ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

ভারতের খনিজ সম্পদ সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

কালো হীরে কাকে বলে?

কয়লাকে কালো হীরে বলা হয়।

ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি?

দামোদর উপত্যকার কয়লা বলায় ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল।

সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার নাম কি?

সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার নাম অ্যানথ্রেসাইট।

ভারতে বেশিরভাগ কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়?

ভারতে বেশিরভাগ বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়।

লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহৃত হয় সেটি কি নামে পরিচিত?

লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহৃত হয় সেটি পিট কয়লা নামে পরিচিত।

কয়লা কত প্রকার ও কি কি?

কয়লা প্রধানত চার প্রকার। যথা – অ্যানথ্রেসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট।

ভারতে মূলত কোন কোন যুগের কয়লা পাওয়া যায়?

ভারতের মূলত দুটি সময়ের কয়লা পাওয়া যায়। যথা – গন্ডোয়ানা যুগের কয়লা এবং টার্শিয়ারি যুগের কয়লা।

ভারতের অধিকাংশ কয়লা কোন যুগের?

ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের।

দামোদার উপত্যকার বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি?

দামোদর উপত্যকার বৃহত্তম কয়লা খনি অঞ্চল হলে ঝরিয়া।

গণ্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায় এমন কয়েকটি জায়গার নাম লেখ।

পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, ঝাড়খণ্ডের ঝরিয়া, মধ্যপ্রদেশের সিঙ্গারাউলি, তাতাপানি প্রভৃতি জায়গায় গণ্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়।

টার্শিয়ারি যুগের কয়লা পাওয়া যায় এমন কয়েকটি জায়গার নাম লেখো।

অসমের মাকুম ও মিকির পাহাড়, অরুণাচল প্রদেশে, পশ্চিমবঙ্গের দার্জিলিং এর কাছে বাগরাকোট ও কালিম্পং অঞ্চলে, রাজস্থানের বিকানীর জেলার পালান এলাকায়, গুজরাটের কচ্ছ প্রভৃতি জায়গায় টার্শিয়ারি যুগের কয়লা পাওয়া যায়।

ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি?

ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম নেভেলি(দক্ষিণ ভারতের)।

বর্তমানে ভারত কয়লা উত্তোলনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে আছে?

বর্তমানে ভারত কয়লা উত্তোলনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে আছে।

কাকে তরল সোনা বলা হয়?

পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বলা হয়।

আধুনিক শিল্পদানব কাকে বলে?

পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে।

ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার টির নাম কি?

গুজরাটের জামনগর ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার।

আকরিক লোহা কত প্রকার ও কি কি?

আকরিক লোহা প্রধানত চার প্রকার। যথা – ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমনাইট ও সিডেরাইট।

সব থেকে উৎকৃষ্ট মানের আকরিক লোহার নাম কি?

সব থেকে উৎকৃষ্ট মানের আকরিক লোহার নাম ম্যাগনেটাইট।

ONGC এর পুরো অর্থ কি?

ONGC এর পুরো অর্থ Oil and Natural Gas Corporation।

ভারতের প্রাচীনতম তৈলখনি টির নাম কি?

ভারতের প্রাচীনতম তৈলখনিটি হল অসমের ডিগবয়।

অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি?

অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম বক্সাইট।

OIL এর পুরো কথা কি?

oIL এর পুরো কথা Oil Indian Limited।

ভারতের কোথায় প্রথম তৈল খনি আবিষ্কৃত হয়?

1867 খ্রিস্টাব্দে অসমের ডিগবয়ে প্রথম তৈলখনি আবিষ্কৃত হয়।

পশ্চিমবঙ্গের একমাত্র তৈল শোধনাগার এর নাম লেখ।

পশ্চিমবঙ্গের হলদিয়াতে একমাত্র তৈল শোধনাগার আছে আছে। এটি 1975 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে।

OPEC কথাটির পুরো অর্থ কি?

OPEC কথাটির পুরো অর্থ Organisation of Petroleum Exporting Countries।

ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থা কোনটি?

ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থাটি হল ONGC।

ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ONGC এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত।

ভারতের বৃহত্তম তৈল খনিটির নাম কি?

ভারতের বৃহত্তম তৈল খনির নাম মুম্বাই হাই।

ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনির নাম কি?

ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনিটির নাম আংকেলেশ্বর।

ভারত তথা বিশ্বের একক বৃহত্তম তৈল খনির নাম কি?

বিশ্বের একক বৃহত্তম তৈল খনির নাম ঝাড়খণ্ডের চিরিয়া।

ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রটির নাম কি?

ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত প্রধান কেন্দ্রটির নাম বোকারো, জামশেদপুর।

কাকে ভারতের রূঢ় বলা হয়?

দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়।

ভারতের কোথায় স্পঞ্জ আয়রন কারখানা আছে?

অন্ধ্রপ্রদেশের কোথাগুডেমে স্পঞ্জ আয়রন কারখানা আছে।

ভারতের প্রথম লৌহ কারখানা কোথায় অবস্থিত?

ভারতের প্রথম লৌহ কারখানা তামিলনাড়ুর কৌটো-নো-ভো তে অবস্থিত।

সকল শিল্পের মেরুদন্ড কাকে বলে?

আকরিক লোহাকে সকল শিল্পের মেরুদন্ড বলে।

বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী প্ল্যাটফর্ম দুটির নাম লেখ।

বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী প্ল্যাটফর্ম দুটি হল সাগর সম্রাট ও সাগর বিকাশ।

ছত্রিশগড়ের সর্বশ্রেষ্ঠ আকরিক লোহা ক্ষেত্র কোনটি?

ছত্রিশগড়ের সর্বশ্রেষ্ঠ আকরিক লোহাক্ষেত্র হল বাইলাডিলা।

পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়?

পশ্চিমবঙ্গের বক্সাদুয়ারে মিডনাইট কয়লা পাওয়া যায়।

আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত তম?

উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ।

খনিজ তেলের একটি উপজাত দ্রব্যের নাম লেখ।

গ্যাসোলিন খনিজ তেলের একটি উপজাত দ্রব্য।

Read- পর্বত কাকে বলে? উদাহরণসহ পর্বতের শ্রেণিবিভাগ কর।

This post was updated on 2023-02-22 17:57:09.

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!