বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

বায়ুচাপ বলয় কাকে বলে?

ভূপৃষ্ঠের কতগুলি নির্দিষ্ট স্থানে প্রায় সারাবছর ধরেই বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ লক্ষ্য করা যায়। বায়ুর এই উচ্চচাপ ও নিম্নচাপ একেকটি নির্দিষ্ট অঞ্চল ধরে পৃথিবীকে যেন বলয়ের মতো ঘিরে আছে এগুলোকেই বায়ুর চাপ বলয় বলে।

বায়ুর চাপ বলয় গুলির নাম লেখ।

ভূপৃষ্ঠে মোট 7টি বায়ুচাপ বলয় আছে। যথা –

  • নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
  • কর্কটীয় উচ্চচাপ বলয়।
  • মকরীয় উচ্চচাপ বলয়।
  • সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
  • কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
  • সুমেরু উচ্চচাপ বলয়।
  • কুমেরু উচ্চচাপ বলয়।

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝো?

একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে বায়ুর ঘনত্ব খুব বেশি হলে তার ওজন ও চাপ বেশি হবে অর্থাৎ উচ্চচাপ হবে। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা 760 মিলিমিটার (1013.25 মিলিবার) বা আরো বেশি হবে।

নির্দিষ্ট আয়তনের বায়ুতে বায়ুর ঘনত্ব কম হলে তার ওজন ও চাপ কম হবে অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হবে। নিম্নচাপ অঞ্চলে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা 760 মিলিমিটার এর কম বা 986 মিলিবারের কম হবে।

অশো অক্ষাংশ কাকে বলে?

উভয় গোলার্ধে 25° – 35° অক্ষরেখার মধ্যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে শীতল ও ভারী বায়ু উপর থেকে নীচে নামে। এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহ বিশেষ দেখা যায় না। ফলে এখানকার বায়ুমন্ডলে একটা শান্তভাব বিরাজ করে একে উপক্রান্তীয় শান্ত বলয় বলে। আগেকার দিনে অশ্ব বোঝায় পালতোলা জাহাজ সমূহ ইউরোপ থেকে উত্তর আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সময় উপক্রান্তীয় শান্ত বলয় (উত্তর গোলার্ধ) এসে মাঝে মাঝে প্রায় কিছুদিন পড়ে থাকত, তখন খাদ্য ও পানীয় জলের ব্যবহার কমাতে ও জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকরা অশ্বকে সমুদ্রের জলে ফেলে দিত সেই ঘটনা থেকেই এই উপক্রান্তীয় শান্ত বলা হয় অশ্ব অক্ষাংশ বলে।

ITCZ কাকে বলে?

সাধারণভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে। নিরক্ষীয় অঞ্চলে 5°-10° উত্তর ও দক্ষিণ অংশে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু সামনা সামনি মিলিত মিলিত হওয়ায় ও নিরক্ষীয় অঞ্চল বরাবর নিম্নচাপের গভীরতা খুব বেশি হওয়ার কারণে এখানকার উষ্ণ আর্দ্র বায়ু সর্বদা ঊর্ধ্বমুখী। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ হয় না বলে সারা বছর এই অঞ্চলে শান্ত ভাব বিরাজ করে তাই একে নিরক্ষীয় শান্ত বলায় বা Inter Tropical Convergence Zone বলে। আগে এই বলয়টি নিরক্ষরেখা বরাবর সমগ্র ভূপৃষ্ঠ জুড়ে অবস্থান করছে বলে মনে করা হত, তবে বর্তমান আবহবিদগণের মতে এই শান্ত বলয়টি একটানা বিস্তৃত নয় স্থানে স্থানে বিচ্ছিন্ন এবং বছরে বিভিন্ন সময়ে এর আকৃতি, অবস্থানের কিঞ্চিত পরিবর্তন ঘটে।

বায়ুচাপ কক্ষ কাকে বলে?

পৃথিবীর বায়ুচাপ বলয় গুলি পূর্ব-পশ্চিমে অক্ষরেখা বরাবর বিস্তৃত। একই অক্ষরেখা বরাবর জলভাগ ও স্থলভাগ অবস্থান করায় বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্য হয় বলে বায়ুচাপ বলয়গুলি অনেক জায়গায় বলয় হিসেবে না থেকে ছোটো ছোটো ভাগ হিসেবে অবস্থান করে। জলভাগ সমপ্রকৃতির হওয়ায় বায়ুচাপ অঞ্চলগুলি প্রায় বলয় আকারে অবস্থান করে। কিন্তু স্থলভাগ অসম প্রকৃতির হওয়ায় অর্থাৎ স্থলভাগে ভূপ্রকৃতি, মৃত্তিকা, উদ্ভিদ প্রভৃতির তারতম্যের কারণে বায়ুচাপ বলয়গুলি প্রায় কক্ষের আকারে অবস্থান করে, একে বায়ুচাপ কক্ষ বলে। দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ায় এখানে বায়ুচাপ কক্ষের সংখ্যাও বেশি হয়।

বৈপরীত্য উত্তাপ কাকে বলে?

ভূপৃষ্ঠে ক্রমশ উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায়, একে তাপমাত্রার স্বাভাবিক হ্রাসহার বলা হয়। কিন্তু কখনো কখনো উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা না কমে বেড়ে যায়। সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত মেঘমুক্ত রাত্রিতে পর্বতের উপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর উপত্যকার নীচের অংশে নেমে আসে, এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। অন্যদিকে সারাদিন ধরে উষ্ণ হওয়া পর্বত পাদদেশের বায়ু হালকা হয়ে উর্ধ্বগামী হয়, এই বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলা হয়। ফলে উপত্যকার নীচের অংশের উত্তাপ পর্বতের উপরের অংশ তুলনায় অনেক কম হয়।

আয়ন বায়ু কাকে বলে?

কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে। পালতোলা জাহাজের যুগে এই বায়ুর পথ ধরে জাহাজ চলাচল করত বলে একে বাণিজ্য বায়ু ও বলে।

ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় তাই এই দুটি বায়ুকে যথাক্রমে উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু বলে।

পশ্চিমা বায়ু কাকে বলে?

উত্তর ও দক্ষিণ গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু দুই মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর নির্দিষ্ট পথে নিয়মিত ভাবে প্রবাহিত হয়, তাকে পশ্চিমা বায়ু বলে।

ফেরেলের সূত্রানুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়, তাই এই দুটিকে যথাক্রমে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।

মেরু বায়ু কাকে বলে?

সুমেরু, কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু নিয়মিত ভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে।

ফেরেলের সূত্রানুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় তাই এই দুটিকে যথাক্রমে উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ পূর্ব মেরু বায়ু বলে।

This post was updated on 2023-02-22 17:56:37.

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!