অগ্ন্যুতপাত সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।

অগ্ন্যুতপাত সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পিলির চুল কী?

ক্ষারকীয় লাভা বাতাসে উড়ে সুতোর মতো জমাট বাঁধলে তাকে পিলির চুল বলে।

পিলো লাভা কী?

জলের তলায় সঞ্চিত ক্ষারকীয় লাভার নাম পিলো লাভা।

কোন প্রকার লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে?

আম্লিক লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকে।

মফিটি কী?

আগ্নেয়গিরির যে নলপথ দিয়ে প্রধানত কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন ইত্যাদি গ্যাস নির্গত হয়, তাকে মফিটি বলে।

গিজার বা গাইজার কী?

স্বতনিঃসারী উষ্ণ প্রস্রবনকে গিজার বা গাইজার বলে।

পাইরোক্লাস্ট কী?

অগ্ন্যৎপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তরখন্ড সমূহ পাইরোক্লাস্ট নামে পরিচিত।

প্রতিসারী পাত সীমান্তে কোন ধরনের অগ্ন্যুৎপাত ঘটে?

প্রতিসারী পাত সীমান্তে বিদায় অগ্ন্যুৎপাত ঘটে।

পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?

পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম ওজোস ডেল সালাডো।

ট্রেফা কী?

সব ধরনের পাইরোক্লাস্টকে এক কথায় ট্রেফা বলে।

প্লিউম কাকে বলে?

ম্যাগমার উর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে।

ডাইক কী?

উল্লম্ব প্রাচীরের মতো আগ্নেয় উদবেধকে ডাইক বলে।

লাহার কী?

আগ্নেয় পদার্থ সমৃদ্ধ কাঁদার প্রবাহকে লাহার বলে।

ভূ-মধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে?

স্ট্রম্বলিকে ভূ-মধ্যসাগরের আলোকস্তম্ভ বলে।

বিদার অগ্ন্যুৎপাত কোন শ্রেণীর অগ্ন্যুৎপাত?

বিদার অগ্ন্যুৎপাত আইসল্যান্ড শ্রেণীর অগ্ন্যুৎপাত।

একটি মিশ্র অগ্ন্যুৎপাতের নাম লেখ।

সাটসি(আইসল্যান্ড)।

আ আ কী?

উঁচু নীচু এবড়ো খেবড়ো লাভা ক্ষেত্রকে আ আ বলে।

সালফাটারা কী?

যে আগ্নেয়গিরি থেকে লাভা ও ভস্মের পরিবর্তে গন্ধক মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গত হয়, তাকে সালফাটারা বলে।

সিল কী?

অনুভূমিক ভাবে সজ্জিত আগ্নেয় উদভেদের নাম সিল।

কোন লাভায় ম্যাগনেসিয়াম ও লোহার পরিমাণ বেশি থাকে?

ক্ষারকীয় লভায় ম্যাগনেসিয়াম ও লোহার পরিমাণ বেশি থাকে।

ম্যাগমা প্রকোষ্ঠ কি?

ভূ-গর্ভের যে অংশে ম্যাগমা উৎপন্ন হয় তাকে ম্যাগমা প্রকোষ্ঠ বলে।

ক্যালডেরা কথাটি কোথা থেকে এসেছে?

ক্যানারি দ্বীপের লা ক্যালডেরা আগ্নেয়গিরির নাম থেকে এসেছে।

পোপো ক্যাটিপেটল কী?

মেক্সিকোর একটি আগ্নেয়গিরির নাম।

ন্যুয়ে আর্দেন্তি কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে দেখা যায়?

পিলি শ্রেণীর অগ্ন্যুৎপাতের ফলে ন্যুয়ে আর্দেন্তি দেখা যায়।

মার কী?

জ্বলামুখের শঙ্কু দিয়ে গঠিত হ্রদ কে মার বলে।

পা হোয়ে হোয়ে কী?

দড়ির মতো পৃষ্ঠযুক্ত ব্যাসল্ট লাভাক্ষেত্রকে পা হোয়ে হোয়ে বলে।

একটি শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ দাও।

একটি শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ মৌনালয়া।

পৃথিবীর কোন অঞ্চলে আগ্নেয় মেখলার একটি অংশ রয়েছে?

প্রশান্ত মহাসাগরীয় প্রান্ত বলয়ে আগ্নেয় মেখলার একটি অংশ রয়েছে।

ম্যাগমার ভূপৃষ্ঠে উঠে আসার কারণ লেখ।

উপরের চাপ হ্রাস, শিলার স্থিতিস্থাপকতা নষ্ট ও আয়তন বৃদ্ধির কারণে ম্যাগমা ভূপৃষ্ঠে উঠে আসে।

বিশ্বের বৃহত্তম ক্যালডেরার নাম কি?

ইন্দোনেশিয়ার টোবা আগ্নেয়গিরির ক্যালডেরাটি বিশ্বের বৃহত্তম ক্যালডেরা।

হর্নিটো কাকে বলে?

লাভা অত্যাধিক ঠান্ডা হয়ে জমাট বাঁধার পর যে খাড়া পার্শ্ব ঢালের শঙ্কু গড়ে ওঠে তাকে হর্নিটো বলে।

একটি লাভা মালভূমির নাম লেখ।

একটি লাভা মালভূমির নাম দাক্ষিণাত্য মালভূমি।

আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ কীরূপ অবস্থায় নির্গত হয়?

আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় নির্গত হয়।

স্ট্রম্বলীয় শ্রেণীর অগ্ন্যুৎপাতের কোন বৈশিষ্ট্যটি অন্যান্য শ্রেণিগুলিতে দেখা যায় না?

স্ট্রম্বলীয় শ্রেণীর অগ্ন্যুৎপাতে আগ্নেয়গিরি থেকে নির্দিষ্ট ছন্দে কিছু সময় অন্তর জ্বলন্ত গ্যাসসহ লাভার নির্গমন অন্যান্য শ্রেণিগুলিতে দেখা যায় না।

বিসমালিথ কাকে বলে?

খুব বেশি সান্দ্র লাভায় গঠিত ল্যাকোলিথের প্রান্তদেশ খুব খাড়া হয়, তখন তাকে বিসমালিথ বলে।

একটি আদর্শ আগ্নেয়গিরির উপাদান লেখ।

একটি আদর্শ আগ্নেয়গিরির উপাদান হল – ম্যাগমা প্রকোষ্ঠ, আগ্নেয় গ্ৰীবা, প্রধান ও গৌণ জ্বালামুখ, শঙ্কু, গৌণ শঙ্কু, রন্ধ্র বা ছিদ্রপথ ও লাভা।

ইগনিমব্রাইট কী?

আগ্নেয় ভস্ম ও ধূলিকণা (আগ্নেয় তুফ বলা হয়) ঢালাই লোহার মতো জমাট বেঁধে যে পদার্থ গঠিত হয় তাকে ইগনিমব্রাইট বলে।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!