চিনের ইয়াংসি নদীর অববাহিকা সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হল। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। তোমরা নিজেরা মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো।
.png)
Read- ইউরোপ মহাদেশের পোল্ডারভূমি সম্পর্কিত প্রশ্নাবলী।
ভূমিকা:
এশিয়া মহাদেশের একটি উন্নত সমৃদ্ধশালী অঞ্চল হল ইয়াংসি নদীর অববাহিকা অঞ্চল। ইয়াংশি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী (5530 মিটার)। ইয়াংসি নদীটি কুয়েনলুন পর্বতের একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তারপর পূর্ব দিকে বয়ে গিয়ে চীন সাগরে মিলিত হয়েছে। ভূ-প্রকৃতির পার্থক্য, মৃত্তিকা ও জলবায়ুর পার্থক্যের জন্য ইয়াংসি নদী অববাহিকাকে তিন ভাগে ভাগ করা যায়।
ইয়াংসি নদী অববাহিকা:
a. সেজুয়ান অববাহিকা:
ইয়াংসি নদীর উৎস অঞ্চলে চারটি উপনদীর সঞ্চয়কার্যের ফলে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। এই অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি বলে একে রেড বেসিন বলা হয়। এই রেড বেসিন অববাহিকাটি উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এখানকার জলবায়ু খুব মনোরম। এই অববাহিকা কৃষি সমৃদ্ধ জনবহুল অঞ্চল।
b. হুনান প্রদেশ:
ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংসি অববাহিকা উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটিতে নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজ খুব ভালো হয়। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। এই জন্য হুনান প্রদেশকে চিনের ধানের গোলা বলা হয়। ধান ছাড়া এখানে গম, কার্পাস, আখ, তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। ইয়াংসি কিয়াং এর মধ্য অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় বলে একে চিনের শস্য ভান্ডার বলা হয়।
c. ব-দ্বীপ অঞ্চল:
হুনান থেকে চীন সাগরে মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংসি কিয়াং এর বদ্বীপ অঞ্চল। ইউরোপ মহাদেশের হল্যান্ডের মতো এই অঞ্চলটিতে বহু জলাভূমি, খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্ডারভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়। নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচুর ফসল উৎপন্ন হয়। এই অঞ্চলে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়।
Read- আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি সম্পর্কিত প্রশ্নাবলী।
ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ:
a. কৃষি উন্নতি:
অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি, বিস্তীর্ণ সমভূমি থাকায় এই অঞ্চলে কৃষির উন্নতি ব্যাপক হারে হয়।
b. খনিজ সম্পদের প্রাচুর্য:
কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন সহ আরো অন্যান্য ও খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলের উন্নতি সম্ভব হয়েছে।
c. শিল্পের উন্নতি:
লৌহ ইস্পাত, রাসায়নিক, যন্ত্রপাতি নির্মাণ, রেশম ও বস্ত্র বয়ন শিল্প এখানে অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করেছে।
এছাড়াও –
- উন্নত পরিবহন ব্যবস্থা
- পর্যাপ্ত জলসম্পদ
- সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান
- ঘনবসতি, সুলভ শ্রমিক
- উন্নত পরিকাঠামো ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারণ।
Read- ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে লেখ।