর্বে ক্যাম্পাস, দক্ষিণে পম্পাস ও উত্তর-পশ্চিমে ল্যানোস তৃণভূমি পশুপালনের জন্য ব্যবহার করা হয়।
c. জনবসতির জন্য জমি:
ব্রাজিলের জনবসতি তিন ধরনের। যথা –
খনি ও শিল্প কেন্দ্র ভিত্তিক জনবসতি:
ইটাবিরা, মিনাস-গেরাইস হল লৌহ আকরিক উৎপাদন কেন্দ্র। লাফায়েত ম্যাঙ্গানিজ উত্তোলক কেন্দ্র।
ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রভিত্তিক জনবসতি:
রিও-ডি-জেনিরো, সাওপাওলো, আমাপা, মাকাপা, বেলেমে, ব্রাসিলিয়া, বেলো হরাইজন্তে ইত্যাদি।
কৃষিভিত্তিক জনবসতি:
এই জনবসতিগুলি প্রধানত গ্ৰামীণ বসতি। ব্রাজিলের অসংখ্য গ্ৰামীণ জনবসতি আছে।
This post was updated on 2023-02-22 17:56:34.