আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
Read- মৃত্তিকার অবনমন বলতে কী বোঝো এবং নিয়ন্ত্রণের উপায় লেখ।

উন্নয়ন কাকে বলে?
উন্নয়ন বলতে সাধারণ ভাবে একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নয়নকে বোঝায়।
GDP এর পুরো নাম কি?
GDP এর পুরো নাম Gross Domestic Product।
পরিকল্পনা অঞ্চল কী?
প্রথাগত এবং কার্যকরি অঞ্চল যখন একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন অঞ্চল গড়ে তোলে তখন তাকে পরিকল্পনা অঞ্চল বলে।
পরিকল্পনা অঞ্চলকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি?
পরিকল্পনা অঞ্চলকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা – 1. বৃহৎ পরিকল্পনা অঞ্চল, 2. মাঝারি পরিকল্পনা অঞ্চল, ও 3. ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল।
একটি বৃহৎ পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও।
একটি বৃহৎ পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল – ভারত উপদ্বীপিয় মালভূমি।
একটি মাঝারি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও।
একটি মাঝারি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল – দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC।
একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও।
একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল – হলদিয়া।
কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়?
1952 সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়।
বৃহৎ অঞ্চলের পরিকল্পনা রচনা ও রূপায়নের জন্য ভারত সরকার কী গঠন করে?
বৃহৎ অঞ্চলের পরিকল্পনা রচনা ও রূপায়নের জন্য ভারত সরকার পরিকল্পনা কমিশন গঠন করে।
বৃহৎ পরিকল্পনা অঞ্চলকে কেন্দ্রীভূত পরিকল্পনা বলে কেন?
বৃহৎ পরিকল্পনা অঞ্চল জাতীয় পরিকল্পনার পদ্ধতিকে নির্দেশ করে বলে এই পরিকল্পনাকে কেন্দ্রীভূত পরিকল্পনা বলে।
বৃহৎ পরিকল্পনা অঞ্চলকে কয়ভাগে ভাগ করা যায় ওকী কী?
বৃহৎ পরিকল্পনা অঞ্চলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা – 1. স্বল্প মেয়াদী, 2. মধ্য মেয়াদী ও 3. দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।
DPDC এর পুরো নাম কি?
DPDC এর পুরো নাম হল – District Planning and Development Council।
ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি?
ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা – 1. জেলা স্তর, 2. ব্লক স্তর, ও 3. পঞ্চায়েত স্তর।
কোন ধরনের উন্নয়নে পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হয়?
স্থিতিশীল উন্নয়নে পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হয়।
অঞ্চল কী?
সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী সমধর্মী এলাকাকে অঞ্চল বলে।
কে, কতসালে ভারতকে প্রথম পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন?
1961 সালে K.S.Ramchandran ভারতকে প্রথম পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন।
দুর্গাপুর, মাইথন, পাঞ্চেতে নির্মিত জলাধার কোন পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত?
দুর্গাপুর, মাইথন, পাঞ্চেতে নির্মিত জলাধার মাঝারি পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত।
ভারতের কততম রাজ্য হিসাবে কতসালে ছত্তিশগড় রাজ্যের উদ্ভব হয়?
2000 সালের 1 লা নভেম্বর, ভারতের 26তম রাজ্য হিসেবে ছত্তিশগড় রাজ্যের উদ্ভব হয়।
কোন রাজ্য থেকে ছত্তিশগড় সৃষ্টি হয়?
মধ্যপ্রদেশ রাজ্য থেকে ছত্তিশগড় সৃষ্টি হয়।
ছত্তিশগড়ের রাজধানীর নাম কি?
ছত্তিশগড়ের রাজধানীর নাম রায়পুর।
ছত্তিশগড় রাজ্যের প্রধান খনিজ সম্পদ কী কী?
ছত্তিশগড় রাজ্যের প্রধান খনিজ সম্পদ কয়লা, আকরিক লোহা।
ছত্তিশগড় কোন শিল্পে উন্নত?
ছত্তিশগড় পর্যটন শিল্পে উন্নত।
ভারতের নায়াগ্রা কাকে বলে?
ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত কে ভারতের নায়াগ্রা বলে।
কোন শহরকে গার্ডেন সিটি/ উদ্যান নগরী/ সিলিকন ভ্যালি বলে?
বেঙ্গালুরুকে গার্ডেন সিটি/ উদ্যান নগরী/ সিলিকন ভ্যালি বলে।
বেঙ্গালুরু কোন শিল্পের জন্য বিখ্যাত?
বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পের জন্য বিখ্যাত।
হলদিয়া বন্দর কতসালে চালু হয়?
1977 সালে হলদিয়া বন্দর চালু হয়।
হলদিয়া বন্দরের অবস্থান লেখ।
পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ-পূর্ব প্রান্তে হুগলি ও হলদি নদীর মিলনস্থলে হলদিয়া বন্দর অবস্থিত।
মানব উন্নয়ন কী?
মানুষের জীবনযাত্রার বহুবিধ আর্থসামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা ইত্যাদির উন্নয়নকে মানব উন্নয়ন বলে।
সর্বপ্রথম কে মানব উন্নয়ন সূচকের ধারণা উপস্থাপিত করেন?
পাকিস্তানি অর্থনীতিবিদ মেহেবুব উল হক 1990 সালে সর্বপ্রথম মানব উন্নয়ন সূচকের ধারণা উপস্থাপিত করেন।
BIMARU রাজ্য কী?
মানব উন্নয়নের সূচকের মাপের নিরিখে সর্বনিম্নমানের রাজ্যকে BIMARU রাজ্য বলে।
মানব উন্নয়ন সূচকের মান কত?
মানব উন্নয়ন সূচকের মান ‘0’ থেকে ‘1’ এর মধ্যে থাকে।
উন্নয়ন পরিমাপ করার অন্যতম সূচক কী?
উন্নয়ন পরিমাপ করার অন্যতম সূচক মোট অভ্যন্তরীণ উৎপাদন।
উন্নয়নের প্রক্রিয়াটি কিরূপ?
উন্নয়নের প্রক্রিয়াটি বহুমূখী ও গতিশীল।
কতসালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্ৰহণ করা হয়?
1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্ৰহণ করা হয়।
ছত্তিশগড় রাজ্যের প্রধান কৃষিভিত্তিক শিল্প কী?
ছত্তিশগড় রাজ্যের প্রধান কৃষিভিত্তিক শিল্প চাল উৎপাদন।
ভারতের একমাত্র টিন উৎপাদনকারী রাজ্য কী?
ছত্তিশগড় ভারতের একমাত্র টিন উৎপাদনকারী রাজ্য।
ছত্তিশগড়ের কোথায় ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে?
ছত্তিশগড়ের মিলাইতে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে।
ছত্তিশগড়ের একটি ধাতব শিল্প প্রতিষ্ঠানের নাম লেখ।
ছত্তিশগড়ের একটি ধাতব শিল্প প্রতিষ্ঠানের নাম জিন্দাল।
This post was updated on 2023-02-22 17:56:55.