পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই লেখাটিতে আলোচনা করা হল। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?

পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গকিলোমিটার।

পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ কর।

দক্ষিণে 21°38′ উত্তর থেকে 27°10′ উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং পশ্চিমে 85°50′ পূর্ব থেকে 89°50′ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।

পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?

1029 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে ( ২০১১ এর জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গ জনঘনত্বের ভারতে দ্বিতীয় জনসংখ্যায় চতুর্থ স্থান অধিকার করেছে)।

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু (3630 মিটার)।

পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি?

আলিপুর দুয়ারের বক্সা পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান।

পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?

দক্ষিণ ২৪ পরগনা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা।

পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক?

পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় জনঘনত্ব সর্বাধিক।

জনঘনত্ব সবথেকে কম কোন জেলায়?

জনঘনত্ব সব থেকে কম পুরুলিয়া জেলায়।

পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটির নাম কি?

আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের নবীনতম জেলা।

দুটি বরফগলা জলে পুষ্ট নদীর নাম লেখ।

দুটি বরফগলা নদীর নাম তিস্তা ও তোর্সা।

উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?

উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা।

ডুয়ার্স শব্দের অর্থ কি?

ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা দুয়ার।

পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি?

পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম আসানসোল।

পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বনভূমি দেখা যায়?

পশ্চিমবঙ্গে দার্জিলিঙে সবথেকে বেশি বনভূমি দেখা যায়।

পশ্চিমবঙ্গে কোন বায়ুর প্রভাব সব থেকে বেশি?

পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাব সব থেকে বেশি।

ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি?

ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম (2247মিটার)।

পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে বিখ্যাত?

পশ্চিমবঙ্গের কালিম্পং অর্কিডের শহর নামে বিখ্যাত।

পশ্চিমবঙ্গের দুটি অর্থনৈতিক ফসলের নাম লেখ।

পশ্চিমবঙ্গের দুটি অর্থনৈতিক ফসলের নাম চা ও পাট।

পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

দামোদর নদী পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত একটি নদীর উদাহরণ।

তাল কথার অর্থ কি?

তাল কথার অর্থ হ্রদ।

জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত?

জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত।

‘City of Joy’ কোন শহরকে বলা হয়?

‘City of Joy’ কলকাতা শহরকে বলা হয়।

সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত?

সেবক ব্রিজ তিস্তা নদীর উপর অবস্থিত।

তিস্তার একটি উপনদীর নাম লেখ।

তিস্তা একটি উপনদীর নাম রাংকো।

কোন শহরকে ভারতের রূঢ় বলা হয়?

দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়।

পশ্চিমবঙ্গে কখন পশ্চিমী ঝঞ্ঝা হয়?

শীতকালে পশ্চিমবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা হয়।

সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখ।

মাতলাব বিদ্যাধরী সুন্দরবন অঞ্চলের দুটি নদী।

পশ্চিমবঙ্গের কোথায় লারারাইট মৃত্তিকা দেখা যায়?

বীরভূম বাঁকুড়া তে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।

পশ্চিমবঙ্গের দুটি বাগিচা ফসলের নাম লেখ।

চা ও সিঙ্কোনা পশ্চিমবঙ্গে দুটি বাগিচা ফসল।

দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখ।

পাট ও শন দুটি তন্তু জাতীয় ফসলের নাম।

পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোনটি?

পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে অবস্থিত।

ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখ।

অজয় ও ময়ূরক্ষী ভাগীরথীর দুটি উপনদীর নাম।

দামোদরের দুটি উপনদীর নাম লেখ।

কোণার ও বরাকর দামোদরের দুটি উপনদীর নাম।

তরাই অঞ্চলের অর্থ কি?

তরাই অঞ্চলের অর্থ স্যাঁতস্যাঁতে নিম্নভূমি।

পশ্চিমবঙ্গের দুটি মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম কি?

শংকরপুর, জুনপুট পশ্চিমবঙ্গের দুটি মৎস্যপ্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম।

পশ্চিমবঙ্গের দুটি দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম কি?

পশ্চিমবঙ্গের দুটি যুদ্ধ প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রের নাম আসানসোল ডানকুনি।

কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়?

হাওড়া কে ভারতের গ্লাসগো বলা হয়।

দামোদরের একটি শাখা নদীর নাম লেখ।

দামোদরের একটি শাখা নদীর নাম মুণ্ডেশ্বরী।

কলকাতার সহযোগী বন্দরের নাম কি?

কলকাতার সহযোগী বন্দরের নাম হলদিয়া।

পশ্চিমবঙ্গের দুটি ফুড পার্কের নাম লেখ।

শংকরপুর ও কাকদ্বীপ পশ্চিমবঙ্গের দুটি ফুড পার্ক।

সুন্দরবন নামকরণ কোন গাছ থেকে হয়?

সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামকরণ হয়।

পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে?

বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়।

শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত?

শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত।

পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখ।

পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি স্বাভাবিক উদ্ভিদ হল অর্জুন ও শিমুল।

পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন?

পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলির নাম লেখ।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলির নাম নেপাল, ভুটান ও বাংলাদেশ।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!