ভারতের ভূপ্রকৃতি সম্পর্কিত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই লেখাটিতে আলোচনা করা হল। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।
Read- উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র সম্পর্কিত কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

ভারতের মোট আয়তন কত?
ভারতের মোট আয়তন 32 লক্ষ 87 হাজার 263 বর্গ কিলোমিটার।
আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ?
ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ।
ভারতের দক্ষিণতম স্থানটির নাম কি?
ভারতের দক্ষিণতম স্থানটির নাম হল ইন্দিরা পয়েন্ট (পূর্বে এর নাম ছিল পিগমিলিয়ান্ট পয়েন্ট)।
ভারতের পূর্বতম স্থান কোনটি?
ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু।
ভারতের উত্তরতম স্থান কোনটি?
ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল।
ভারতের নবীনতম রাজ্যটির নাম কি?
ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা।
অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান রাজধানীর নাম কি?
অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান রাজধানীর নাম অমরাবতী।
ভারত ও চীন সীমান্ত কি নামে পরিচিত?
ভারত ও চীন সীমান্ত ম্যাকমোহন লাইন নামে পরিচিত।
ভারত ও আফগানিস্তান সীমান্ত কি নামে পরিচিত?
ভরত ও আফগানিস্তান সীমান্ত ড্যুরান্ড লাইন নামে পরিচিত।
ভারত ও পাকিস্তান সীমান্ত কি নামে পরিচিত?
ভারতের পাকিস্তান সীমান্ত Radcliffe Line নামে পরিচিত।
Read- বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
LOC এর পুরো অর্থ কি?
LOC এর পুরো অর্থ Line of Control, ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত।
ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে রয়েছে?
ভারতের উত্তর প্রদেশ রাজ্যটি, আটটি রাজ্যের সীমানা স্পর্শ করে আছে।
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি?
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান তামিলনাড়ুর কন্যাকুমারী।
রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল?
১৯৫৩ সালে রাজ্য পুনর্গঠন কমিশন গড়ে উঠেছিল।
ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য।
ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি?
আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত।
পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখ।
পূর্ব হিমালয় একটি গিরিপথের নাম হলো নাথুলা।
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
প্রাচ্যের নন্দনকানন কাকে বলে?
কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলে।
গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে কি বলে?
গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে খাদার বলে।
পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথের নাম লেখ।
পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথের নাম ভোরঘাট।
ভারতের একটি মিষ্টি জলের হ্রদের নাম কি?
ডাল হ্রদ ভারতের একটি মিষ্টি জলের হ্রদ।
রাজস্থানের মরুভূমির বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলিকে কি বলে?
রাজস্থানের মরুভূমির বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলিকে ধান্দ বলে।
আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর।
Read- ওজোন স্তর কী? ওজোন গহ্বর বলতে কি বোঝো? জীব মণ্ডলের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব।
পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি?
পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি।
পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি।
মহানদীর তীরে গড়ে ওঠা দুটি বিখ্যাত শহরের নাম লেখ।
মহানদীর তীরে গড়ে ওঠা দুটি বিখ্যাত শহর কটক ও সম্বলপুর।
কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এমন একটি নদীর নাম লেখ।
কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এমন একটি নদীর নাম বিতস্তা।
দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?
গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে।
ছোটনাগপুর এর সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
পরেশনাথ ছোটনাগপুর এর সর্বোচ্চ পাহাড়।
ভারতের একটি স্তুপ পর্বতের নাম লেখ।
সাতপুরা ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ।
রাজস্থানের মরুভূমির প্রস্তরময় অংশের নাম কি?
রাজস্থানের মরুভূমির প্রস্তরময় অংশের নাম হামাদা।
আন্দামানের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম কি?
আন্দামানের সর্বোচ্চ পাহাড় চূড়ার নাম স্যাডেলপিক।
কোন ভূতাত্ত্বিক যুগে হিমালয়ের উৎপত্তি হয়?
টার্শিয়ারি যুগে হিমালয়ের উৎপত্তি হয়।
ভারতের একমাত্র উষ্ণ মরুভূমির নাম কি?
ভারতের একমাত্র উষ্ণ মরুভূমির নাম থর মরুভূমি।
নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা।
অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে প্রবাহিত হয়েছে?
অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ দিহং নামে প্রবাহিত হয়েছে।
পশ্চিম উপকূলের উপহ্রদ গুলিকে কি বলে?
পশ্চিম উপকূলের উপহ্রদ গুলিকে কয়াল বলে।
দক্ষিণ ভারতের শস্যভান্ডার কাকে বলে?
কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে।
ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ।
ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল মেঘালয়ের রাজধানী শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল (বেঙ্গালুরু)।
This post was updated on 2023-02-22 17:57:08.