পার্থক্য লেখ: ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ, শায়িত ভাঁজ ও ন্যাপ ভাঁজ, মুক্তভাঁজ ও বদ্ধভাঁজ।

ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ, শায়িত ভাঁজ ও ন্যাপ ভাঁজ, মুক্তভাঁজ ও বদ্ধভাঁজ এর পার্থক্য এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পার্থক্য লেখ: ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ

বিষয়ঊর্ধভঙ্গঅধোভঙ্গ
ভাঁজের আকৃতিউত্তল প্রকৃতির হয়।অবতল প্রকৃতির হয়।
নতিবাহুদ্বয়ের নতি সাধারণত বিপরীতমুখী হয়। বাহুদ্বয়ের নতি সাধারণত অন্তর্মুখী হয়।
নবীন শিলার অবস্থাননবীন শিলা ভাঁজ এর কিনারায় অবস্থান করে।নবীন শিলা ভাঁজ এর ভেতরে অবস্থান করে।
ভূমিরূপ ঊর্ধভঙ্গে শৈলশিরা গঠিত হয়।অধোভঙ্গে উপত্যকা গঠাত হয়।
অনুগামী নদী ঊর্ধভঙ্গের বাহু বরাবর লম্ব অনুগামী উপনদী প্রবাহিত হয়।অনুদৈর্ঘ্য অনুগামী নদী প্রবাহিত হয়।
পরবর্তী নদী বিত্তমানতাক্ষয়প্রাপ্ত ঊর্ধভঙ্গের ভাঁজে পরবর্তী নদী প্রবাহিত হয়।পরবর্তী নদী বিরাজ করে না।

পার্থক্য লেখ: শায়িত ভাঁজ ও ন্যাপ ভাঁজ

বিষয়শায়িত ভাঁজন্যাপ ভাঁজ
সংজ্ঞাযে ভাঁজের অক্ষতলের নতি ভূমির প্রায় সমান্তরাল (0°-10°) তাকে শায়িত ভাঁজ বলে।যখন শায়িত ভাঁজের মূল অংশ থেকে বিশাল আয়তনের শিলাখন্ড দূরে অবস্থান করে (কমপক্ষে ওয়ান টু ফাইভ কিলোমিটার1-5 Km) তাকে ন্যাপ ভাঁজ বলে।
প্রকৃতিভাঁজের একটি বাহু অপর একটি বাহু উপর শায়িত থাকে।ভাঁজের একটি বাহু আরেকটি বাহু থেকে বিচ্ছিন্ন থাকে।
শিলাস্তরীয় চাপঅনুভূমিক চাপের তীব্রতা ন্যাপ ভাঁজের তুলনায় কম।ন্যাপ ভাঁজের ক্ষেত্রে বেশি।
অক্ষতল ও অক্ষের কৌণিক অবস্থানএই ধরনের ভাঁজে অক্ষতলের সাথে অক্ষ 10° কোণে অবস্থান করে।এই ভাঁজের ক্ষেত্রে অক্ষতলের সাথে অক্ষ-এর কৌণিক অবস্থান লক্ষ্য করা যায় না।
সৃষ্টির পর্যায়অপ্রতিসম ভাঁজ বা আবৃত ভাঁজের উপর অত্যাধিক চাপের ফলে এই ভাঁজ গঠিত হয়।উৎঘট্ট বা রিকাবমেন্ট ভাঁজের উপর অধিক চাপের ফলে ন্যাপ ভাঁজ গঠিত হয়।

পার্থক্য লেখ: মুক্ত ভাঁজ ও বদ্ধ ভাঁজ

বিষয়মুক্তভাঁজবদ্ধভাঁজ
সংজ্ঞাযে ভাঁজে দুটি বাহুর অন্তর্বর্তী কোণ 70°-100° এর মধ্যে থাকে তাকেই মুক্ত ভাঁজ বলে।যে ভাঁজের দুটি বাহুর অন্তর্বর্তী কোণ 35° থেকে 70° এর মধ্যে বিন্যস্ত তাকে বদ্ধভাঁজ বলে।
শক্তিমাঝারি সংনমন শক্তির ফলে গঠিত।প্রবল সংনমন শক্তির গঠিত।
কোণদুই বাহু একই কোণে নয় থাকে।দুই বাহু দুই কোণে নয় থাকে।
ভূমিরূপমাঝারি ঢালযুক্ত ভূমিরূপ গঠন করে।ঢেউ খেলানো ভূমিরূপ গঠন করে।

FAQ/ বহুচর্চিত প্রশ্নাবলী

মহীভাবক আলোড়নের প্রভাবে কি ধরনের ভূমিরূপ গঠিত হয়?

মহীভাবক আলোড়নের প্রভাবে মালভূমি গঠিত হয়।

ভাঁজের দুটি গ্রন্থি বিন্দুকে যোগ করলে কি পাওয়া যায়?

ভাঁজের দুটি গ্রন্থি বিন্দুকে যোগ করলে গ্ৰন্থিরেখা পাওয়া যায়।

নমস্কার , আমরা দেবলীনা ও শুভদীপ । আমি ওয়েবসাইটের লেখক, আমি ভূগোলে স্নাতক করেছি। আমার উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্য ভূগোলের গুণমান নোট এবং উপাদান শেয়ার করা এবং আমার দিক থেকে সর্বোপরি সাথে থাকা।

Leave a Comment

error: Content is protected !!