জনবসতি সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
অর্থনৈতিক ক্রিয়া-কলাপের ভিত্তিতে বসতি কয় প্রকার ও কি কি?
অর্থনৈতিক ক্রিয়াকলাপের ভিত্তিতে বসতি দুই প্রকার। যথা – গ্রামীণ ও পৌর বসতি।
গ্রামীণ বসতি কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভরশীল?
গ্রামীণ বসতি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভরশীল।
সর্বনিম্ন স্তরের প্রশাসনিক ইউনিট বা একক কি?
সর্বনিম্ন স্তরের প্রশাসনিক ইউনিট বা একক মৌজাকে বলা হয়।
সেন্সাস গ্রামের জনবসতি ও জনঘনত্ব কত?
সেন্সাস গ্রামের জনবসতি 5000 জনের কম হয় এবং জনঘনত্ব 400 জন/বর্গকিলোমিটার এর কম।
গ্রামীণ বসতিতে কত % পুরুষকর্মী কৃষি কাজে নিযুক্ত থাকে?
গ্রামীণ বসতিতে 75 % পুরুষকর্মী কৃষি কাজে নিযুক্ত থাকে।
রাজস্ব গ্রাম কাকে বলে?
মৌচাকে রাজস্ব গ্রাম বলে।
গোষ্ঠীমদ্ধ জনবসতির অন্য নাম কি?
কোষ্ঠীবদ্ধ জনবসতীর অন্য নাম সংঘবদ্ধ জনবসতি।
সড়ক বা রেলপথের ধারে কোন বসতি গড়ে ওঠে?
সড়ক বা রেল পথের ধারে রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি গড়ে ওঠে।
কোন রাজ্যে গ্রামীণ বসতি বেশি?
উত্তরপ্রদেশে গ্রামীণ বসতি বেশি।
সহজেই দূষণের শিকার হয় কোন বসতি?
পৌর বসতি সহজেই দূষণের শিকার হয়।
মৌচাকে সেন্সাস গ্রাম বলে কেন?
মৌজা জনসংখ্যা গনণার ক্ষুদ্রতম একক হওয়ায় একে সেন্সাস গ্রাম বলে।
ক্র্যাল কি?
আফ্রিকার জুলু উপজাতির বৃত্তাকার বসতিকে ক্র্যাল বলে।
পৌরসতি বলতে কাকে বোঝায়?
৫০০০ জনের বেশি জনসংখ্যা যুক্ত ও 75% অকৃষিকাজে যুক্ত বসতিকে পৌর বসতি বলে।
পৌরবসতি কি দ্বারা পরিচালিত হয়?
পৌর বসতি পৌরসভা দ্বারা পরিচালিত হয়।
নগর বা সিটির জনসংখ্যা কত?
নগর বা সিটির জনসংখ্যা 1 লক্ষের বেশি হয়।
মহানগর বা মেট্রোপলিস এর জনসংখ্যা কত?
মহানগর বা মেট্রোপলিস এর জনসংখ্যা 10 লক্ষের বেশি হয়।
মেগাসিটির জনসংখ্যা কত হয়?
মেগা সিটি জনসংখ্যা 1 কোটির বেশি হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটি?
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53 টি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি কটি ভাগে বিভক্ত?
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৌরবতী ছটি ভাগে বিভক্ত।
মামফোর্ড প্রতিটি শহরকে কটি অবস্থা বা পর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন?
মামফোর্ড প্রতিটি শহরকে 6 টি অবস্থা বা পর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন।
শহর বিকাশের আদি পর্যায়ে কোনটি?
শহর বিকাশের আদি পর্যায়কে ইওপলিস বলে।
পলিস শব্দের অর্থ কি?
পলিশ শব্দের অর্থ নগর বা সিটি।
মেট্রোপলিস শব্দের অর্থ কি?
মেট্রোপলিস শব্দের অর্থ জননী শহর।
মেগালোপলিস কাকে বলে?
অনেকগুলি শহর বা নগরের সমন্বয়ে খুব বড় মাপের নগর বসতি সৃষ্টি হলে তাকে মেগালোপলিস বলে।
মেগালোপলিস কথাটি প্রথম কে ব্যবহার করেন?
মেগালোপলিস কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী গটম্যান।
টাইরানোপলিস কাকে বলে?
যখন কোন দেশের প্রতিটি জনপদে শহরের গুন ও বৈশিষ্ট্য অর্জন করে তাকে টাইরানোপলিস বলে।
নগর বিকাশের শেষ বা চরম পর্যায় কোনটি?
নগর বিকাশের শেষ বা চরম পর্যায়ে হল একুমনোপলিস।
নেক্রোপলিস কথার অর্থ কি?
নেক্রোপলিস কথার অর্থ ভৌতিক বা মৃতের শহর।
নেক্রোপলিসের উদাহরণ দাও।
নেক্রোপলিসের উদাহরণ হল হরপ্পা, মহেঞ্জোদারো, ব্যাবিলন ইত্যাদি।
আয়তন অনুযায়ী পৌরবসতি কতপ্রকার?
আয়তন অনুযায়ী পৌরবসতি 4 প্রকার।
পৌরপুঞ্জ বা কনারবেশন কথাটি প্রথম কে ব্যবহার করেন?
পৌরপুঞ্জ বা কনারবেশন কথাটি প্রথম প্যাট্রিক গেডেস ব্যবহার করেন।
রারবান কথাটি প্রথম কে ব্যবহার করেন?
রারবান কথাটি প্রথম গ্যালপিন ব্যবহার করেন।
দুটি বৃহদাকার শহর পাশাপাশি গড়ে উঠলে তাকে কি বলে?
দুটি বৃহৎ আকাশ শহর পাশাপাশি গড়ে উঠলে তাকে যুগ্ম শহর বলে।
দুটি যুগ্ম শহরের উদাহরণ দাও।
দুটি যুগ্ম শহরের উদাহরণ হল হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ।
ভারতের একটি প্রশাসনিক শহরের উদাহরণ দাও।
ভারতের একটি প্রশাসনিক শহর দিল্লি।
ভারতের একটি শিল্প শহরের উদাহরণ দাও।
ভারতের একটি শিল্প শহর হলদিয়া।
ক্যারাভান সরাই কি?
মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত বাণিজ্য পথের ধারে বণিকদের রাত্রিবাসের জন্য যে বসতি স্থাপন করা হয় তাকে ক্যারাভান সরাই বলে।
ক্যাচমেন্ট এরিয়া নামে অভিহিত করা হয় কাকে?
উমল্যান্ডকে ক্যাচমেন্ট এরিয়া নামে অভিহিত করা হয়।
সমগ্র বিশ্বের ধর্মীয় শহর নামে কে পরিচিত?
ভ্যাটিকান সিটি সমগ্র বিশ্বে ধর্মীয় শহর নামে পরিচিত।
জার্মানিতে শহর কি নামে পরিচিত?
জার্মানিতে শহর স্ট্যাড নামে পরিচিত।