প্র্যাটের তত্ত্ব সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ভূমিকা:
1859 খ্রীস্টাব্দে গণিতবিদ J.H.Prat সমস্থিতি সম্পর্কে একটি আলাদা তত্ত্ব প্রস্তাব করেন। ভূত্বকীয় খণ্ডগুলির ঘনত্বের পার্থক্যই প্র্যাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তি। তত্ত্বের মূল বক্তব্য হল –
তত্ত্বের মূল বক্তব্য:
এই তত্ত্ব অনুযায়ী কঠিন ভূত্বকের নীচের অংশে এমন একটি তল আছে, যার নীচে অনুভূমিক ভাবে বিন্যস্ত শিলা সমূহের ঘনত্ব অনুভূমিকভাবে প্রায় একই থাকে। ভূত্বকের নীচের অংশে কল্পিত তলটিকে প্র্যাট প্রতিপূরণ বা প্রতিবিধান তল নামে অভিহিত করেছেন।
ভাসমান ভূ-ত্বককে তিনি কতগুলি স্তম্ভ রূপে কল্পনা করেছেন যেগুলি প্রতিবিধান তলের একক ক্ষেত্রমানের ওপর সমান চাপ প্রয়োগ করে নিজে নিজে ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। হালকা শিলায় গঠিত ভূ-ত্বকীয় অংশের উচ্চতা, ভারী শিলায় গঠিত অংশের তুলনায় বেশি হবে। ভূ-ত্বকীয় অংশের উচ্চতার সঙ্গে শিলার ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক।
পর্বত মালভূমি অপেক্ষা, মালভূমি সমভূমি অপেক্ষা এবং সমভূমি সমুদ্রের তলদেশ অপেক্ষা হালকা শিলায় গঠিত। শিলার ঘনত্বের সঙ্গে উচ্চতার সম্পর্ক ব্যস্তানুপাতিক হওয়ায় পর্বত মালভূমি অপেক্ষা, মালভূমি সমভূমি অপেক্ষা এবং সমভূমি সমুদ্র তলদেশ অপেক্ষা প্রতিবিধান তলের সাপেক্ষে বেশি উঁচুতে অবস্থান করে।
পরীক্ষা:
এই তথ্যটি সমর্থনের জন্য একটি পারদ পূর্ণ পাত্রে একই ব্যাসার্ধের বিভিন্ন ঘনত্ব যুক্ত একই ওজনের সিসা (11.4), লোহা (7.86), টিন (7.30) ও দস্তা(7.14) স্তম্ভ ভাসিয়ে দিয়ে লক্ষ্য করেন যে স্তম্ভ গুলি প্রতিপূরণ তলের ওপর সমান চাপ দিয়ে বিভিন্ন উচ্চতায় ভাসছে। হালকা স্তম্ভ গুলি বেশি উচ্চতায় এবং ভারী স্তম্ভ গুলি বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। দেখা যায় যে পদার্থের ঘনত্ব অনুযায়ী এই স্তম্ভ গুলি বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে।
সিদ্ধান্ত:
এই প্রকার পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, ভূত্বকীয় খণ্ডগুলির যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম এবং যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি। ভুতকীয় খন্ড গুলির উচ্চতা তাদের ঘনত্বের সঙ্গে বিপরীতভাবে সম্পর্কযুক্ত অর্থাৎ ব্যস্তানুপাতিক।
সমালোচনা:
- প্র্যাট আস্থেনোস্ফিয়ারের বিস্তৃত যে প্রতিপূরণ তলের ধারণা দিয়েছেন তা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানের ক্ষয়ের ফলে প্রতিপূরণ তল কিছুটা উঠবে আবার সঞ্চয়ের ফলে তল কিছুটা অবনমিত হবে। তাই প্রতিপূরণ তল সব সময় সমভাবে সমান্তরালে অবস্থান করবে এটা ঠিক নয়।
- ভূ-ত্বকীয় খন্ডগুলির প্রত্যেকটির সর্বত্র যে নির্দিষ্ট মাত্রায় ঘনত্ব থাকবে তার সম্ভব নয়।
গুরুত্ব:
প্র্যাটই প্রথম ভূ-ত্বকের খন্ডগুলির অসমঘনত্ব ও সমগভীরতায় অবস্থানের কথা বলেন। এটি সমস্থিতি ধারণার একটি স্বতন্ত্র দিক।