উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখ এই লেখাটিতে আলোচনা করা হল। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।
.png)
জলবায়ু:
উত্তর আমেরিকা মহাদেশের আবৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। মহাদেশের উত্তরের অংশ বেশি চওড়া। মধ্যভাগের অঞ্চল গুলো সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু মহাদেশীয় বা চরম প্রকৃতির। আবার দক্ষিণ দিকের অংশ সরু। এই অংশ সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় জলবায়ু সামুদ্রিক বা সমভাবাপন্ন প্রকৃতির। উত্তর আমেরিকার জলবায়ুকে প্রধানত সাতটি ভাগে ভাগ করা যায় নীচে এই সম্পর্কে আলোচনা করা হল –
a. তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ:
অবস্থান:
উত্তর আমেরিকা মহাদেশের উত্তর অংশ, পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত এবং গ্রিনল্যান্ড।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. এখানে বছরে 8 থেকে 9 মাস শীতকাল এবং তিন থেকে চার মাস গ্রীষ্মকাল থাকে।
2. শীতকালে মাঝে মাঝে তুষার পাতা তুষারঝড় হয়।
3. এই অঞ্চলে কেবলমাত্র গ্রীষ্মকালেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে সামান্য বৃষ্টিপাত হয়।
4. গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 10°C এবং শীতকালীন গড় তাপমাত্রা -20°C।
5. বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৫ সেন্টিমিটার এর কম হয়।
স্বাভাবিক উদ্ভিদ:
মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অলডার প্রভৃতি।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
- এখানকার অধিকাংশ উদ্ভিদই শৈবাল ও গুল্ম জাতীয়।
- গ্রীষ্মে ভূমি কিছুদিনের জন্য বরফমুক্ত হলে মস, লাইকেন এবং কিছু বাহারি ফুলের উদ্ভিদ জন্মায়।
- যেসব স্থানে ভূমি একটু বেশি দিন বরফমুক্ত থাকে সেখানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি খর্বাকৃতি গাছের কিছু ঝোপঝাড় দেখা যায়, এদের ঝোপ তুন্দ্রা বলে।
b. তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য:
অবস্থান:
তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. এই অঞ্চলে সল্প স্থায়ী গ্রীষ্মকালের প্রারম্ভে অল্প বৃষ্টিপাত হয়।
2. শীতকালীন প্রবাল তুষারপাত এই জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
3. সরলবর্গীয় তৈগা বনভূমির অবস্থান এর কারণে এই জলবায়ুকে তৈগা জলবায়ু বলা হয়।
4. এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 10°C এবং শীতকালীন গড় তাপমাত্রা -30°C।
5. বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 30 সেন্টিমিটার হয়।
স্বাভাবিক উদ্ভিদ:
পাইন, ফার প্রভৃতি।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. গাছগুলি শঙ্কু আকৃতির, পাতাগুলি সরু ও সূচালো এবং গাড়ো সবুজ বর্ণের হয়।
2. সরলবর্গীয় গাছের কাঠ নরম হয় বলে একে নরম কাঠের অরণ্য বলা হয়।
c. লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য:
অবস্থান:
সরলবর্গীয় অরণ্যাঞ্চলের দক্ষিণ-পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্ব উপকূল ভাগ।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. এই অঞ্চলে গ্রীষ্মকাল মৃদু তবে দক্ষিণ অংশে যথেষ্ট উষ্ণ ( গড় উষ্ণতা 18°C-24°C পর্যন্ত)।
2. এই অঞ্চলের উত্তর অংশে শীতকাল দীর্ঘস্থায়ী এবং যথেষ্ট শীতল ( উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে)।
3. দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়, প্রায় 50 থেকে 100 সেন্টিমিটার।
4. শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে শীতকালে উপকূলভাগ বেশ শীতল থাকে।
স্বাভাবিক উদ্ভিদ:
ওক, ম্যাপল, এলম, অ্যাস প্রভৃতি পাতাঝরা উদ্ভিদ এবং পাইন, ফার জাতীয় সরলবর্গীয় উদ্ভিদ।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. এই অরণ্যের আদি সুতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশন ঘটে, তাই এগিয়ে মিশ্র অরণ্য বলে।
2. শরৎকালে গাছগুলির পাতা লাল, হলদে বা কমলা হয়ে যায় এবং তারপর এগুলি ঝরে পড়ে যায়, তাই শরৎকালকে এখানে ‘fall’ বলা হয়।
d. শীতল নাতীশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি:
অবস্থান:
মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর রকি পার্বত্য অঞ্চল ও বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগ।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় জলবায়ু চরমভাবাপন্ন।
2. এই জলবায়ুর আরেক নাম প্রেইরি জলবায়ু।
3. গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে।
স্বাভাবিক উদ্ভিদ:
আলফালফা, চাপড়া, শিষ প্রভৃতির তৃণজাতীয় উদ্ভিদ।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায় তৃণভূমির দৈর্ঘ্য পশ্চিম থেকে পূর্বে ক্রমশ বাড়তে থাকে।
2. মূলত স্বল্প দৈর্ঘ্যের তৃণই এই অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ, তবে যেখানে একটু বেশি জল পাওয়া যায় সেখানে বার্চ, উইলো প্রভৃতি বড় গাছও জন্মায়।
3. এখানে বিক্ষিপ্তভাবে কিছু ঝোপঝাড় এবং কাঁটাঝোপও দেখা যায়।
e. ক্রান্তীয় উষ্ণ-আদ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য:
অবস্থান:
মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত পানামা, কোস্টারিকা, হন্ডুরাস প্রভৃতি দেশ সমূহে এবং মেক্সিকোর দক্ষিণাংশ ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. নিরক্ষীয় জলবায়ুর মতো এখানে সারা বছরই যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয় ( প্রায় 100-200 cm), তাই এখানকার জলবায়ু উষ্ণ-আর্দ্র প্রকৃতির।
2. মাঝেমধ্যেই এই অঞ্চলে প্রবল ক্রান্তীয় ঘূর্ণবাত ‘হ্যারিকেনের’ আবির্ভাব ঘটে।
3. শীতকালীন গড় উষ্ণতা 20°C এবং গ্ৰীষ্মকালীন গড় উষ্ণতা 40°C।
স্বাভাবিক উদ্ভিদ:
মেহগনি, পাম, আবলুস, রবার, কোকো প্রভৃতি চিরহরিৎ উদ্ভিদ।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. এই সকল উদ্ভিদের কাঠ অত্যন্ত শক্ত প্রকৃতির।
2. গাছগুলি দীর্ঘাকার হয় বিভিন্ন প্রজাতির বৃক্ষের একত্র সমাবেশ দেখা যায়।
3. বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘন ভাবে জন্মায় ফলে পাশাপাশি অবস্থিত গাছগুলির পাতা একত্রে মিশে গিয়ে বৃহৎ চাঁদোয়ার সৃষ্টি করে।
f. ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য:
অবস্থান:
মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশে ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. এই অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের মতো অর্থাৎ আর্দ্র শীত ও শুষ্ক গ্রীষ্ম এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
2. গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21°C থেকে 27°C এবং শীতকালীন গড় উষ্ণতা 10°C।
3. এখানে সারাবছরই রোদ ঝলমলে আবহাওয়া এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।
4. দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় এবং শুষ্ক ও উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে গ্ৰীষ্মকাল বৃষ্টিহীন হয়।।
5. গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 cm হয়।
স্বাভাবিক উদ্ভিদ:
অলিভ, জলপাই, কর্ক, উইলো এবং আঙুর, কমলালেবু প্রভৃতি ফলের গাছ।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. গাছগুলির পাতা ও কান্ড পুরো মোমজাতীয় আবরণে ঢাকা থাকে।
2. গ্রীষ্মকাল শুষ্ক হওয়ায় গাছের শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়।
g. উষ্ণ-মরু জলবায়ু ও মরু উদ্ভিদ:
অবস্থান:
পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত এবং সংলগ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশ, সোনরান মরুভূমি।
জলবায়ুর বৈশিষ্ট্য:
1. এখানের গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী ও প্রচন্ড উষ্ণ এবং শীতকাল মৃদু প্রকৃতির।
2. গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে উষ্ণতার পার্থক্য যথেষ্ট বেশি।
3. গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 35°C এবং শীতকালীন গড় উষ্ণতা 15°C।
4. বৃষ্টিপাতের পরিমাণমান অত্যন্ত কম হওয়ায় (প্রায় 25cm এর কম) এখানকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে।
স্বাভাবিক উদ্ভিদ:
অ্যাকাসিয়া, বাবলা, ফনীমনসা, যশুয়া প্রভৃতি।
স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য:
1. বৃষ্টিপাতের অভাবে অধিকাংশ গাছই ঝোপ-গুল্ম জাতীয় হয়।
2. অত্যন্ত শুষ্ক জলবায়ুর সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য এদের মূল সুদীর্ঘ হয়।
3. শুষ্ক ঋতুতে পাতাগুলি কাঁটায় পরিণত হয়।
Please share a note on the topic of the rivers of North America and Prairi Grassland in bengali language
ok