মৃত্তিকার অবনমন বলতে কী বোঝো এবং নিয়ন্ত্রণের উপায় এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।
Read- পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।

মৃত্তিকার অবনমন:
প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের ফলে যখন মৃত্তিকার রাসায়নিক ধর্মের অসমাপ পরিবর্তন ঘটে এবং তার ফলে মৃত্তিকার গুণমান নষ্ট হয়, মৃত্তিকার উৎপাদনশীলতা ও উর্বরতা হারায়, তখন তাকে মৃত্তিকার অবনমন বলে।
মৃত্তিকার অবনমন নিয়ন্ত্রণের উপায়:
1. রাসায়নিক পদ্ধতি:
নাইট্রোজেন স্ট্রিপিং পদ্ধতি, কার্বন অ্যাবজরপশন, ক্লোরিনেশন পদ্ধতির সাহায্যে কলকারখানা বা শহরের নির্গত কঠিন বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করা হয়।
2. জৈব গ্যাস ও সার উৎপাদন:
আবর্জনা ও বর্জ্য পদার্থ গুলি ফেলে না দিয়ে তা থেকে জৈব গ্যাস ও সার উৎপাদন করা যায়।
3. রাসায়নিক সার কম ব্যবহার:
কৃষিকাজে অত্যাধিক মাত্রায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে মৃত্তিকার অবনমন নিয়ন্ত্রণ করা যায়।
4. ভৌম জলের কম ব্যবহার:
সেচের কাজে ভৌম জলের পরিবর্তে বেশি পরিমাণে নদী, নালা, খাল-বিল, পুষ্করিণীর জল ব্যবহার করলে জমির অবনমতা বৃদ্ধি জনিত সমস্যা নিয়ন্ত্রণ করা যায়।
5. কীটনাশকের পরিবর্ত দ্রব্যের ব্যবহার:
কৃষি ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ প্রতিরোধ করার জন্য রাসায়নিকের পরিবর্তে জৈব পদার্থ যেমন নিমের নির্যাস, সিড্রোফিলা জাতীয় ঘাসের নির্যাস, বিভিন্ন ধরনের বন্ধু পোকা, পাখি প্রভৃতির মাধ্যমে যথেষ্ট সুফল পাওয়া যায়।
6. বর্জ্য পদার্থের সঠিক ব্যবহার:
তাপবিদ্যুৎ কেন্দ্রে সৃষ্ট বিপুল পরিমাণ ছাই বর্জ্য পদার্থ হিসেবে মৃত্তিকার অবনমন ঘটায়। কিন্তু এগুলি ইট উৎপাদনের কাজে ব্যবহার করা হয় একে ফ্লাই অ্যাশ বলে। পশ্চিমবঙ্গের ডানকুনিতে এই ধরনের তৈরি করা হয়।
7. আবর্জনা পোড়ানো:
মৃত্তিকার উপরিভাগের দাহ্য আবর্জনা রাশি পুড়িয়ে ফেলানো উচিত।
8. বিশেষ সতর্কতা অবলম্বন:
পারমাণবিক চুল্লি ও শক্তি উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় আবর্জনা বিনষ্ট করার জন্য সর্তকতা অবলম্বন করা উচিত।
9. সার্বিক সচেতনতা বৃদ্ধি:
সর্বোপরি মৃত্তিকা অবনমন নিয়ন্ত্রণের জন্য সার্বিক সচেতনতা বৃদ্ধির যথেষ্ট প্রয়োজন আছে।
Read- পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।
This post was updated on 2023-02-22 17:56:59.