দ্বাদশ শ্রেণীর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

দ্বাদশ শ্রেণীর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

কাম্য জনসংখ্যা দেখা যায় এমন দুটি দেশের নাম লেখ।

কাম্য জনসংখ্যা দেখা যায় এমন দুটি দেশের নাম হলো নরওয়ে ও ডেনমার্ক।

শূন্য জনসংখ্যা দেখা যায় এমন দুটি দেশের নাম লেখ।

শূন্য জনসংখ্যা দেখা যায় এমন দুটি দেশের নাম হলো জার্মানি ও সুইডেন।

কোন মহাদেশে জনসংখ্যা বেশি?

এশিয়া মহাদেশের জনসংখ্যা বেশি।

কোন মহাদেশে জনসংখ্যা কম?

ওশিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা কম।

ভারতের প্রথম জনগণনা হয় কত সালে?

1872 সালে ভারতের প্রথম জনগণনা হয়।

কোন দশকে ভারতের জনসংখ্যা বেশ হ্রাস পায়?

1911 থেকে 1921 এর দশকে ভারতের জনসংখ্যা বেশ হ্রাস পায়।

২০১১ সাল অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?

2011 সাল অনুযায়ী ভারতের জনসংখ্যা 121,01,93,422 জন।

জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি প্রথম কে প্রকাশ করেন?

1929 সালে ওয়ারেন থমসন জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি প্রথম প্রকাশ করেন।

উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হার জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে দেখা যায়?

উচ্চ জন্ম হার ও উচ্চ মৃত্যুহার জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়ে দেখা যায়।

উচ্চ জন্ম হার ও নিম্ন মৃত্যুহার জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে দেখা যায়?

উচ্চ জন্ম হার ও নিম্ন মৃত্যুহার জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায় দেখা যায়।

ভারত জনবিবর্তন তত্ত্বের কোন পর্যায়ে অবস্থান করছে?

ভারত জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ের শেষ প্রান্তে অবস্থান করছে।

ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।

কাপড়ের বুননের জন্য কোন জলবায়ু আদর্শ?

আর্দ্র জলবায়ু কাপড়ের বুননের জন্য আদর্শ।

কার্পাস বয়ন শিল্পে সর্বাধিক বিকেন্দ্রীভবন লক্ষ্য করা যায় কেন?

বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ও চাহিদা বেশি হওয়ার কারণে কার্পাস বয়ন শিল্পে সর্বাধিক বিকেন্দ্রীভবন লক্ষ্য করা যায়।

আইসোটিম কি?

সম পরিবহন ব্যয় রেখা কে আইসোটিম বলে।

ভারত কোন বন্দরের মাধ্যমে পাটজাত দ্রব্য সর্বাধিক রপ্তানি করে?

কলকাতা বন্দরের মাধ্যমে ভারত পাট জাতীয় দ্রব্য সর্বাধিক রপ্তানি করে।

ভারতের সর্বপ্রথম পাটকল কোথায় গড়ে ওঠে?

ভারতে রিষড়াতে সর্বপ্রথম পাটকল গড়ে ওঠে।

বন্য রবারের আদিভূমি কোনটি?

ব্রাজিলের আমাজন অববাহিকা বন্য রাবারের আদিভূমি।

পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ উৎপন্ন হয়?

পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে টিস্যু কাগজ উৎপন্ন হয়।

কাগজ শিল্পে ভারতের শীর্ষ স্থান অধিকারী রাজ্য কোনটি?

মহারাষ্ট্র কাগজ শিল্পে ভারতের শীর্ষ স্থান অধিকারী রাজ্য।

রাবার গাছের বৈজ্ঞানিক নাম কি?

রাবার গাছের বৈজ্ঞানিক নাম হিবিয়া ব্রাসিলিয়েনসিস।

ভালকানাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা কে?

চার্লস গুডিয়ার ভালকানাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা।

রবার গাছের রস থেকে প্রস্তুত করা দলাকে কি বলে?

রবার গাছের রস থেকে প্রস্তুত করা দলাকে ওলাচা বলে।

বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের পিন্ডকে কি বলে?

বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের পিণ্ডকে ওলাচা বলে।

ভারতের সর্বাধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে?

ভারতের সর্বাধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি বিশাখাপত্তনামে গড়ে উঠেছে।

SAIL পুরো কথা কি?

SAIL এর পুরো নাম Steel Authority of India Limited।

ভারতের রূঢ় কাকে বলে?

দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়।

সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে?

পেট্রোরসায়ন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে।

ল্যাটেক্স কি?

রবার গাছের তরল জৈব রস কে ল্যাটেক্স বলে।

আমাজনের অরণ্যে রবার সংগ্রাহকদের কি বলে?

আমাজনের অরণ্যে রবার সংগ্রাহকদের সেরি গুয়েরো বলে।

পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি সংস্থার নাম কি?

পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি সংস্থার নাম জেনারেল মোটরস।

ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে ওঠে?

মুম্বাইতে ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে ওঠে।

চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে?

চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কার্বোনেশন বা অঙ্গারযোজন বলে।

মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে?

মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে সমান্তরাল জলনির্গম প্রণালী বলে।

হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম হয় কোন সাগরে?

ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম হয়।

ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম লেখ।

পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ভারতের একটি হটস্পট অঞ্চল।

শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্ত্বটি প্রতিষ্ঠা কে করেন?

বিজ্ঞানী ওয়েবার শিল্প স্থাপনের নূন্যতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন।

২০১১ এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য কোনটি?

2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল বিহার।

ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ লেখো।

দামোদর উপত্যকা অঞ্চল ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ।

ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক কত?

ওজন রাশির কাঁচামালের দ্রব্যসূচক 1 এর বেশি।

This post was updated on 2023-02-22 17:57:13.

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!