পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র গুলির নাম লেখ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র গুলির নাম এই লেখাটিতে আলোচনা করা হল। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটনকেন্দ্র:

পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কমবেশি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য গুলি উত্তর থেকে দক্ষিনে জেলা ভিত্তিক একটি তালিকা দেওয়া হল –

1. দার্জিলিং:

তিনটি ‘T’ এর জন্য (Toy train, Tea garden, Tiger hill) দার্জিলিং বিখ্যাত। এদের মধ্যে টয়ট্রেন UNESCO-র World Heritage Site এর অন্তর্গত। দার্জিলিং কে ঘিরে কার্শিয়াং, মিরিক, ঘুম, ফালুট, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক প্রভৃতি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।

2. কালিম্পং:

কালিম্পং, লাভা, লোলেগাঁও, মংপু, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক প্রভৃতি পর্যটন কেন্দ্র বিখ্যাত।

3. জলপাইগুড়ি:

চাপড়ামারি ও গোরুমারা অভয়ারণ্য এবং ডুয়ার্স চা বাগিচার জন্য বিখ্যাত।

4. আলিপুরদুয়ার:

জলদাপাড়া ও হাসিমারা অভয়ারণ্য, বক্সা পাহাড় বিখ্যাত।

5. কোচবিহার:

কোচবিহার রাজবাড়ি, রসিক বিল, মদনমোহন মন্দির প্রভৃতি বিখ্যাত পর্যটনকেন্দ্র।

6. উত্তর দিনাজপুর:

এই জেলার রায়গঞ্জের কাছে গড়ে ওঠা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুলিক পাখিরালয় বিখ্যাত। প্রায় ১৬৪ প্রকার প্রজাতির পাখির বাস দেখা যায় এই পাখিরালয়ে।

7. দক্ষিণ দিনাজপুর:

বালুরঘাটের তপনদিঘি, বাণগড়ের স্থাপত্য কলা বিখ্যাত।

8. মালদহ:

ইতিহাস প্রসিদ্ধ গৌড়, রাসকেলি, আদিনা মসজিদ, পান্ডুয়া মালদহ জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র।

9. মুর্শিদাবাদ:

হাজারদুয়ারি, কাটরা মসজিদ, সিরাজউদ্দৌলার সমাধি প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ স্থান মুর্শিদাবাদের মুখ্য পর্যটন স্থল।

10. বীরভূম:

কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, ম্যাসাঞ্জার জলধারা, কবি চন্ডীদাসের জন্মস্থান নানুর, তারাপীঠ কালী মন্দির, কবি জয়দেবের জন্মস্থান কেঁদুলি, বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ বিখ্যাত পর্যটন কেন্দ্র।

11. পূর্ব বর্ধমান:

বর্ধমান রাজবাড়ি, পাণ্ডুরাজার ঢিবি, কাটোয়া, কবি নজরুলের জন্মস্থান চুরুলিয়া এই জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।

12. পশ্চিম বর্ধমান:

মাইথন জলাধার, রানীগঞ্জ কয়লাখনি ও দুর্গাপুর স্টিল প্লান্ট পর্যটন কেন্দ্র রূপে বর্তমান।

13. হুগলি:

রামকৃষ্ণদেবের জন্মস্থান কামালপুর, তারকনাথের মন্দির তারকেশ্বর, পোর্তুগিজ কলোনি চন্দননগর, ইমামবাড়া, ফুরফুরাশরিফ হুগলির বিখ্যাত পর্যটন কেন্দ্র।

14. পুরুলিয়া:

দলমা পাহাড়, পুরুলিয়া রাজবাড়ি ও সাহেব বাঁধ, অযোধ্যা পাহাড়, বামনা তুর্গা জলপ্রপাত, ছৌনৃত্যের জন্য চরিদা গ্রাম প্রভৃতি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

15. বাঁকুড়া:

পোড়ামাটি ও টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুর, মুকুটমণিপুর জলাধার, সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় পর্যটন কেন্দ্র রূপে অবস্থান করছে।

16. পশ্চিম মেদিনীপুর:

বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম, বদভূমি গনগনি, এশিয়ার দীর্ঘতম রেল স্টেশন খড়গপুর এই জেলার পর্যটন কেন্দ্র।

17. ঝাড়গ্ৰাম:

ঝাড়গ্রাম রাজবাড়ি, লোধাশুলির জঙ্গল, বেলপাহাড়ি পাহাড়, আরাবাড়ি পর্যটনকেন্দ্র।

18. পূর্ব মেদিনীপুর:

দীঘা, মন্দারমনি,তাজপুর ও শংকরপুরের সমুদ্রসৈকত, মহিষাদল রাজবাড়ি, তমলুকের বর্গভীমা মন্দির পূর্ব মেদিনীপুরের বিখ্যাত পর্যটন কেন্দ্র।

19. হাওড়া:

বেলুড় মঠ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, গড়চুমুক হরিণ প্রকল্প প্রভৃতি হাওড়া জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র।

20. কলকাতা:

ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, চিড়িয়াখানা, জাতীয় গ্রন্থাগার, বিড়লা প্লানেটরিয়াম, সাইন্সসিটি, নিকো পার্ক, ইকো পার্ক, কালীঘাট মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বিখ্যাত পর্যটন কেন্দ্র।

21. নদীয়া:

চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ, ইসকনের চন্দ্রোদয় মন্দির, মায়াপুর, কবি কৃত্তিবাসের জন্মস্থান ফুলিয়া, ঐতিহাসিক যুদ্ধ ক্ষেত্র পলাশি প্রভৃতি বিখ্যাত।

22. উত্তর 24 পরগণা:

দক্ষিণেশ্বর কালী মন্দির, মঙ্গল পান্ডের স্মৃতিসৌধ, ব্যারাকপুর গান্ধীঘাট, পলতা জলের ট্যাঙ্ক প্রভৃতি এই জেলার পর্যটন কেন্দ্র।

23. দক্ষিণ 24 পরগণা:

সাগরদ্বীপের কপিলমুনির আশ্রম, বকখালি ও ফ্রেজারগঞ্জ সমুদ্রসৈকত, সুন্দরবন প্রভৃতি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র।

FAQ/বহুচর্চিত প্রশ্নাবলী

ভারতের তৃতীয় বৃহত্তম ও পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কী

ভারতের তৃতীয় বৃহত্তম ও পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কলকাতা।

কলকাতার অপর নাম কী?

কলকাতার অপর নাম প্রাসাদনগরী।

Leave a Comment

error: Content is protected !!