নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কী? বৈশিষ্ট্য লেখ।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কী এবং বৈশিষ্ট্য এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা নিজেদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল:

নিরক্ষরেখার উভয়দিকে 5°-10° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলে যেখানে সারাবছর উষ্ণ-আর্দ্র জলবায়ু বিরাজ করে তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।

অবস্থান:

নিরক্ষীয় জলবায়ু বিভিন্ন মহাদেশের যেসব দেশে অবস্থান করে, সেগুলি হল –

a. দক্ষিণ আমেরিকা:

আমাজন অববাহিকার ব্রাজিল, ইকুয়েডর, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলার অংশবিশেষ, পেরু, গায়নার উপকূল ভাগ।

b. মধ্য আমেরিকা:

পানামা, নিকারাগুয়া, কোস্টারিকা, হন্ডুরাস প্রভৃতি দেশসমূহের পূর্বাংশ এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের পূর্বাংশ।

c. আফ্রিকা:

কঙ্গো প্রজাতন্ত্র, জাইরে, ক্যামেরুন, গ্যাবন, আইভরিকোস্ট, কেনিয়া, জাঞ্জিবার, গিনি, পেম্বা।

d. এশিয়া:

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, শ্রীলঙ্কা।

e. ওশিয়ানিয়া:

মাইক্রোনেশিয়া, নিউগিনি, মেলানেশিয়া, পাপুয়া নিউগিনি।

বৈশিষ্ট্য:

1. উষ্ণতা:

  • মাসিক গড় উষ্ণতা 24°-27° হয়ে থাকে। বার্ষিক গড় উষ্ণতা 27° এর মতো।
  • সারাবছর উষ্ণতা খুব বেশি থাকে বলে গড়ে উষ্ণতার প্রসার খুব কম (গড় 2°-3°)।
  • দিন ও রাতের মধ্যে উষ্ণতার সামান্য পার্থক্য থাকে।

2. মেঘাচ্ছন্নতা:

  • সারাবছর কিউমুলোনিম্বাস মেঘ বিরাজ করে।
  • প্রতিদিন আকাশে ৬০% মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যায়।
  • ঊর্ধ্বগামী বায়ুপ্রবাহে প্রতিদিন বিকালে গাঢ় কালো রংয়ের কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়।

3. বৃষ্টিপাত:

  • বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার।
  • প্রতিদিন বিকালে তিন থেকে চার ঘন্টা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়, একে 4’O clock rain বলে।
  • সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন বলয়ের সাথে সাথে বৃষ্টিপাত বলয়ও দক্ষিণ দিকে সরে যায়।

4. বায়ুর চাপ:

  • অধিক উষ্ণতার জন্য সারা বছর গভীর নিম্নচাপ বিরাজ করে। বায়ুর চাপ 1009-1012 মিলিবারের মধ্যে অবস্থান করে।
  • বায়ু চাপের ঢাল খুবই কম সেই কারণে বায়ু প্রায় গতিহীন।
  • এখানে উত্তর-পূর্ব ও দক্ষিণপূর্ব আয়ন বায়ু পরস্পর মিলিত হয়ে ITCZ গঠন করে।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!