কানাডার ভূমি ব্যবহারের ধরন এই লেখাটিতে আলোচনা করা হল। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
ভূমিকা:
আয়তন 99.8 লক্ষ বর্গ কিলোমিটার। এই দেশে অরণ্যের পরিমাণ বেশি এবং খনি ও শিল্প কেন্দ্র হিসেবে জমির ব্যবহার লক্ষ্যণীয়।
জমি ব্যবহারের ভৌগোলিক নিয়ন্ত্রক:
ভূপ্রকৃতি:
কানাডার ভূপ্রকৃতি এ দেশের জমির ব্যবহারকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। যথা –
- পশ্চিমের পার্বত্য কর্ডিলেরা এবং রকি পর্বতমালা অঞ্চল কৃষিকাজের অনুপযুক্ত, এটি বনভূমির অন্তর্গত।
- উত্তর ও মধ্যভাগের শিল্ড মালভূমি অঞ্চলে অধিকাংশ জায়গায় সরলবর্গীয় বনভূমি দেখা যায়।
- হ্রদ অঞ্চল এবং সেন্ট লরেন্স নদীর নিম্নমান অববাহিকা কৃষিকাজ, শিল্পায়ন, জনবসতির সম্প্রসারণ প্রভৃতির জন্য অনুকূল।
নদ নদী:
দেশের প্রধান নদ নদী গুলির মধ্যে অন্যতম – সেন্ট লরেন্স, ম্যাকেঞ্জি, সাচকাচুয়ান ইত্যাদি। এছাড়া দেশে প্রায় সর্বত্রই প্রচুর ছোট বড়ো হ্রদ আছে। যেমন – গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ এবং সুপিরিয়র, হিউরন প্রভৃতি হ্রদের উত্তর অংশ।
জলবায়ু:
কানাডার উত্তর অংশ তুন্দ্রা জলবায়ু এবং দক্ষিণাংশ শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত।
মাটি:
দেশের অধিকাংশ জায়গায় প্রেইরি মাটি, কালো চার্নোজেম মাটি, চেস্টনাট ও বাদামি মাটি ও পার্বত্য মাটি পাওয়া যায়।
✓ জমি ব্যবহারের ধরন:
কানাডার মোট প্রাপ্ত জমির কয়েকটি প্রধান ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন –
a. বনভূমির জন্য জমির ব্যবহার:
কানাডার পশ্চিমে কর্ডিলেরা অঞ্চল সরলবর্গীয় বনভূমির অন্তর্গত। কানাডার অন্যান্য সরলবর্গীয় এলাকা উত্তর দিকে তুন্দ্রা সীমানা পর্যন্ত বিস্তৃত। এখানে দেশের ৩৫% এর বেশি জায়গা বনভূমির অন্তর্গত।
b. কৃষিকাজের জন্য জমির ব্যবহার:
- প্রেইরি তৃণভূমি কানাডার প্রধান কৃষি ক্ষেত্র। এখানে বাণিজ্যিক ভিত্তিতে গম চাষ করা হয়। কানাডার গম বলয় পশ্চিমের প্রেইরি তৃণভূমির চার্নোজেম মৃত্তিকা বলয়ে অবস্থিত।
- কানাডার কৃষিজমির অন্যান্য ব্যবহারগুলি হল বাণিজ্যিক ভিত্তিতে পশুপালন এবং ভুট্টা, তামাক, সয়াবিন, ধান, সবজি ও ফলের চাষ।
- কানাডার ফল বলয়টি পশ্চিমদিকে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে অবস্থিত।
- দক্ষিণ দিকে সাচকাচুয়ান এবং ম্যানিটোবা রাজ্যে একই জমিতে শস্য ও পশুপালনের উদ্দেশ্যে মিশ্র কৃষির জন্য জমি ব্যবহার করা হয়।
c. খনি ও শিল্পে জমি ব্যবহার:
কানাডায় বিভিন্ন খনিজ সম্পদের বিপুল সম্ভার রয়েছে। যেমন –
- কানাডার ইউরেনিয়াম সিটিতে ইউরেনিয়াম উত্তোলন, সাচকাচুয়ান ও আলবার্টায় খনিজ তেল উত্তোলন।
- কানাডার প্রধান শিল্প শহর গুলি হল – চার্চিল (ফার বয়নকেন্দ্র), সল্ট সেন্ট মেরি (রাসায়নিক, লৌহ ইস্পাত, কাগজ উৎপাদন), সাডবারি(ধাতু নিষ্কাশন), থান্ডার বে (জাহাজ নির্মাণ)।
d. জনবসতির জন্য জমির ব্যবহার:
কানাডার সেন্ট লরেন্স নদী অববাহিকার উত্তর অংশ এবং আটলান্টিক উপকূলবর্তী অঞ্চলে ছোট বড় অনেক নগর বসতি আছে। যেমন – টরেন্টো, কুইবেক, মন্ট্রিল, হ্যালিফ্যাক্স, অটোয়া, ফ্রেডরিকটন ইত্যাদি। এছাড়া পশ্চিম উপকূলে এডমন্টন, ভ্যাঙ্কুয়ার, প্রিন্স রুপার্ট ইত্যাদি পোড়ো বসতি।
This post was updated on 2023-02-22 17:56:40.