প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর।

প্রাকৃতিক ভূগোল সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

বাস্তুতান্ত্রিক ভারসাম্য বলতে কী বোঝো?

বাস্তুপরিবেশে যখন উৎপাদক স্তর থেকে শুরু করে প্রত্যেক খাদক স্তরের অস্তিত্ব স্বাভাবিক নিয়মে বজায় থাকে তাকে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বলে।

বৈশিষ্ট্য:

  • স্থিতিশীল বাস্তুতন্ত্রে সব সময় একই প্রকার প্রজাতি বর্তমান থাকে এবং তাদের সংজ্ঞা অপরিবর্তিত থাকে।
  • বাস্তুতন্ত্রের উৎপাদক স্তর থেকে শুরু করে প্রত্যেকটি পুষ্টিস্তরে খাদকের অস্তিত্ব স্বাভাবিক নিয়মে বজায় থাকে।

বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাসের প্রভাব লেখ।

বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাসের ফলে পরিবেশের উপর নানা প্রভাব পড়ে। যেমন –

  • কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি বৃদ্ধির ফলে বায়ুমন্ডলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি হচ্ছে, একেই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে।
  • ক্লোরো ফ্লুরো কার্বনের অতিরিক্ত ব্যবহারের ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে।
  • হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠে পতিত হয়ে যায় অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত।
  • জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধির ফলে জীবের বাসস্থান বা খাদ্যের অভাব ঘটছে।
  • পুকুর, জলাশয় ও হ্রদের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে।
  • মাটি, জল, বায়ু ক্রমশ দূষিত হচ্ছে।

বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার উপায় লেখ।

বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার উপায় গুলি হল –

  • প্রকৃতি থেকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের আরোহন ও ব্যবহার হ্রাস করা।
  • সম্পদের পুনরুৎপাদনের ব্যবস্থা করা।
  • গচ্ছিত সম্পদের পরিবর্তে পুনর্ভব ও প্রবাহমান সম্পদের ব্যবহার করা।
  • সবুজ উদ্ভিদের রক্ষণাবেক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া।
  • প্রক্রিয়াকরণের মাধ্যমে বর্জ্য পদার্থের রূপান্তরিতকরণ করা।
  • বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা।

বাস্তুতন্ত্রের সাথে বায়োমের সম্পর্ক লেখ।

বাস্তুতন্ত্র, বায়োম উভয়ই জীবন মন্ডলের অন্তর্গত। তাই এদের মধ্যে সম্পর্ক বর্তমান –

  • বাস্তুতন্ত্র হল জীব মণ্ডলের ক্ষুদ্রতম একক। একটি বায়োম অনেকগুলি বাস্তুতন্ত্রের সমন্বয়ে গড়ে ওঠে।
  • বাস্তুতান্ত্রিক জীবসংখ্যা ও জীবভরের উপর বায়োমের প্রকৃতি নির্ভর করে।
  • বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকলে বায়োমের ভারসাম্য বজায় থাকে।
  • অনেকগুলি বাস্তুতান্ত্রিক এককের সমন্বয়ে বায়োম গঠিত হয় বলে বায়োম অধিক জীববৈচিত্র সম্পন্ন হয়।

পুষ্টিচক্র কাকে বলে?

যে চক্রাকার পথে জীব দেহের গঠন উপযোগী রাসায়নিক মৌল(C,H,O,N,P) পরিবেশ থেকে জীবদেহে এবং জীব দেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে পুষ্টি চক্র বলে।

শ্রেণিবিভাগ:

পুষ্টিচক্র দুই প্রকার। যথা-

1. পলল চক্র:

শিলামন্ডলের আবহবিকারের ফলে যে সব উপাদানের বিয়োজন ও পৃথকীকরণ ঘটে সেগুলি জীব দেহ ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, তাকে পলল চক্র বলে।

যেমন – সালফার চক্র, ফসফরাস চক্র।

2. গ্যাসীয় চক্র:

যে জৈব ভূ-রাসায়নিক চক্রে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি জীব দেহ ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয় তাকে গ্যাসীয় চক্র বলে।

যেমন – নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র।

বায়োমাস বা জীবভর কাকে বলে?

জীবভর হল বাস্তুতন্ত্রের সজীব উপাদান গুলির শুষ্ক ওজন। কোনো খাদ্যশৃঙ্খলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির জলীয় উপাদান ব্যতীত শুষ্ক ভরকে জীবভর বা বায়োমাস বলে।

নির্ণয় পদ্ধতি:

সাধারণত কোনো বাস্তুতন্ত্রে প্রতি বর্গমিটার এলাকায় বসবাসকারী জীবকুলকে সৌর তাপে শুষ্ক করে নির্ণয় করা হয়।

বৈশিষ্ট্য:

  • জীবভর এর মাত্রা kg/m² হয়।
  • প্রতিটি পুষ্টি স্তরে পৃথক পৃথকভাবে জীবভর পরিমাপ করা হয়।
  • জীবভরের ক্রমান্বয়ী উলম্ব সজ্জা থেকে জীবভর পিরামিড গড়ে ওঠে।

উদাহরণ – ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে জীবভরের পরিমাণ সর্বাধিক।

FAQ/ বহুচর্চিত প্রশ্নাবলী

G.P.P(Gross Primary Product) কাকে বলে?

সালোকসংশ্লেষের সময়সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক পদ্ধতিতে রূপান্তরিত করে যে পরিমাণ স্থিতিশক্তি তার নিজের দেহে আবদ্ধ করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বা GPP বলে।

NPP(Net Primary Product) কাকে বলে?

মোট প্রাথমিক উৎপাদন(GPP) এর পর যে পরিমাণ শক্তি উদ্ভিদের দেহে আবদ্ধ হয় তা থেকে শ্বসন বা অন্য কোনো শারীরবৃত্তীয় কার্যাবলীতে ব্যয়িত শক্তিকে বাদ দিয়ে যে পরিমাণ খাদ্য বা জৈব পদার্থ শক্তিরূপে সঞ্চিত হয় তাকে মোট প্রাথমিক উৎপাদনশীলতা বলে।
NPP = GPP – r

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!