শিল্প সংক্রান্ত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

Read- কৃষিকাজ সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
প্রাথমিক শিল্পের উদাহরণ দাও।
মৎস্য সম্পদ, বনজ সম্পদ ভিত্তিক শিল্প প্রাথমিক শিল্পের উদাহরণ।
শিল্পের মুক্ত ও গতিশীল উপাদান কোনটি?
শিল্পের মুক্ত ও গতিশীল উপাদান হল শ্রমিক।
জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?
জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল হল টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চল।
ওয়েবারের মতে সমপরিবহন ব্যয়রেখাকে কি বলে?
ওয়েবারের মতে সমপরিবহন ব্যয়রেখাকে আইসোটিম বলে।
আইসোডাপেন কি?
কাঁচামাল ও উৎপাদিত পণ্যের সম্মিলিত পরিবহন ব্যয় রেখাকে আইসোডাপেন বলে।
দ্রব্যসূচক বা পণ্যসূচক কাকে বলে?
কাঁচামালের ওজনকে উৎপাদিত পণ্যের ওজন দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে দ্রব্য সূচক বলে।
বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কত?
বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক 1।
পরিবহন ঢাল ধারণাটির প্রথম উদ্ভাবন কে করেন?
এডগার হুডার পরিবহন ঢাল ধারণাটির প্রথম উদ্ভাবন করেন।
ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী কোনটি?
ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী মুম্বাই।
দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র কোনটি?
দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র কোয়েম্বাটুর।
ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে?
ভারতের প্রথম সুতাকল ঘুষুড়িতে গড়ে ওঠে।
উত্তর ভারতের ম্যানচেস্টার কোনটি?
কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়।
ওয়েবারের মতে উৎপাদিত পণ্যের একক কিছু গড় মজুরি কে কি বলে?
ওয়েবারের মতে উৎপাদিত পণ্যের একক পিছু গড় মজুরিকে মজুরি সূচক বলে।
ক্রিটিকাল আইসোডাপেন কাকে বলে?
যে আইসোডাপেন বরাবর শ্রমিকের মজুরি ও মোট পরিবহন ব্যয় ন্যূনতম হয় তাকে ক্রিটিকাল আইসোডাপেন বলে।
Read- জনসংখ্যা সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও।
কার্পাস বয়ন শিল্প একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ।
সমগ্র বিশ্বে রেডিমেড পোশাক শিল্পের অগ্রণী দেশ কোনটি?
সমগ্র বিশ্বে রেডিমেড পোশাক শিল্পের অগ্রণী দেশ চীন।
পাটের বিকল্প কৃত্রিম তন্তু কোনটি?
পাটের বিকল্প কৃত্রিম তন্তু হলো পলিয়েস্টার, রেয়ন।
নিউজপ্রিন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশ হল কানাডা।
কাগজ শিল্পের সর্বাধিক প্রসার লক্ষ্য করা যায় কোন দেশে?
কাগজ শিল্পের সর্বাধিক প্রসার লক্ষ্য করা যায় কানাডা।
পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটি কোথায় আছে?
পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা হল কণারব্রুক।
ভারতের কোথায় প্রথম কাগজ কল গড়ে ওঠে?
পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে।
কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি?
কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কাষ্ঠমণ্ড।
ভারতের প্রথম নিউজপ্রিন্ট উৎপাদন কারখানা কোথায় গড়ে ওঠে?
মধ্যপ্রদেশের নেপানগরে ভারতের প্রথম নিউজপ্রিন্ট উৎপাদন কারখানা গড়ে ওঠে।
সরকারি কাগজ কারখানায় নোট ছাপার কাগজ তৈরি হয় কোথায়?
মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে সরকারি কাগজ কারখানায় নোট ছাপার কাগজ তৈরি হয়।
লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি?
লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে শীর্ষস্থান অধিকারী দেশ চীন।
চীনের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?
চীনের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল আনসান।
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিল্প কেন্দ্রটি হল ইয়াওয়াটা।
জাপান তথা এশিয়া মহাদেশের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ইয়াওয়াটা কোন দ্বীপে অবস্থিত?
জাপান তথা এশিয়া মহাদেশের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ইয়াওয়াটা কিউশু দ্বীপে অবস্থিত।
ভারতের অন্যতম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে?
ভারতের অন্যতম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা জামশেদপুরে গড়ে উঠেছে।
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানা কোনটি?
ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানা টি হল ভিলাই।
ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি?
ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা হল সালেম।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাগিচা রবার চাষের পীঠস্থান কোথায়?
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাগিচা রবার চাষের পীঠস্থান মালয়েশিয়া।
পেট্রো রাসায়নিক শিল্পে শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি?
পেট্রোরাসায়নিক শিল্পে শীর্ষস্থান অধিকারী দেশ হল আমেরিকা যুক্তরাষ্ট্র।
ভারতের প্রথম পেট্রোরাসায়নিক কারখানা কোথায় গড়ে ওঠে?
ভারতের প্রথম পেট্রোরাসায়নিক কারখানা ট্রম্বেতে গড়ে ওঠে।
ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোনটি?
ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা চিত্তরঞ্জন।
আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি শহর কোনটি?
আমেরিকা যুক্তরাষ্ট্র ডেট্রয়েটকে মোটর গাড়ি শহর বলে।
ভারতের ডেট্রয়েট নামে পরিচিত কোনটি?
চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলে।
ফ্রেট কস্ট কি?
পণ্য সামগ্রীর পরিবহন ব্যয় কে ফ্রেট কস্ট বলে।
একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামলের উদাহরণ দাও।
কার্পাস বয়ন শিল্প একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের উদাহরণ।
ওজন হ্রাসশীল কাঁচামাল ব্যবহারকারী শিল্প সমূহ কোথায় গড়ে ওঠে?
ওজন হ্রাসশীল কাঁচামাল ব্যবহারকারী শিল্পসমূহ উৎপাদক অঞ্চলে গড়ে ওঠে।
মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা কে?
মুনাফা সর্বাধিকরণ তত্ত্বের প্রবক্তা অগাস্ট লোশ।
আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি?
আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলকে সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল বলা হয়।