আর্জেন্টিনার জমি ব্যবহারে ধরন এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ভূমিকা:
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা, চিলি ও আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত। এটি ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলের দেশ। এর আয়তন 27.7 লক্ষ বর্গ কিলোমিটার।
ভূমি ব্যবহারের নিয়ন্ত্রক:
ভূ-প্রকৃতি:
ভূপ্রকৃতি অনুসারে আর্জেন্টিনার অধিকাংশই সমভূমি। ফলে কৃষিকাজ ও পশু পালনের জন্য এখানে প্রচুর জমি ব্যবহারে সুযোগ আছে।
- দেশটির উত্তর দিকে ‘গ্রান চাকো’ অঞ্চল অবস্থিত। এটি নীচু সমতলভূমি, বন্যা ও জলা জমির সমস্যা আছে।
- দেশের দক্ষিণ-পশ্চিম দিকে প্যাটাগোনিয়া মরুভূমি অবস্থিত। এখানে জমি অনুৎপাদক তাই জমির ব্যবহার সীমিত।
নদ-নদী:
লা-প্লাটা, পারানা, সালাডো, কলোরাডো প্রভৃতি নদীর অববাহিকা অঞ্চল কৃষির উপযুক্ত।
জলবায়ু:
আর্জেন্টিনার মধ্যভাগে পম্পাস তৃণভূমি সৃষ্টি হয়েছে। এটি নাতিশীতোষ্ণ জলবায়ুর অনুকূল হওয়ায় গম চাষ ও পশুপালন উপযুক্ত। দক্ষিণে প্যাটাগোনিয়ার মরু জলবায়ু খুবই শুষ্ক প্রকৃতির।
মৃত্তিকা:
আর্জেন্টিনার প্রধান মাটি পোলিও লোয়েস। এই দুই মৃত্তিকা যথেষ্ট উর্বর, কৃষিকাজে সহায়ক।
জমি ব্যবহারের ধরন:
a. বনভূমির জন্য জমির ব্যবহার:
আর্জেন্টিনায় মোট জমির প্রায় 12% বনভূমি। বনভূমির তুলনায় তৃণভূমির আয়তন বেশি। দেশের পশ্চিম দিকে আন্দিজ পর্বতের পূর্ব ঢালে মিশ্র বনভূমি লক্ষ্য করা যায়।
b. কৃষিকাজের জন্য জমি:
আর্জেন্টিনা মূলত বাণিজ্যিকভাবে গম চাষ ও পশুপালনের দেশ। পম্পাস তৃণভূমিতে বৃহৎ আয়তনে ও বাণিজ্যিক ভিত্তিতে গম চাষ করা হয়। দেশের উত্তর দিকে গ্রান চাকো তৃণভূমি চাষের উপযুক্ত হলেও এখানে জলা জমি ও বন্যার সমস্যা আছে। পম্পাস তৃণভূমি অঞ্চলে বৃহৎ আয়তনে মেষ পালন ও গবাদি পশুপালন করা হয়। আর্জেন্টিনার বৃহৎ আয়তনের পশু খামার গুলিকে এসটেনশিয়া বলে। পশুপালকদের গৌচো বলা হয়। আর্জেন্টিনার মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে ফ্রিগোরিফিকো বলা হয়।
c. জনবসতির জন্য জমির ব্যবহার:
আর্জেন্টিনার জনবসতি তিন ধরনের। যথা –
শিল্প কেন্দ্রভিত্তিক জনবসতি:
আর্জেন্টিনায় কিছু চর্ম শিল্প ও বস্ত্র বয়ন শিল্প নগরী আছে। যেমন – সান্টা-ফে, সারানা, রোজারিও ইত্যাদি।
ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রভিত্তিক জনবসতি:
কর্ডোবা, রোজারিও, লা-প্লাটা, মেনডোজা ইত্যাদি।
কৃষি ভিত্তিক জনবসতি:
এই জনবসতি গুলি প্রধানত গ্রামীণ জনবসতি। পম্পাস তৃণভূমি, গ্রান চাকোর নীচু তৃণভূমি ও জলাভূমি এবং প্যাটাগোনিয়ার সীমান্ত এলাকায় অজস্র গ্রামীণ জনবসতি দেখা যায়।
This post was updated on 2023-02-22 17:56:28.