ভারতের পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ কর। দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের ভূমিকা ও গুরুত্ব লেখ।

ভারতের পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের ভূমিকা ও গুরুত্ব এই লেখাটিতে আলোচনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার কর।

ভারতের পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি:

ভৌগোলিক অবস্থান অনুযায়ী পরিবহনের মাধ্যমকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা –

  1. স্থলপথ,
  2. জলপথ,
  3. এবং আকাশ পথ।

এছাড়া নলপথ ও রজ্জুপথে পরিবহনের কাজ চলে।

1. স্থলপথ:

স্থলভাগে যে পথ গড়ে ওঠে তাকে স্থলপথ বলে। স্থলপথ দু ধরনের, যথা – সড়ক পথ ও রেলপথ।

2. জলপথ:

নদীপথ, খাল পথ ও সমুদ্র পথকে জলপথ বলে।

3. আকাশ পথ:

আকাশ বা বায়ু পথে প্রধান যান হল বিমান এবং হেলিকপ্টার।

4. নল পথ:

খনিজ তেল, জল প্রভৃতি নলপথে পরিবহন করা হয়। অসময়ের ডিগবয় অঞ্চলের অপরিশোধিত তৈল বিহারের বারাউনি তৈল শোধনাগারে নলপথের মাধ্যমে পরিবহন করা হয়।

5. রজ্জুপথ:

খনিজ দ্রব্য পরিবহনের জন্য, খনিজদ্রব্য উত্তোলনের ক্ষেত্রে রজ্জুপথ ব্যবহৃত হয়, উচ্চ পার্বত্য অঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে রজ্জুপথ ব্যবহৃত হয়।

দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের ভূমিকা ও গুরুত্ব:

পাকিস্তান থেকে অন্য স্থানে যাত্রী ও পণ্যের আদান-প্রদানের উদ্দেশ্যে গড়ে ওঠা যানবাহন ব্যবস্থাকেই পরিবহন বলে। পৃথিবীব্যাপী অর্থনৈতিক কার্যকলাপের মূলে রয়েছে পরিবহন ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ। পরিবহনের বহুবিধ গুরুত্বগুলি নিম্নরূপ –

1. যোগাযোগ রক্ষায়:

পরিবহন এক স্থানের সাথে অন্যস্থানকে সড়ক, বিমান ও নৌ পথে যুক্ত করে এবং উভয় স্থানের জনসাধারণের মধ্যে যোগসূত্র স্থাপন করে।

2. প্রাকৃতিক সম্পদ আহরণে:

পরিবহন ব্যবস্থার অভাবে পার্বত্য বা বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদকে অনেক সময় কাজে লাগানো যায় না। যেমন – নিরক্ষীয় বনভূমির গভীর অরণ্যে উপস্থিত বনজ সম্পদ।

3. শিল্পে:

কাঁচামাল সরবরাহ এবং কারখানা থেকে শিল্পজাত পণ্য ভোগ্যকেন্দ্রে প্রেরণে পরিবহনের গুরুত্ব অনস্বীকার্য, এমনকি পরিবহনের অভাবে শিল্প গড়ে তোলা সম্ভব নয়।

4. কৃষিতে:

বাণিজ্যিক কৃষি ব্যবস্থা উন্নত পরিবহন ব্যবস্থা ছাড়া গড়ে তোলা সম্ভব নয়। কৃষি জাতীয় উদ্বৃত্ত পণ্য বিক্রয় কেন্দ্রে পাঠানোর জন্য সুলভ অথচ দ্রুত উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন।

5. বসতি বিস্তার:

যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায় একসময় দুর্গম অঞ্চলে যেখানে বসবাসের কথা ভাবা যেত না, এখন সেখানেও জনবসতি বিস্তার ও বৃদ্ধি হচ্ছে।

6. বাণিজ্য প্রসার:

পণ্যের আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্পূর্ণরূপে পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে।

7. জাতীয় আয় বৃদ্ধি:

উন্নত পরিবহন দ্বারা কৃষি, খনিজ, শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে কোনো দেশের জাতীয় আয় বৃদ্ধি ঘটে।

8. জীবনযাত্রার মান উন্নয়ন:

দ্রুত সুলভ পরিবহন ব্যবস্থা অর্থনৈতিক কাজকর্মের সুযোগ বৃদ্ধি করে, জনসাধারণের উপার্জনের বৃদ্ধি ঘটলে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে।

9. আপৎকালীন অবস্থায়:

দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, ভূমিকম্প, বিদ্রোহ প্রভৃতি আপৎকালীন অবস্থার তৎক্ষণাৎ মোকাবিলা করার জন্য দ্রুত পরিবহনের গুরুত্ব খুব বেশি।

FAQ/ বহুচর্চিত প্রশ্নাবলী

জাতীয় সড়ক কাকে বলে?

কেন্দ্র সরকার কর্তৃক যেসব সড়ক পথগুলি বিভিন্ন রাজ্যের মধ্যে সংযোগ রক্ষা করে সেই সব সড়ক পথগুলিকে জাতীয় সড়ক পথ বলে। জাতীয় পথ গুলি 2 থেকে 6 লেন সম্পন্ন হয়ে থাকে। যেমন – NH-36, NH-2, NH-7।

রাজ্য সড়ক কাকে বলে?

যে সড়ক পথগুলি রাজ্য সরকার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে সেই সড়ক পথগুলিকে রাজ্য সড়ক পথ বলে। এই সড়ক পথগুলি সাধারনত রাজ্যের রাজধানী ও জেলার সদর কার্যালয় বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!