বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স শিল্পে উন্নতির কারণ লেখ।[2016]

বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স শিল্পে উন্নতির কারণ এই লেখাটিতে আলোচনা করা হল। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

ভূমিকা:

সিলিকন চিপ আবিষ্কারের পর থেকে গোটা বিশ্বে বৈদ্যুতিন শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ভারতে এই শিল্পের মূল কেন্দ্র হল কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ইলেক্ট্রনিক্স শিল্প বা বৈদ্যুতিন শিল্প খুবই উন্নত। নিচে উন্নতির কারণগুলি আলোচনা করা হল –

অনুকূল শিল্প আবহাওয়া:

বহুদিন আগে থেকেই বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ শিল্প গড়ে ওঠায় এখানে এক অনুকূল শিল্প পরিবেশ বা শিল্প আবহাওয়া গড়ে ওঠে।

মনোরম জলবায়ু:

পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় বেঙ্গালুরুর জলবায়ু মনোরম এবং বছরের বেশিরভাগ সময় মেঘমুক্ত জলবায়ু বিরাজ করে, যা সূক্ষ্ম প্রকৃতির ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদন ও পরীক্ষা নিরীক্ষা করার জন্য আদর্শ।

সুরক্ষিত স্থান:

দক্ষিণ ভারতের অভ্যন্তরে পশ্চিমঘাট ও পূর্বঘাট বেষ্টিত ব্যাঙ্গালোরের অবস্থা নিরাপত্তার দিক থেকে আদর্শ।

বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা:

সরকারি ও বেসরকারি উদ্যোগে বেঙ্গালুরুতে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র গড়ে ওঠায় এখানে ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পের জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা সহজে পাওয়া যায়।

পর্যাপ্ত মূলধন বিনিয়োগ:

এখানে শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ থাকায় দেশী ও বিদেশী বহুজাতিক সংস্থা এখানে ইলেকট্রনিক শিল্প স্থাপনে বিপুল মূলধন নিয়োগ করে।

বিপুল চাহিদা:

শুধু ভারতের আভ্যন্তরীণ বাজারেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেঙ্গালুরুতে উৎপন্ন ইলেকট্রনিক্স পণ্যের বিশেষ চাহিদা আছে।

সুলভ ও দক্ষ শ্রমিক:

বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও অন্যান্য কলাকুশলীরা হাজির হয়। তাদের নিপুন কর্মদক্ষতা ও পেশাদারি মনোভাব এই শিল্পে উন্নতিতে সাহায্য করে।

স্থিতিশীল সরকারি নীতি:

বিগত দু-তিন দশকে কর্ণাটকের বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলে প্রতিটি সরকারই এখানে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতিতে সহায়তা করেছে।

✓ KEONICS এর চেয়ারম্যান রামকৃষ্ণ বালিগা কর্তৃক 1978 সালে ইলেকট্রনিক্স শহর স্থাপিত হয়।

✓ বেঙ্গালুরুকে ‘সিলিকন ভ্যালি’ কেন বলে?

সিলিকন হল প্রকৃতি থেকে পাওয়া একটি রাসায়নিক উপাদান। যাকে ইলেকট্রনিক্স শিল্পের মূল ভিত্তিও বলা যায়। যেহেতু ইলেকট্রনিক্স শিল্পে সিলিকনের গুরুত্ব বেশি তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান্টাক্ল্যারা ভ্যালি, যেখানে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক সমাবেশ ঘটেছে, সেই স্থানটিকে সিলিকন ভ্যালি হিসেবে অভিহিত করা হয়। আর এরই অনুকরণে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র বেঙ্গালুরুকে ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয়।

This post was updated on 2023-02-22 17:56:46.

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!