উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।
Read- উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও।
.png)
পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
ভারতের প্রথম প্রীতি উপগ্রহের নাম আর্যভট্ট।
ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি?
ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা।
NASA প্রেরিত প্রথম উপগ্রহের নাম কি?
NASA প্রেরিত প্রথম উপগ্রহের নাম TRIOS-1।
পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ।
পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহের নাম চাঁদ।
মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে?
মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলে।
Read- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
জিওস্টেশনারি উপগ্রহ কাকে বলে?
যে সকল কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর কোন একটি স্থানের সাপেক্ষে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সমান সময়ে পৃথিবীর চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে তাদের জিওস্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ বলে।
জিওস্টেশনারি উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে অবস্থান করছে?
জিওস্টেশনারি উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে 36000 কিমি উপরে অবস্থান করছে।
জিওস্টেশনারি উপগ্রহের অপর নাম কি?
জিওস্টেশনারি উপগ্রহের অপর নাম – Environmental Monitoring Satellite।
ভারতের একটি জিওস্টেশনারি উপগ্রহের নাম লেখ।
ভারতের একটি জিওস্টেশনারি উপগ্রহ হল – INSAT।
জাপানের একটি জিওস্টেশনারি উপগ্রহের নাম লেখ।
জাপানের একটি জিওস্টেশনারি উপগ্রহের নাম হল – GMS।
সানসিনক্রোনাস উপগ্রহ কাকে বলে?
যে সকল কৃত্রিম উপগ্রহগুলি সূর্যের আপতন কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর পরিক্রমণ করে চলেছে তাদের সানসিনক্রোনাস উপগ্রহ বলে।
সানসিনক্রোনাস উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপরে অবস্থান করে?
সানসিনক্রোনাস উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে 700-900 কিমি উপরে অবস্থান করে।
সানসিনক্রোনাস উপগ্ৰহের অপর নাম কি?
সানসিনক্রোনাস উপগ্ৰহের অপর নাম – Resource Monitoring Satellite।
কয়েকটি সানসিনক্রোনাস উপগ্ৰহের নাম লেখ।
কয়েকটি সানসিনক্রোনাস উপগ্ৰহের নাম হল – IRS, SPOT, LANDSAT ইত্যাদি।
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে?
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে।
ভারতের মহাকাশ গবেষণাগারের নাম কি?
ভারতের মহাকাশ গবেষণাগারের নাম ISRO।
ISRO এর পুরো নাম কি?
ISRO এর পুরো নাম Indian Space Research Organization।
ISRO কোথায় অবস্থিত?
ISRO বেঙ্গালুরুতে অবস্থিত।
রিমোট সেন্সিং শব্দের অর্থ কি?
রিমোট সেন্সিং শব্দের অর্থ দূর সংবেদন।
দূর সংবেদন কাকে বলে?
কোন বস্তু বা উপাদান কে স্পর্শ না করে দূর থেকে ওই বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের পদ্ধতিকে দূর সংবেদন বলে।
দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া কি?
দূর সংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া হল – রাশিতথ্য আহরণ ও বিশ্লেষণ।
দূর সংবেদন ব্যবস্থাকে কি কি ভাগে ভাগ করা যায়?
দূর সংবেদন ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা যায় – বিমান চিত্র ও উপগ্ৰহ চিত্র।
বিমান চিত্র কাকে বলে?
বিমানে বা বেলুনে স্থাপিত ক্যামেরার সাহায্যে প্রচলিত পদ্ধতিতে চিত্রগ্ৰহণকে বিমান চিত্র বলে।
উপগ্রহ চিত্র কাকে বলে?
পৃথিবীর প্রদক্ষিনকারী উপগ্রহের সাহায্যে গৃহীত সংখ্যামান বিশ্লেষণ করে প্রস্তুত চিত্রকে উপগ্রহ চিত্র বলে।
উপগ্রহ চিত্রকে রঙের মিশ্রণ অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়?
উপগ্রহ চিত্রের রঙের মিশ্রণ অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। যথা – 1. সাদা কালো উপগ্রহ চিত্র, 2. ধূসর চিত্র, 3. বহু বর্ণালী চিত্র।
সেন্সর কাকে বলে?
সংখ্যমান (ডিজিটাল পরিসংখ্যান) আকারে বিভিন্ন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের যন্ত্র বা ক্যামেরাকে সেন্সর বলে।
সেন্সর কত প্রকার ও কি কি?
স্যার মূলত দুই প্রকার। যথা – একটিভ সেন্সর ও প্যাসিভ সেন্সর।
ভারতের মহাশূন্য থেকে ছবি তোলার কাজ কবে শুরু হয়?
ভারতের মহাশূন্য থেকে ছবি তোলার কাজ শুরু হয় ১৯৯০ সালে।
ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় কি থেকে?
জরিপ থেকে ভূবৈচিত্র্য মানচিত্র আঁকা হয়।
Survey of India কবে প্রতিষ্ঠিত হয়?
Survey of India 1767 সালে প্রতিষ্ঠিত হয়।
Survey of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Survey of India এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত।
Survey of India এর শাখা দপ্তর কোথায় অবস্থিত?
Survey of India এর শাখা দপ্তর কলকাতার উড স্ট্রিটে অবস্থিত।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল কত?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল – 1:1000000।
মিলিয়ন শিটে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত?
মিলিয়ন শিটে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার 4°*4° ।
মিলিয়ন শিটের মানচিত্রের সূচক মান কত হবে?
মিলিয়ন শিটের মানচিত্রের সূচক মান হবে 73, 84 ইত্যাদি।
টোপোশিটের কোন দিকে স্কেল উল্লেখ করা থাকে?
টোপোশিটের উত্তর-পূর্ব দিকে স্কেল উল্লেখ করা থাকে।
টোপো শিটে লাল রঙ দিয়ে কি কি দেখানো হয়?
টোপো শিটে লাল রঙ দিয়ে জনবসতি ও রাস্তাঘাট দেখানো হয়।
স্বাভাবিক উদ্ভিদকে টোপো শিটে কি রঙে দেখানো হয়?
স্বাভাবিক উদ্ভিদকে টোপো শিটে সবুজ রঙ দিয়ে দেখানো হয়।
টোপো মানচিত্রে জাতীয় সড়কের নির্দেশক চিহ্ন কি?
টোপো মানচিত্রে জাতীয় সড়ককে NH চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়।
EMR এর পুরো অর্থ কি?
EMR এর পুরো অর্থ – Electro Magnetic Radiation।
Read- সমুদ্রস্রোত কাকে বলে? মানবজীবনে সমুদ্রস্রোতের প্রভাব লেখ।