দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বোঝো এবং দুর্যোগ ও বিপর্যয়-এর মধ্যে পার্থক্য সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

দুর্যোগ:
প্রধানত প্রাকৃতিক কারণে এবং কখনো কখনো মানুষের কারণে পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যখন স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয়, জীবন, স্বাস্থ্য ও সম্পত্তি হানি হয় এবং পরিবেশের পক্ষে এক ভীতির সঞ্চার হয় তখন তাকে দুর্যোগ বলে।
UNO এর প্রদত্ত সংঞ্জা, “প্রাকৃতিক ও মানুষের কার্যাবলীর দ্বারা সৃষ্ট এমন এক ঘটনাবলী যার মাধ্যমে জীবন ও সম্পত্তিহানি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে।”
বৈশিষ্ট্য:
1. দুর্যোগ বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করে, মানব জীবনের ভারসাম্যকে বিঘ্নিত করে।
2. দুর্যোগ সাধারণত ছোটো এলাকায় সীমাবদ্ধ থাকে। তবে কখনো কখনো ব্যাপক এলাকা জুড়ে হতে পারে।
3. দুর্যোগ ক্ষণস্থায়ী ও ঘনঘন হয়।
4. দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা কম। অল্পবিস্তর জীবনহানি ও সম্পত্তিহানি হতে পারে।
উদাহরণ – ভূমিকম্প, ক্ষরা, পারমাণবিক দুর্যোগ প্রভৃতি।
বিপর্যয়:
দ্রুত সংঘটিত কোন আকস্মিক ঘটনা যার প্রভাবে বিপুল ক্ষয়ক্ষতি, সম্পত্তিহানি, যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছেদ ঘটে এবং এর প্রভাবে মানুষের জীবনযাত্রা স্বল্পকালীন বা দীর্ঘকালীন সময়ের জন্য স্থিমিত হয়, অসংখ্য মানুষের মৃত্যু ঘটে তাকে বিপর্যয় বলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, বিপর্যয় হলো এমন এক ঘটনা যার কারণে ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হতে হয়, মানুষের জীবনহানি ঘটে ও স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিষেবার এতটাই অবনতি ঘটে, যে আক্রান্ত এলাকার বাইরে থেকে অস্বাভাবিক সাহায্য প্রয়োজন হয়।
বৈশিষ্ট্য:
1. বিপর্যয় জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।
2. মানুষ নিজেকে বিপন্ন বোধ করে।
3. বৃহৎ মাত্রায় জীবন, সম্পত্তি ও বাসস্থানের বিনাশ ঘটায় বাইরে থেকে সাহায্যের প্রয়োজন হয়।
4. দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল চাপ পড়ে।
দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য:[2019]
1. উদ্ভব:
Hazard বা দুর্যোগ কথাটি প্রাচীন ফরাসি বা আরবি শব্দ ‘ Ar- zahr’ থেকে এসেছে। যার অর্থ chance বা luck। অর্থাৎ দুর্যোগ হল অপ্রত্যাশিত বা দৈব ঘটনা বা ভাগ্য বা অদৃষ্ট।
অপরদিকে Disaster বা বিপর্যয় কথাটি এসেছে ফরাসি শব্দ ‘Desastre’ থেকে যেখানে ‘Des’ কথার অর্থ bad বা evil এবং ‘astre’ কথার অর্থ star বা তারা। অর্থাৎ বিপর্যয় হল প্রাচীন অর্থে মন্দ তারা বা শয়তান তারা।
2. সংঞ্জা:
প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন ঘটনা যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বা মানব জীবনের দৈনন্দিন ক্রিয়া-কলাপ এর সবইক অবস্থা বিঘ্নিত করে তখন তাকে দুর্যোগ বলা হয়।
প্রাকৃতিক বা মানুষের যে কোন তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি ঘটনা যা জীবন ও সম্পত্তিহানি ঘটায় তাকে বিপর্যয় বলে।
3. সম্পর্ক:
বিপর্যয়ের আগে দুর্যোগ ঘটে থাকে, তাই দুর্যোগ হল বিপর্যয় সৃষ্টির কারণ।
দুর্যোগের পরিণতি হল বিপর্যয়। অর্থাৎ দুর্যোগের হাত ধরে বিপর্যয়ের উৎপত্তি, তাই বিপর্যয় হল দুর্যোগের ফল।
4. পরিণতি:
সব দুর্যোগই যে বিপর্যয়ে পর্যভূষিত হবে এমন নয় অর্থাৎ দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতেও পারে নাও হতে পারে।
আবার, বিপর্যয় হতে গেলে আগে অবশ্যই দুর্যোগের সৃষ্টি হতে হয়। অর্থাৎ সব বিপর্যয়ই এক ধরনের দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়।
5. ব্যাপ্তি:
দুর্যোগ সাধারণত স্বল্প জায়গায় সীমাবদ্ধ। এলাকার অধিবাসীরা এটির মোকাবেলা করতে সক্ষম।
অপরদিকে বিপর্যয় বৃহৎ এলাকায় সংঘটিত হয়। অন্য এলাকার সাহায্য ছাড়া বিপর্যয়ের মোকাবেলা করা সম্ভব নয়।
6. জীবনহানি:
দুর্যোগ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে যা জীবন যাত্রার গতিকে অল্পবিস্তার রুদ্ধ করে।
কিন্তু বিপর্যয়ের ফলে বিপুল জনসংখ্যার জীবনহানি হয়ে থাকে। অনেকের মতে কম করে 100 জনের বেশি জীবনহানি হয়।
7. সম্পত্তিহানি:
সম্পত্তি নষ্টের সম্ভাবনা থাকে না, হলেও অল্পবিস্তর হয়। তাই আর্থিক ক্ষয়ক্ষতি সেরকম হয় না। জাতীয় অর্থনীতি বিপর্যস্ত হয় না।
অপরদিকে বিপর্যয়ের ফলে প্রচুর পরিমাণে সম্পত্তি নষ্ট হয় ফলে আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি হয়। জাতীয় অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে।
8. উপবিভাগ:
দুর্যোগকে তিন ভাগে ভাগ করা হয়। যথা – বায়ুমণ্ডলীয় (টর্নেডো), জলভিত্তিক(করা, বন্যা) ও ভূতাত্ত্বিক(ভূমিকম্প)।
বিপর্যয়কে মূলত দু’ভাগে ভাগ করা হয়। যথা – প্রাকৃতিক বিপর্যয় (ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি) ও মনুষ্যসৃষ্টি বিপর্যয় (যুদ্ধ, পারমানবিক বিস্ফোরণ ইত্যাদি)।
এই পার্থক্যটি তোমরা পরীক্ষার সময় বিষয়, দুর্যোগ ও বিপর্যয় এই তিনটি column করে লিখবে। বিষয়ে তোমারা এখানে যে পয়েন্ট করে লেখা আছে সেইগুলি লিখবে।
বিষয় | দুর্যোগ | বিপর্যয় |
1. উদ্ভব |
This post was updated on 2023-02-22 17:56:48.